নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সহজ হচ্ছে ওমরাহ ব্যবস্থাপনা

০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৮


সহজ হচ্ছে ওমরাহ ব্যবস্থাপনা !
সৌদি আরবের ভিশন ২০৩০ পুরণের লক্ষ্যে পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ তিনি বলেন ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।

ওমরাহ পালনের জন্য পরিবর্তনের এই ঘোষণায় থাকছেঃ
১। ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। যাত্রী নিজেই ভিসা বের করতে পারবেন।
অনলাইনে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা ইস্যু করা।

২। ওমরাহ ভিসার মেয়াদ এক মাসের পরিবর্তে তিম মাস বৃদ্ধি করা।

৩। এ ছাড়াও হাজী সাহেবগণ কোনো বাধা ছাড়াই নির্দ্বিধায় সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত করতে পারবেন।

গত বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সূত্রঃ সৌদি গেজেট ডট কম

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:


ওমরাহ করার সময়, পুরো হজ্জ সারতে সময় কি কম লাগে?

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় হজ্জ বছরে একবার জিল হজ্জ মাসে অনুষ্ঠিত হয়।
যার আনুষ্ঠানিকতা শেষ, করতে প্রায় এক মাসের মতো
সময় লাগে। পক্ষান্তরে ওমরা হজ্জ করতে সাত বা দশ
দিনেই শেষ করতে পারবেন।
বছরের যে কোন সময় ওমরা হজ্জ পালন করতে পারবেন
পুরো বা বড় হজ্জ করা বিধেয় নয়।
ধন্যাদ হজ্জের ব্যাপারে
আপনার আগ্রহ প্রকাশ
করার জন্য।

২| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ওমরাটা করবো। খুব শ্রীঘ্রই করবো। দোয়া করবেন।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ!
আপনার নেক আশা
পূরণ হোক।

৩| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি ওমরা বা হ্জ্জ করেছেন?

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখনো আল্লাহর হুকুম হয়নি!
তবে আশা ছাড়ি নাই।
আপনার অবস্থা কি?

৪| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খরচের বিষয়টা এখন বেশ চড়া হয়ে গেছে।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ,
হ্যা,আগের তুলনায় এখন খরচ
বেড়ে গেছে। এখন ওমরা করতে
হোটের মান ভেদে ১.৫০ লাখ
থেকে ৩ লাখ টাকা খরচ হয়।

৫| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৫

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত ভালো সিদ্ধান্ত।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটাল দূনিয়া
সব হবে বিদ্যুৎ
গতিতে।,

৬| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ম কমেন্টের উত্তরে আপনার ভুল আছে। বড় হজ্জ্ব, ছোট হজ্জ্ব বলে কিছু নেই। এগুলো আমাদের দেশের বানানো। হজ্জ্ব একটাই যার প্রক্রিয়াগুলো শেষ করতে লাগে ৫/৬ দিন। আর ওমরাহ করতে লাগে ৩০-৪৫ মিনিট মাত্র। ধন্যবাদ...

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও জানি বড় বা ছোট হজ্জ বলে
কিছু নাই। তবে যুগ যুগ ধরে আমাদের
দেশে এটাই প্রচলিত হয়ে আসছে যা
আপনিও আপনার মন্তব্যে উল্লেখ
করেছেন।
হজ্জের মূল প্রক্রিয়া শেষ করতে
৫/৭ দিন লাগলেও কোন হাজী
সাহেবগন এক৷ মাসের আগে
দেশে ফিরতে পারেন না। এই
সময়এর উপর তার খরচের
ব্যপার জড়িত।
প্রথম প্রশ্নকারীর প্রশ্নটি
পড়ুন তা না হলে অংক
মিলবে না।

৭| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সবাই কে হজ করার পর দলাদলি না করে প্রকৃত মুত্তাকী হওয়ার সুযোগ করে দিন, যারা অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার করবেন না, গালিগালাজ করবেন না। মন থেকে হিংসা মুছে সবাইকে ভালোবেসে সম্মান করবেন। আমীন।

০৫ ই জুন, ২০২২ রাত ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
আপনার নেক দোয়া কবুল
হোক মহান আল্লাহর দরবারে।

কোন ডিম থুক্কু থিম পেলেন?

৮| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আপনার পরিচিত কেউ আছে,নিজ খরচে হমরা বা হজ করাবে?

০৫ ই জুন, ২০২২ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার প্রশ্ন বুঝি নাই!
কাকে করাবে?
আপনি কি অন্যের খরচে
ওমরা হজ্জ করতে চান?

৯| ০৬ ই জুন, ২০২২ রাত ৩:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: সৌদী আরবে থাকার সবচাইতে বড় সুবিধাটা পাই এই ওমরাহ করাতেই। প্রতিদিন বড় বড় শহর গুলি থেকে ওমরাহ এর বাস ছাড়ে, এদের হামলা বলে। এদের সাথে গেলে ৮০-১২০ রিয়ালের মধ্যেই ওমরাহ করা যায় (সৌদী আরবের যে কোন প্রান্ত থেকেই প্রায় একই খরচ)।

আর যারা জেদ্দা থাকেন, তারাতো মাত্র ৩০-৪০ রিয়াল গাড়ি ভাড়া দিয়ে এসে ওমরাহ করতে পারেন।

একজন বলেছেন বড় হজ বা ছোট হজ বলে কিছু নাই। কথা আংশিক ঠিক, আংশিক ভুল। একটা ওমরাহ, অন্যটা হজ। হজ বলতেই বড় হজকেই বুঝায়। তবে সৌদীতেও মসজিদুল হারামে যখন ঢুকবেন (সারা বছর), পুলিশ আপনাকে কিছু বলতে হলে "ইয়া হাজ" (pilgrim) বলেই ডাকে।

বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরাহ করতে আসেন, তাদের অনেকেই কিন্তু অল্প কয়েকদিনের জন্যও আসেন। তবে বেশীরভাগই আসেন জীবনে হয়ত একবার। তাই তারা চেষ্টা করেন একবারে যদি মক্কা-মদিনা দেখা যায়।

০৬ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যেমন বোঝে সে তেমন বলে।
বাংলা দেশ থেকে কেউ ওমরা হজ্জ
করতে যায় কমপক্ষে তার ১০ থেকে
১৫ দিন সময় লাগবে যাওয়া আসা সহ।
তা আনুষ্ঠানিকতা করতে দশ মিনিট লগুক
বা ১৫ মিনিট! আর ওমরাহকে ছোট হজ্জ বলে
কারন সময় কম লাগে বলে।
অন্য কোন কারণে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.