নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমি কমেন্ট ব্যান মুক্ত!!
আমার কমেন্টস ব্যান তুলে নেবার জন্য ব্লগ টিম এবং
আমাকে যারা পছন্দ ও অপছন্দ করেন সবাইকে আন্তরিক
ধন্যবাদ।
আশা করি সবাই যার যার অবস্থান থেকেই পাশে থাকবেন।
অবস্থান পরিবর্তন কারোরই কাম্য নয়।
সংসদে বিরোধী দল না থাকলে ভুল ত্রুটি
অগোচরেই থেকে যায়। তাই থাকুন আগের
মতো যে যার অবস্থানে।
সবাই ভালো থাকবেন।
হ্যাপি ব্লগিং
০১ লা জুন, ২০২২ রাত ৯:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ গোফরান ভাই।
আমি নতুন করতো আসি নাই।
আগে যেমন ছিলাম এখনো আছি
তবে মাঝখানে আপনাদের কোন
লেখায় ইচ্ছা থাকার পরেও সৌজন্য
মন্তব্য করতে পারি নাই। ব্যবধান
এইটুকুই। ধন্যবাদ সাথে থাকার
জন্য সব সময়।
২| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন, শুভকামনা রইলো আপনার জন্য।
০১ লা জুন, ২০২২ রাত ৯:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের সকলের জন্য শুভেচ্ছা ও
শুভ কামনা থাকলো বরাবরের মতো।
৩| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনি কি "ব্যক্তি আক্রমণ" চালায়েছিলেন?
০১ লা জুন, ২০২২ রাত ৯:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে খোঁচাখুঁচি ব্যতিত
আমার স্মরণাতীত কাউকে
ব্যক্তি আক্রমন করিছি।
৪| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্বাগতম নুরু ভাই! আপনার ছড়া লেখার হাত বেশ ভালো। ব্লগের প্রামাণিক ভাই দারুন সব ছড়া লিখতেন। আশা করি আপনিও এই ধারাটি বজায় রাখবেন। আপনি দীর্ঘ সময় অনলাইন সংবাদপত্রে যেভাবে সংবাদ সম্পাদনা করেছেন, সেটা ব্লগে গ্রহনযোগ্য নয়। যদিও একটা সময় ব্লগে আপনি বিনা বাধায় আপনি এই ধরনের পোস্ট প্রকাশ করেছেন। আমরা সেই সকল পোস্ট এর কথা বাদ দিয়ে নতুন ভাবে শুরু করতে আগ্রহী। আশা করি, আপনি ব্লগ টিমের জন্য কাজটি কঠিন করবেন না।
এখানে কেউ আপনার শত্রু নয় বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাই আশা করি, পুরানো অধ্যায় বাদ দিয়ে আপনি নতুন করে আবার শুরু করবেন এবং আপনার ব্লগ বন্ধুও বৃদ্ধি পাবে। আপনি নিজে বা বিশ্বাস করে, বুঝেন ভুল হলেও তা লিখুন। আমরা এখানে শেখার জন্যই এসেছি।
আশা করি, যারা অন্যায়কে নিজেদের অধিকার মনে করে, এই ধরনের জ্ঞানপাপীদের সঙ্গ এড়িয়ে চলবেন।
আপনার জন্য শুভ কামনা। শুভ ব্লগিং!
০১ লা জুন, ২০২২ রাত ১১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ কাভা ভাই
আমার ব্লগে আসবার জন্য। ভুল করলে
যেমন তিরস্কার প্রাপ্য তেমনি মাঝে মাঝে
অনুপ্রেরণাও প্রত্যশা করি আমরা যারা ব্লগ
ব্যবভার করি। ব্লগে নানান বয়সের নানান
পেশার মেলবন্ধন ঘটে। সবার চিন্তা চেতনা
সমান্তরালে প্রবাহিত হবে তা আশা করা
বাতুলতা। ব্লগে কিছু নীতিমালা আছে যা
বয়স, পেশা, শিক্ষা ভেদে সবাইকে মেনে
চলতে হয়। কারো প্রতি কোন রাগ, ক্ষোভ
বা আক্রোশ থাকলে তা ব্লগ টিমকে জানানোর
বিধান আছে। সবাই যদি সেই নিয়ম মেনে চলে
আর কতৃপক্ষ যদি তাদের বিধান
অনুযায়ী কাউকে কোন শাস্তি আরোপ
করেন তা হলে কারোর কোন অভিযোগ
থাকেনা। কিন্তু৷ কেউ যদি আইন নিজের
হাতে নিয়ে নেন তা হলেই বিপত্তি ঘটে।
আমরা সবাই যেনো অন্যের প্রতি সহনশীল
থাকি। আপনাকে আবারও ধন্যবাদ মন্তব্য
প্রদানের জন্য।
৫| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই নুরু,
আমি আপনার লেখা ও ছড়ার ভীষন ভক্ত
কিন্ত কিসব ঘটে গেল বুঝলাম না ।
ব্লগে সময় দিতে পারিনা বিধায় অনেক বিষয়ে পরে অবহিত হই ।
.............................................................................................
আপনাকে পূণ: স্বাগত জানাচ্ছি .....
আপনার লেখা আরও সাবলীল ও বাস্তবমূখী হোক
সেই প্রার্থনা শুভ ব্লগিং!
০১ লা জুন, ২০২২ রাত ১১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলতে গেলে মাঝে মাঝে হোচট
খেতে হয়। এটাই নিয়ম। আমরা
নিয়মের মাঝেই আছি।
ভাল থাকবেন৷ ধন্যবাদ।
৬| ০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: অভিনন্দন।
আপনি ভাগ্যবান অল্প সময়ের মধ্যেই ছাড়া পেয়েছেন।
আপনাকে আমি অনুরোধ করবো আপনি ধারাবাহিক ভাবে আপনারা আত্মজীবনী লেখা শুরু করুণ।
০১ লা জুন, ২০২২ রাত ১১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি অতি নগন্য একজন মানুষ!
বলার মতো কোন কৃতি নেই আমার
যা শুনবার না শোনাবার।
আপনার আন্তরিকতার
জন্য ধন্যবাদ।
৭| ০২ রা জুন, ২০২২ রাত ১:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্যক্তি আক্রমণের জন্য নতুন মাল্টী খিয়াক কৈরা।
০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি অনুবিক্ষন যন্ত্রে ধরা পরে!
৮| ০২ রা জুন, ২০২২ রাত ২:১৫
গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা, আশা করি আপনি আপনার ছড়া নিয়ে আমাদের সাথেই থাকবেন।
০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা থাকবে।
ধন্যবাদ আপনাকে।
৯| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন ভাইজান
আশা করি কাভা ভাইয়ার কথাটুকু গ্রহণ করবেন
০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেসনটি শুধু আমি মনে রাখলে
সমস্যার সমাধান হবে? এ কথা
গুলো সবারই মনে রাখা আবশ্যক।
ধন্যবাদ আপু আপনাকে।
১০| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৩
রেজাউল৯৬ বলেছেন: পার্টি হয়ে যাক। শরবত , ডিজে সবের ব্যাবস্তা রাখবেন। তবে এক্সপায়ার্ড দুধ রাখিয়েন না
১৭ ই আগস্ট, ২০২২ রাত ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এক্সপায়ার্ড দুধ পান করিয়ে
চাঁদগাজীর মতো আপনাকে
হারাতে চাইনা।
১১| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। হ্যাপি ব্লগিং।
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত দিন পরে এলেন
আরও একটু বলেন!
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়েলকাম ব্যাক।