নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অন্তর্ধান রহস্য, একটি রম্য কথন !!
নূর মোহাম্মদ নূরু
বিশাল বিত্ত বৈভবের মালিক এক আমেরিকান জমিদার কন্যা। রূপে গুনে অনন্যা। টাকা পয়সা ধন দৌলত আর বিশাল যায়গা জমিনের একচ্ছত্র অধিপতি। যেমন ছিলো তার রূপ তার অধিক ছিলো অহংকার। আর সে কারণে তার রূপে মুগ্ধ যুবকেরা পুড়ত পতঙ্গের মত কিন্তু তিনি তাতে ভ্রুক্ষেপও করতেন না। এই পতঙ্গের মাঝে তার দেশী যুবক ছাড়াও কিছু বিদেশীরাও ছিলো এমন কি আমাদের দেশের চাঁ অদ্যাক্ষরের একজন গাজীও ছিলেন। সে কথায় পরে আসছি!
নদীর পানি আর মেয়েদের রূপ কখনোই এক জায়গায় স্থির থাকেনা। নদীর আছে জোয়ার ভাটা আর নারীর রূপের পতন। ধন দৌলত আর অনন্য রূপে রূপবতী আমেরিকান সেই রূপসীর রূপে ভাটা শুরু হলো। নদীর জোয়ার আর যৌবন বালির বাঁধে কি টিকানো যায়? তিনি চিন্তিত হয়ে পরলেন সামনের দিনগুলোর কথা ভেবে। কে দেখভাল করবে তার এই বিশাল সম্পত্তি! বিপদে কে হবে তার সহায়!
সামনের অনাগত অন্ধকার দিনের কথা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন বিয়ে করার। যেম ন ভাবা তেমন কাজ। তিনি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, "বিশাল সম্পত্তির একমাত্র মালিক ৭০ বছরের অশিতিপর বিগতা যৌবনা সুন্দরীর মালিক হতে আগ্রহীরা রাজকন্যা ও রাজ্য পেতে বিলম্ব না করে যোগাযোগ করো"।
সম্পদের লালশায় অনেকেই তার দারস্থ হলো কিন্তু বিগতা যৌবনার ধনসম্পদের জালে তাদের ফাঁসানো গেলোনা। ভগ্ন মনোরথ হয়ে, যখন তিনি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন তখন দেবদূত হয়ে তার দরজায় কড়া নাড়লেন আমদের চাঁ অদ্যাক্ষরের সেই গাজী, যার কথা আগেই বলেছিলাম। ভদ্র মহিলা সুযোগের হাত ছাড়া না করে গাজী সাবকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং তড়িঘড়ি করে ওই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আত্মীয়, বন্ধু বান্ধব নিয়ে বিশাল আয়োজনে খানা পিনা, নাচ গানের পর এবার ফুল শয্যার পালা। রাত গভীর থেকে গভীরতর হলো। সব নীরব নিস্তব্ধ! যথা নিয়মে রাতের পরে ভোর হয়। নতুন সকাল কিন্তু গাজী সাবের ঘুম আর ভাংগে না! ডাক্তার ডাকা হলো, তিনি আসলেন, দেখলেন, সব বুঝলেন। গাজী সাব আর নাই! ব্যথায় বাথাতুর হলেন তার নব পরীনিতা। কিন্তু বিধির বিধান লংঘন করার উপায়তো নেই। তবে তার মতো অনেকেই বুঝতে পারছিলেন না তার মৃত্যু রহস্য। তার মৃত্যু সনদ চাইলেন ডাক্তারের কাছে। ডাক্তার গাজী সাবের মৃত্যুর কারণ হিসেবে মৃত্যু সনদে লিখলেনঃ
"The patient has died drinking expired milk"
ডাক্তারের কাছ থেকে মৃত্যু সনদ পাবার পরে গোপনীতার সাথে এক অজানা স্থানে তার শেষ কৃত্য সম্পাদন করা হলো। যেহেতু গাজীসাব ছিলেন ভীন দেশী মানে বাংলাদেশী। কোন অহেতুক ঝামেলা ও বিড়ম্বনা এড়ানোর জন্য এই সাবধানতা অবলম্বন করা। সেই থেকে বাংগালী পাড়ায় আর দেখা যায় নি চাঁ অদ্যাক্ষরের গাজীকে। তার বন্ধু মহলে তাকে নিয়ে অনেক স্মৃতিচারণ হয়, মাতম হয় কিন্তু তিনি যে তিমিরে সেই তিমিরেই আছেন অদ্যাবধি। তার নিখোঁজের খবর পেয়ে তার সহদর গোল্ড গাজী এখানে আসেন গাজীর সন্ধানে কিন্তু তার লাশ দূরে থাকুক তার লাশের কংকালটিরও হদিস করতে পারেন নাই অদ্যাবধি। বিদেশ বিভূইয়ে এভাবে পতন হলো একটি নিখাদ বাংগালী নক্ষত্রের। আমরা চাঁ-গাজীর অকাল প্রায়ণে গভীর ভাবে শোকাহত!৷
প্রশ্ন? গাজী সাব কত দিন আগের দুধ পান করে ছিলেন?
