নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অভিশপ্ত ফুটবল!
© নূর মোহাম্মদ নূরু
কার শাপে কোন পাপে জন্মিলো ফুটবল,
লাথিতে লাথিতে তার কাটে চিরকাল।
এপারের লাথি খেয়ে ওপার গিয়ে পড়ে,
ওপারও লাথি মারে যত পারে জোরে।
কেউ মারে জোরে লাথি কেউ মৃদু করে,
কেউ যদি বাগে পায় দু'পায়ে চেপে ধরে।
তার পরে ফুটবলে লাথি মারে কষে,
মাথা ঘোরে ভন ভন লেগে গোলের বাঁশে!
তার পরও ছাড় নাই গোলকিপার ধরে,
খুব জোরে দেয় লাথি ওপার গিয়া পরে।
ওপার থেকে লাথি খেয়ে ফের সেই মাঠে,
লাথিতে লাথিতে তার নব্বই মিনিট কাটে।
এ ভাবেই হর রোজ লাথি তার জোটে,
দুমড়ে গেলে কভু বাতাস দেয় পেটে।
লাথিতে লাথিতে যারা ম্যাচ জিতে যায়,
দেশবাসী ফুলে ফুলে বরণ করে নেয়।
অভাগা ফুটবল শুধু চেয়ে চেয়ে দেখে,
কোথা সে পড়ে আছে কে খবর রাখে!
ছেঁড়া ফাঁটা চামড়ার কে করে কদর,
লাথি খেয়েই তার জীবন হলো পার।
মনুষ্য সমাজেও কিছু আছে ফুটবল,
লাথিতে লাথিতে যার জীবন বিকল।
মুখ বুঁজে সয়ে যায় কিল ঘুষি লাথি,
লাথি খেয় নিভে যায় জীবনের বাতি।
ধুকে ধুকে বাঁচে কেউ হয়ে বোবা কালা,
প্রতিবাদের ভাষা নাই মুখে মারা তালা।
লাথি খেলি জীবন ভর আসছে দেবার পালা,
লাথির জবাব লাথিতে এবার আগুন জ্বালা!
প্রকাশকালঃ ঢাকা, ৬ জুন, ২০২২ ইং
০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফুটবল ধাক্কার নয় লাথির খেলা!
লাথিতে যার যত জোর তার জয়ী
হবার সম্ভাবনা তত বেশী। ইতিহাসে
তার নাম লেখা থাকে সণা'ক্ষরে কিন্তু
যে বেচারা জীবনভর লাথি খেলো
তার নাম কি ইতিহাসে লেখা হয়?
২| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৩১
সোনাগাজী বলেছেন:
বরিশাল হতে বিপ্লবের ডাক?
০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চট্টগ্রাম থেকে যদি কেউ সাড়া দেয়
তাকেও সাথে নিবো! বৃহত্তর
আন্দোলন হবে বেচারা
ফুটবলের পক্ষে!
৩| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হইছে।
০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ছড়াটি পাঠ করার জন্য।
ভালো থাকবেন সব সময় আর
ভালোর সাথে চলবেন!
৪| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৩০
জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের আমজনতা হচ্ছে ক্ষমতাবানদের কাছে ফুটবল। সব সময়ই লাথির উপর থাকে।
০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কথাটাই বুঝাতে চেয়েছি
আমার ছড়ায়! আমরা কারোনা
কারো দু'পায়ের ফুটবল হয়ে
বেঁচে আছি!
৫| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো বিষয় নিয়ে আপনি ছড়া কবিতা লিখতে থাকুন এবং পরে সংকলিত করে বই বের করেন।
০৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি প্রকাশক হতে রাজী হলে
চিন্তা করে দেখতে পারি!
হবেন?
৬| ০৬ ই জুন, ২০২২ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক।
০৬ ই জুন, ২০২২ রাত ৯:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন,
আল্লাহ আপনার নেক দোয়া
কবুল করুন আর সবাইকে
নেক হায়াত ও দুস্থ্যতা দান
করুন।
৭| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,
চমৎকার ছড়া।
বাংলাদেশে ১৮ কোটি ফুটবল আছে যারা আম-পাবলিক। সকালে বিকালে এদেরকে লাথি মারার জন্যে হাযার খানেক লোকও আছে। যখন যার ইচ্ছে লাথি মেরেই যায় আর গোল দিয়ে ফুলের মালা গলায় পড়ে!!!! সামনে ফাইনাল খেলা ... দেখা যাক ফুটবল গড়ায় না কাদায় আটকে থাকে ...............
০৬ ই জুন, ২০২২ রাত ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীএস ভাই, নির্বাসিত কবি ও সাংবাদিক দাউদ হায়দারের
একটি বিখ্যাত কাব্যের নাম "জন্মই আমার আজন্ম পাপ"
আমাদের দেশের ১৮ কোটি ফুটবলের জন্মই আজন্ম পাপ। লাথি খেয়েই
এদের জীবনাবসান হয়। এটাই ফুটবলের করুণ পরিণতি!
৮| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই জুন, ২০২২ রাত ১২:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদান্ত সেলিম ভাই
অনেক দিন পর ব্লগে
আসবার জন্য।
ভালো থাকবেন।
৯| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: চিটাগাং এর ভাষায় একটা কথা আছে - "ঘরর দুয়ারত থিয়ায় ফাড়ায় গরদ্দে না? " শুদ্ধঃ ঘরের সামনে দাঁড়িয়ে ফাকাফাকি করে কেউ? এক শ্রেণির মানুষ আছেন যারা বাহাদুরি দেখায়। নিজেরে একটা কিছু মনে করে।
লজ্জাটা কোন জায়গায় জানেন? এরা এলাকার মাতব্বর বা সর্দার বা মন্ত্রীর জোরে নাছে। নিজের জোর নেই। একমাত্র নির্লজ্জ ছাড়া কেউ অন্যের টাকা বা ক্ষমতায় ফুটানি দেখায়না।
আপনার ছড়া কোন একজনকে বলা কথাটি মনে পড়ে গেলো।
০৭ ই জুন, ২০২২ রাত ১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের ভদ্রতা, শালীনতা বোধ নাই
তাদেরকে কান ধরে ঊঠ বস করালে
বলবে " কান ধরে উঠ বস করছি
তবে অপমান করতে পারেনাই "
বাদ দিন ওদের কথা। লিখুন
অন্যায়ের বিরুদ্ধে যতদিন
আছেন।
অভিমান কাদের উপর
করবেন? আমরাতো
ফুটবল!
১০| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু ছোটবেলায় খুব ফুটবল খেলতাম। ভালোই খেলতাম।
০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন আমাদের নিয়ে তারা
ফুটবল খেলে!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ফুটবল খেলাডায় ধাক্কার খেলা নূরু ভাই। ফাউল হপে। রেফারির উপ্রে খেলার স্বচ্ছতা।