নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নেই কাজ তো খই ভাজ !! (একটি কপি পেষ্ট ছড়া)

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:১৩


নেই কাজ তো খই ভাজ !!
© নূর মোহাম্মদ নূরু

কাজের থেকে ফালতু ক্যাচাল বেড়ে গেছে সামুতে
ভাবছি তাই ছুটি নিয়ে বেড়াতে যাবো রামুতে !
লেখা, পাঠক মন্তব্য যে কমে যাচ্ছে প্রতিদিন
কি কারণে ঝড়ছে লেখক সেদিকটাতে নজর দিন।

সবার কাছে দামী লেখা আশা করা যায়কি ভাই
কি বা ক্ষতি ভালোর সাথে যদি একটু সস্তা পাই!
সবাইতো আর বিজ্ঞ নন যে খবর রাখে দূনিয়ার
কেউ যদি তা তুলে এনে সুযোগ দেয় শুনিবার।

স্মরণ রেখো খই ভাজাটা মোটেই সহজ কাজ না
কাঠ খড় বহু পোড়াতে হয় শুনতে খইয়ের বাজনা।
কপি পেস্টে বাঁধা কোথায় যদি না চায় খাজনা,
কি দোষ তাতে ভাঙ্গা ঢোলে ওঠে যদি বাজনা!

সোনার সাথে খাঁদ মিশালে কমেনা গহণার মান,
খাঁটি সোনা খুঁজতে গেলে হবে বৃথা পেরেশান।
দূনিয়াটা বড়ই আজব নিজের দোষ তো খুঁজিনা
নিজেরটাই সত্য সঠিক পরের যুক্তি বুঝিনা !

কপি করার বারণ আছে যদি তা হয় কপি রাইট,
তা না হলে সময় নষ্ট বৃথা যাবে সকল ফাইট।
কপিরাইটের মেয়াদ মরার ৬০ বছর পর থাকেনা
তখন তা কপি করতে অনুমতি কারো লাগেনা।

স্বীকৃত আছে করা যাবে খবরের সম্পদনা,
উৎস কি তার কেবা লেখক কিই বা তার ঠিকানা
পরের কিছু নিজের বলে দাবী করা ঠিক হবে না,
যদি থাকে সে জিনিসের আইনানুগ মালিকানা!

মনের খুশী লেখা লেখি যেথায় কোন লাভ যে নাই,
একটু মিশেল হলোই বা কারোতে কোন ক্ষতি নাই!
সবাই থাকি মিলে মিশে দোষ না খুঁজি অপরে,
কথায় আছে মিলবে মেওয়া সবার একটু সবরে!

কাজ করিলে ভুল পাওয়া যায় অকর্মার দোষ যে নাই,
পরের দোষ খুঁজতে পারে নিজের বেলার খবর নাই।
দোষ গুণে আমরা মানুষ সয়তান বা ফেরেশতা নই,
সবাই আমরা দোষে গুণে একে অপরের হয়ে রই।

সামু মোদের প্রিয় বাগান গাছ ও ফুলের যত্ন চাই,
তা না হলে বিরাণ হবে দিব্য চোখে দেখতে পাই!
আর নয় হিংসা দ্বেষ থাকি সবাই এক সাথে
সুখ শান্তি বিরাজ রবে ক্ষতি কি বলো তাতে?


সংবিধিবদ্ধ সতকী'করণঃ এটা একান্তই আমার নিজস্ব ভবনার ফসল। ভিন্নমত থাকতেই পারে। কেউ অযথা সূত্র খুঁজে হয়রান হবেন না প্লিজ!!

১ম প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ১১ জুন ২০২১ ইং
পুনঃপ্রকাশঃ ঈষৎ পরিবর্তিত ঢাকা-৭ জুন ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বরাবরের মতোই বেশ ভালো।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ অফুরাণ!

২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

রামু জীবিত আছে?

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রামু বাংলাদেশের কক্সবাজার
জেলার অন্তর্গত একটি উপজেলা।

মরারতো কথা না!

৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না না না। আপনি সামু ছাড়তে পারবেননা। আপনার কবিতায় আমরা মজা পাই।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ছাড়তে না চাইলে কি হবে
সামুই আমাকে তাড়াবে একদিন !

৪| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ,
সব খবর ভালতো?

৫| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১১

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ,
পাঠ করার জন্য।

৬| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা ভালো লেগেছে।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগে নিত্যদিন আপনাকে দেখতাম
এখন দেখি কালে ভাদ্রে.! ভেবেছিলাম
হয়তো ব্লগ ছেড়েই দিয়েছেন। যা হোক
আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৭| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪০

সোনাগাজী বলেছেন:



করিয়ান ভাষা বুঝেন নাকি? দ: কোরিয়ান সাহিত্যের সাথে মিল আছে।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিসব নোংরা গলির ভাষার সমাগম
হচ্ছে জোকের আড়ালে! তাতে
এখন বাংলা ভাষাই ভুলে যাচ্ছি!
কোরিয়ান জানবো কি কিরে?
কোরিয়ান একটা শব্দই জানি
তা হলো খাসিক্কা !

৮| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন:

কিসব নোংরা গলির ভাষার সমাগম
হচ্ছে জোকের আড়ালে! তাতে
এখন বাংলা ভাষাই ভুলে যাচ্ছি!
কোরিয়ান জানবো কি কিরে?
কোরিয়ান একটা শব্দই জানি
তা হলো খাসিক্কা !


একটি সভ্য দেশে ২/৪ জন বস্তির লোক থাকবে। এরা গালি না দিলে মানুষ সভ্যদের আইডেন্টিফাই করবে কিভাবে? বস্তিরা গালি দিলে সভ্যরা অটো সেরা হয়ে যায়। ছাগল ব্রেনে এটা ঢুকবেনা। লেজেন্ড ব্রেন দিয়ে খেলে গালি দিয়ে নয়।

০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই সময় এসে গেছে,
এখন মনে হয় বলতে হবে,
" ভাই তোর ভিক্ষা চাইনা,
দয়া করে কুত্তা সামলা"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.