নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কায়দা করে বেঁচে থাকা !!

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৬


কায়দা করে বেঁচে থাকো !!
নূর মোহাম্মদ নূরু

সবুজ শ্যামল দেশটা গেছে চোর ডাকাতে ভরে,
রন্দ্রে রন্দ্রে বিষ ঢুকেছে তিলে তিলে মারে।
যাদের হাতে নাটাই সুতার সুখে নিদ্রা যায়,
সেই সুযোগে দুষ্ট বাঘে বলদ মেরে খায়।

পালাবারতো পথ জানা নেই সামনে অন্ধকার,
লবন পেঁয়াজ তেল চিনি নাই উঠছে হাহাকার।
ভরা মওসুম তবুও চাল নাইকো হাতের মুঠোয়,
সিন্ডিকেটের পাগলা ঘোড়া উর্ধ্ব মূখী ছোটায়.

আজ যে দামে জিনিস বিকায় কাল তাতে না পাই,
সাবান সোডা লাফিয়ে চলে ধরার উপায় নাই।
মরিচ পেঁয়াজ আদা রসুন বস্তা ভরা দেখি,
দাম শুনিলে বাজার ফর্দ গোপন করে রাখি।

মাছ গোস্ত খাবার কথা ভুলছি অনেক আগে,
পিঠে পায়েশ খেজুরের রস খেতাম পৌষ মাঘে।
আম কাঠাঁলের ভরা মৌসুম পাইনা কিছু ভাগে,
দুধ মাখন খাবার স্মৃতি শুধুই মনে জাগে।

সবুজ বরণ দেশটা ছিলো ফুল ফসলে ভরা,
শ্যামলা মায়ের চারণ ভূমি স্মশান করলো কারা?
দেশটা ছিলো পরের হাতে খাইছে লুটে পুটে,
যা আছে তা সিন্ডিকেটে খাচ্ছে চেটে চেটে।

যে দিন যায় সেদিন তো আর ফিরে নাহি আসে,
তবে কেনো পুরান স্মৃতি মনের মাঝে ভাসে?
ভিষণ বিপদ ঘোর কলিকাল যায়না জীবন রাখা,
কায়দা করে বেঁচে থাকো, কায়দা করে থাকা।

প্রকাশকালঃ ঢাকা- ২ জুন ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:


রবার্ট ক্লাইভকে ডেকে আনতে হবে?

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ক্লাইভ বা হোক গাজীরা থাকলেও
নষ্ট দুষ্ট মানুষগুলো সিন্ডিকেট বাজী
করতে সাহস পেতোনা।
ধন্যবাদ গাজীসাব।

২| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা নুরু ভাই। দেশটা গেলো গেলো.....

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ গোফরান ভাই।
আপনার সাথে থাকা সাহস যোগায়।

৩| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের কতকোটি কায়দা করবে?

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যে বেঁচে থাকতে চাইবে তাকেই
কোনও না কোন কায়দা জানতেই
হবে। তা না হলে বে ঘোরে প্রাণ
দিতে হবে।

৪| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আগে মাল্টি থেকে ছদ্মনামে লিখতাম। কখনো কখনো এর মাল্টি কখনো ওর মাল্টি ট্যাগ দেয়া শুরু করে। শেষে যখন নিজের নামে আসি তখন গালে জুতা পড়ে।
এ ব্লগ থেকেই শিখেছি শক্তের ভক্ত নরমের যম। তখন সাইবার আইনে মামলা করার আইন ছিল না। এখন আছে। এই জন্য সরকার একটা ধন্যবাদ ডিজার্ভ করে।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাল্টিবাজরা পল্টিবাজ হয়।
বিষ্ঠা তাদের কাবু করতে পারেনা।
তাই মাল্টির আশ্রয় নেয়।
ওদের থেকে দূরে থাকুন।

৫| ০২ রা জুন, ২০২২ রাত ৯:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয় লাইনে প্রশ্নবোদক চিহ্নের কারণটা বুঝে উঠতে পারি নাই।

০২ রা জুন, ২০২২ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুলের তো হাত পা নাই
হয়েই যায়, তাই কায়দা
করে রাখা।

৬| ০৩ রা জুন, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেনে।
প্রতিটা লাইন সত্য। বানোয়াট নয়।

০৩ রা জুন, ২০২২ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন থেকে আর মিথ্যা মরিচিকার পিছে নয়!
যাহা বলিবো সত্য বলিবো
সত্য বই মিথ্যা বলবো না।

অনেক ধন্যবাদ আপনাকে
মাঝ রাতে মন্তব্য করার জন্য।

৭| ০৩ রা জুন, ২০২২ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: মাঝরাত আমার কাছে রহস্যময় লাগে!!
হাতে চায়ের মগ নিয়ে ব্যলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে।

০৩ রা জুন, ২০২২ রাত ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ঘুম ভালো লাগে।
কিন্তু বয়সের কারনে রাতে
ঘুম খুব কম হয়।

৮| ০৩ রা জুন, ২০২২ সকাল ৮:৫৭

জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
আমার খুব ভালো লেগেছে,

সব্বার জ্ঞাতার্থঃ
পৃথিবীর সব দেশেই বর্তমানে খাদ্য মূল্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য-এর মূল্য উর্ধগত।
হয়তো এর কারন ইউরোপে যুদ্ধ অন্যতম।

০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জাগতারন দাদা
অনেক ধন্যবাদ আপনাকে
কইতা পাঠঅন্তে মন্তব্য প্রদানের
জন্য।
দাম বাড়ার একটা লিমিট থাকে
কিন্তু আমাদের দেশে এক একটি
পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।,
সকালে এক দাম আর বিকেলে আর এক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.