নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
তিন বেলা গোস্ ভাত !
© নূর মোহাম্মদ নূরু
(মজা দেই,মজা লই)
দিনে যদি এক বেলা খাই উপসে যায় রাত,
কেমন করে আশা করি তিন বেলা গোস্ ভাত!
মরিচ আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন,
তিন বেলাতে গোস্ত খাবো হেসেই হচ্ছি খুন!য়
সাতশ টাকা গরুর গোস্ত খাসি হাজার টাকা,
কিনতে গেলে আধা কেজি পকেট হবে ফাঁকা!
তেল পিঁয়াজ আর মসলা পাতির আকাশ ছোঁয়া দাম,
গোস্ত খাওয়ার শখ ভুলে তাই জপি আল্লাহর নাম।
যারা আছে মহা সুখে দিয়ে পায়ের উপর পা,
তিন বেলা কেন নয় বেলাতে তারা গোস্ত খা!
গোস্ত কিনতে টাকা লাগে আছে সবার জানা,
তাগো গোস্তের মূল্য চুকায় মামদো ভূতের ছানা।
বাজার করার ঝই ঝামেলা নাইকো তাদের মোটে,
গোস্ত খাবার শখ করিলে পাইক পেয়াদা ছোটে।
গরুর গোস্ত খাসির গোস্ত মুরগী কেজি কেজি,
নয় বেলাতেও ফুরাবেনা ধরতে পারি বাজি!
ঈদ আসিলে বড় লোকে কোরবানী দেয় মেলা,
দু এক টুকরা গোস্ত চাইলে মুখটা করে কালা।
আয়েস করে গোস্ত খাবার ভাগ্যে কি আর আছে
মসলা পাতির যোগার যে নাই গোস্ত দিলাম বেচে।
আধা দামে গোস্ত বেচে ফিরি যখন বাড়ি
পোলা মাইয়া ঘুমাই গেছে বউ দিয়েছে আঁড়ি।
সারা দিনে হয়নি রান্না বউ করে ফোসঁফাঁস,
ঈদের দিনের রাতেও তাই দিলাম উপবাস!
আমার মতো লাখো মানুষ করছে উপবাস,
তাদের নিয়ে কেনো এমন নিঠুর উপহাস!
গোস্ত খাবার শখ করিনা মাছ যদি না পাই,
তিন বেলাতে ডাল ভাতের নিশ্চয়তা চাই।
তথ্য সূত্রঃএখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মৎস্যমন্ত্রী
প্রকাশকালঃ ঢাকা-৩০ মে, ২০২২ইং
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ,
শুভ কামনা
আপনার জন্যও।
২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২৮
সোনাগাজী বলেছেন:
দিনে ২/৩ বেলা যারা মাংস খায়, সেসব বাংগালী গড় ৪০ বছরের কম বেঁচে থাকে।
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরতে যখন হবে
তখন খেয়েই মরি,
এটাই বাংগালীদের
স্লোগান!
৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৩৬
রানার ব্লগ বলেছেন: ডাল ভাত খেয়ে কুল পাইনা মাংস খাবো কখন ??
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোস্তের উপর চাপ কমান,
মরিচ, পেঁয়াজ পান্তা খান।
৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৩ বেলা গোসভাত আওয়ামী লীগের পাতি নেতা থেকে বড় নেতারা খাইবো; সাধারণ মানুষের পক্ষে সম্ভব না।
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লীগ আর দল নাই, যারা খেতে জানে
তারা সব দলে থেকেই খতে পারে।
তাদের গোস্ত ভূতে যোগায়।
৫| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন: গোশত কোথায় পাবো? ওরে বাবা গোশতের যে দাম!
আজ ডিম খেয়েছি। ডিম হচ্ছে এখন গরীব মানুষের গোশত। এদিকে ডিমের দামও বাড়ছে...
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই আজকের ডিমই
আগামী দিনের মুরগী। তাই ডিম
খেয়ে মুরগী খাবার তৃপ্তির ঢেকুর
তুলুন।
৬| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮
রানার ব্লগ বলেছেন: গোস্তের উপর চাপ কমান,
মরিচ, পেঁয়াজ পান্তা খান।
এই সাথে গ্যাসের বড়ির দাম কমান !!!
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পান্তা ভাতে গ্যাস হবে না
লাভের উপর লাভ,
গ্যাস বিক্রির টাজা দিয়ে
কিনে খাবেন ডাব!
৭| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫
রানার ব্লগ বলেছেন: পান্তা ভাতে ঘুম
মরিচ পেয়াজে গ্যাস
ধুরুম ধুরুম
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্যসের দাম বাড়তেছে
বেশী হলে বিক্রী করে
সে টাকায় গোস্ত কিনুন।
!
৮| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা যারা গরীব আছি মাংস তাদের জন্য দুষ্প্রাপ্য।
৩০ শে মে, ২০২২ রাত ৯:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ গরীব ধনে
কেউ গরীব মনে।
৯| ৩১ শে মে, ২০২২ রাত ১২:০৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: মন্ত্রী আর কবি, উভয়ের কথাই একটু বেশি বেশি হয়ে গেল নাহ?