বিঃঃদ্রঃ মোবাইল থেকে লেখা তাই অনিচ্ছাকৃ ভাবে অনেক আবশ্যিক যুক্ত অক্ষর বাদ দিতে হলো বলে দুঃখ প্রকাশ করছি।
প্রকাশকালঃ ঢাকা, ৩১ মে ২০২২ইং
৩১ শে মে, ২০২২ রাত ৯:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম ট্রু সত্য
এই জন্যিই বলি বেশী লোভ
ভালা না। এই এই বয়সে
Expired milk can causes of death.
২| ০১ লা জুন, ২০২২ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: আপনি কি এখনও কমেন্ট ব্যানে আছেন?
০১ লা জুন, ২০২২ রাত ১২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা না হলে অন্ততঃ
কয়েক জনের লেখায়
হাজিরা দিতাম!
৩| ০১ লা জুন, ২০২২ রাত ১২:০৬
সোনাগাজী বলেছেন:
রম্য হিসেবে সুবিধা হয়নি।
০১ লা জুন, ২০২২ রাত ১২:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাতো রম্য নয়,
এটা একটি মমা'ন্তিক
বিয়োগাত্মক ঘটনা।
ভুলেও কখনো expired
দুধ পান করবেন না।
তাতে যতই সম্পত্তির
লোভ দেখাক না কেনো!
৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:২৯
সোহানী বলেছেন: বুঝলাম.........
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু আসসালামু আলাইকুম।
কেমন আছেন। অনেক দিন
পরে দেখলাম! সব ভালতো?
অনেকেই কিন্তু কিচ্ছুই বোঝেনাই!
তাই পড়লেও মুখে টু শব্দটি নাই।
আপনার বোঝার জন্য ধন্যবাদ।
৫| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা বাদ দিলেন নাকি?
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাতো!
সময় সুযোগ হলেই
আবার দেখতে পাবেন!
৬| ০১ লা জুন, ২০২২ বিকাল ৪:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ' ভিক্ষার লাখ টাকার চেয়ে পরিশ্রমের ২ টাকা অনেক ভাল ' - এটা নিয়ে একটা গদ্য লিখতে চেয়েছিলাম। লেখার জ্ঞানের অভাবে পারছিনা। আপনি পদ্য লিখুন।
০১ লা জুন, ২০২২ বিকাল ৫:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা অব্যহত রাখুন, দেখবেন
একসময় সফলকাম হয়েছেন।
মাথায় সিব সময় একটা দুষ্ট
পোকা কুমন্ত্রণা দিচ্ছে তাই
ভালো পদ্য গুলো ঠিক মতো
দাঁড়াতে পারছেনা! দুষ্ট
পোকাটাকে সায়েস্তা করার
চেষ্টা করছি। সফল হলে
আবার পদ্য লিখবো।
৭| ০১ লা জুন, ২০২২ বিকাল ৫:২৩
রানার ব্লগ বলেছেন: দুধে মনে হয় ফ্যাটের পরিমান বেশি ছিলো !! চাঁ গাজী সাব ফ্যাট নিতে পারেন নাই !!! হাইপার টেনশানের রুগীদের তো বেশি ফ্যাট খাওয়া হারাম !!!
গোফরান # অন্যের মুখে গোস্ত খেতে তেমন মজা লাগে না !!
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধুর! ফ্যাট ম্যাট কিছু না।
দুধ ছিলো মেয়াদোত্তীর্ণ!
কত দিনের মেয়াদোত্তীর্ণ
ছিলো বলে আপনার ধারণা?
৮| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:১৪
রানার ব্লগ বলেছেন: বোঝাই যাচ্ছ আপনার বয়স হয়েছে !!! নিজের যত্ন নিন !!! সুস্থ থাকুন !!!
০২ রা জুন, ২০২২ রাত ৮:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বয়সের পাগলা ঘোড়াকে থামায় সাদ্ধ্য কার?
দোয়া করবেন, নানান রোগ বাসা বেঁধেছে
শরীরে।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২২ রাত ৯:০০
সোনাগাজী বলেছেন:
এই হলো কাহিনী? এই কারণে গোল্ড গাজীকে দেখছি, চাঁ' নেই!