নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আহ! কবিতা !!

১০ ই জুন, ২০২২ সকাল ১১:৫৬


আহ! কবিতা !!
© নূর মহাম্মদ নূরু

কবিতার নদীতে আমার নৌকা দিলেম ছেড়ে,
জানিনা কোন রূপসীর ঘাটে নৌকা গিয়ে ভিড়ে,
কবিতার সাথে বরণ করে নেয় যদি কেউ মোরে,
কথা দিলাম থাকবো হেথায় ফিরবোনা আর ঘরে।

রাজ কণ্যা লাজুক লতা ঘুম পড়ানি গেয়ে,
মেঘের দেশে উড়িয়ে নেবে পরীর দেশের নেয়ে,
পাতাল থেকে মেঘের দেশে বাঁধবো গিয়ে ঘর,
কবিতা সব পায়রা হয়ে করছে মাথায় ভর।

প্রজাপতি রাঙিয়ে ডানা ফুলের বনে গিয়ে,
ফুলের রেনু মাখছে গায়ে খুশির পরাগ দিয়ে,
চারিদিকে খুশির জোয়ার পাখ পাখালি গায়,
কবিতার নৌকা আমার ছুটছে পূবাল বায়।

এমন শত রঙিন স্বপন দেখছে আমার মন,
মন আকাশে বইছে যখন লিলুয়া পবন,
ধরে বেঁধে যায়না রাখা কবিতারই পাখা,
ছুটছে তারা স্রোতের বেগে নাড়িয়ে দিয়ে শাখা

স্বপণ যখন টুটে গেল ক্ষুধার কামড় খেয়ে,
কোথায় গেলো রাজ কণ্যা ঘেমে উঠি নেয়ে,
কবিতার নাও খানি মোর চড়ায় গেছে ঠেকে,
কি আর হবে রাজ কুমারীর কল্প কথা লিখে।

রাজ কন্যারা ওঠেনাতো এমন বেহাল নায়,
কবিতার নদীতে আমার থাকা হলো দায়,
বাস্তবতা বড়ই কঠিন ক্ষুধায় অন্ন চাই,
ক্ষুধার কাছে কাব্য কথার কোন মূল্য নাই।

প্রকাশকালঃ ঢাকা-১০ জুন ২০২২ ইং

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আগের পোস্টটি মুছে দিলেন কেনো?

১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত! ছবি চেঞ্জ করতে গিয়া
পুরো পোষ্টই হাওয়া।
যা ছিলোনা মোর চাওয়া।

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:০৫

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মন্তব্য প্রদানেএ জন্য।

৩| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজ কন্যারা ওঠেনাতো এমন বেহাল নায়,

কথা সত্য....... অনেকের কাছেই প্রমান আছে।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি কখনো মিথ্যা বলেছি?
আপনাকে এক কাপ চা করে দেই,
চা ঢেলে দেই!
সহমতের জন্য চা,
অন্য কিছু না!

৪| ১০ ই জুন, ২০২২ দুপুর ২:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ,
কবিতা সুন্দর দেখলেন,
কবির মনের ব্যাথা বুঝলেন না!
আফসোস!

৫| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা নুরু ভাই।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা সুন্দর কিন্তু
কবির মন ভেংগে
খান খান!

৬| ১০ ই জুন, ২০২২ বিকাল ৪:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ইয়া মাবুদ কেন কেন !!

১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেষ প্যারাটা মনযোগ সহকারে
পড়ুন, তা হলে হয়ত কবির মণের
কথাটা বুঝতে পারবেন।

৭| ১০ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় !!!

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই এটাতো কুপি পেষ্ট হয়ে গেলো!
সূত্র মুত্র নাই!
মামলা খাইবেন তো?
কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতার
একটি লাইন‍ ‌‌‌‍ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।

৮| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিও সুন্দর,
আপনার কথা সুন্দর,
আপনার মন সুন্দর,
আপনার লেখা সুন্দর।
আপনাকে যারা মন্দ বলে
তারা শাখা মৃগ মানে বান্দর!

৯| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১

জগতারন বলেছেন:
কবিতা ভাল হয়েছে এবনহ আমার খুব ভাল লেগেছে।
এখন থেকে কবিই দাদাই ডাকতে হব্বে।

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারন দাদা আমি তথাকথিত কবি নই!
আমি কারো কারো ভাষায় তিড়িং বিড়িং কবি।
আমার কথা মনে করে৷ তারা যখন ডুবে যায় রবি।

১০| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



কবিতায় কি আপনার কথা, নাকি মানুষের কথা বলতে চান?

১০ ই জুন, ২০২২ রাত ৮:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা বাবু, আপনি এত বিচক্ষন আর জ্ঞানী মানুষ
আপনার মুখে কি আই প্রশ্ন মানায়!
কবিতায় কবিদের আর্থিক দুর্দশার বাস্তব চিত্র তুলে
ধরার চেষ্টা করা হয়েছে।
আপনিইতো কয়েক দিন আগে আমাদের জাতীয় কবি
নজরুলের আর্থিক দুর্দশার কথা বলেছিলেন। আসলে
কবি বড় হোক কিংবা ছোট সবারই আর্থিক সমস্য প্রকট।
এই পেশায় আর্থিক দুর্দশা কাটিয়ে ওঠা সম্ভব নয়।

১১| ১১ ই জুন, ২০২২ রাত ১:২৮

ফারহানা শারমিন বলেছেন: কবিদের যেমন আর্থিক দারিদ্র্য থাকে, তেমন শব্দের বিশাল বড় সম্পদ থাকে। সৃষ্টির আনন্দ থাকে।
কবিতা খুব ভালো লেগেছে।

১১ ই জুন, ২০২২ রাত ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শব্দের পাহাড় দিয়ে যদি ক্ষুন্নি
বৃত্তি নিবারণ হতো তা হলে
কবির কাছে পূর্ণিমা চাঁদকেও
ঝলসানো রুটি মনে হতোনা।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.