আমরা কি এতোটা প্রাচুর্য্যের মধ্যে আছি, তিন বেলা গোস্ত খাবার মতো!!!
আমরা কি এতোটাই দারিদ্রের মধ্যে আছি, মশলা পাতির অভাবে গোস্ত বেচে দেবার মত!!! হতে পারে ভিক্ষায় অর্জিত বাড়তি কিছু গোস্ত বাজারে বেচা হয়।
যা বেচা বিক্রি হয়, তাও তো আমাদের কেউই গিয়ে কিনে। মন্ত্রী বা তাঁর চেলা চামুণ্ডা তো আর সেই গোস্ত কেনার জন্য বাজারে আসেন নাহ।
যাক, কবিতা সুন্দর হইছে। শুভেচ্ছা নূর মোহাম্মদ নূরু ভাই।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জহিরুল ভাই আমি কোটি মানুষের কথা বলি নাই,
আমি বলেছি লাখো মানুষের কথা যাদের নুন আনতে
পান্তা ফুরায়!
কিন্তু মন্ত্রীরাতো সবার কথা বলে! নেতাদের সবার কথাই
ভাবতে হয়, বিশ কোটি জনতা সবারই মন্ত্রী, সে বাদ দিবে
কাকে?
১০| ৩১ শে মে, ২০২২ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: আমি গরীব মানুষ। কিন্তু আমি মাসে ১২ দিন মাংস খাই। বেঁচে থাকতে তো হবে। অন্য খাবার ভালো লাগে না।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোস্ত খাবেন সমস্যা নাই
তবে চার পা এভয়েড করবেন,
দুই পা কম খাবেন আর যার
পা নাই তা খেতে সমস্যা নাই।
১১| ৩১ শে মে, ২০২২ রাত ৩:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
তিনি বলেছেন আগে গ্রামে কিন্তু মানুষকে বলতে শুনা যেতো যে তারা মাছ খেতে পায়না, মাংস খেতে পায়না। কিন্তু এখন মাছ মাংস দেশের সব অঞ্চলে অ্যাভেইলেবল পাওয়া যায়। যার কারণে অনেকেই চাইলে এখন তিনবেলাও মাংস খেতে পারে। এর কৃতিত্ব বাংলাদেশের গবেষকদের।
কিন্তু পত্রিকা গুলো লিখল - "মানুষ এখন ৩ বেলা মাংশ খাচ্ছে"
পত্রিকাগুলো মন্ত্রির বক্তব্য খন্ডিত আকারে প্রকাশ করে মানুষের গালি খাওয়াচ্ছে।
উনি সঠিকই বলেছেন।
ভারত গরু রফতানি বন্ধ করার পর বাংলাদেশের গবেষকদের উদ্যগেই গোমাংশ উৎপাদন ৮গুন বেড়ে ৮৪.৪১ লাখ টন হয়েছে।
গত ৫ বছর ধরে পবিত্র ঈদ-উল-আজহায় দেশী গবাদি পশু দিয়ে শতভাগ কোরবানির চাহিদা পূরণ করা হয়েছে।
এই ৮৪.৪১ লাখ টন মাংশ কারা খাচ্ছে?
৩১ শে মে, ২০২২ দুপুর ২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ত্রী মহোদয় সঠিক বলেছেন,
আপনিও ঠিক; আমি যা
লিখেছি তাও কিন্তু ঠিক।
তবে বলা আর কাজে বিস্তর
ফারাক।
১২| ৩১ শে মে, ২০২২ সকাল ৯:৫৮
রবিন.হুড বলেছেন: বিবেচনাবোধ কবে জাগ্রত হবে সরকারে?
যেদিন জাগ্রত হবে জনতা নিজেদের দরকারে।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিবেচনা এখন দিবা নিদ্রা দিচ্ছে,
যেদিন জাগ্রত হবে সে দিন তার
কিছুই স্মরণ থাকবেনা।
১৩| ৩১ শে মে, ২০২২ সকাল ১০:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ, নিরানন্দের মাঝে
একটু আনন্দ দেবার প্রয়াস!
১৪| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: হাসান কালবৈশাখী কে আওয়ামীলীগের উচিৎ পুরস্কার দেওয়া।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেলেও পেতে পারেন,
অনেকেইতো পাচ্ছেন!
১৫| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:০২
অক্পটে বলেছেন: মন্ত্রী মহোদয় নিজের দলের এবং চেলা চামুন্ডাদের শরীরের তেলতেলে ভাব দেখে হয়তো সে কথা বলেছেন। তবে এটা নিয়ে পত্রিকার বাড়াবাড়ি করার কি আছে। সরকারের তরফ থেকে যা হিসেব দেয়া হয় সবই আঙ্গুল ফুলে কলাগাছদের দেখেই দেয়া হয়।
নূরু ভাই আপনার কবিতা ভাল হয়েছে। তবে এত ভালোও ভালো নয়।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বাস্তবে যা দেখি তারই চিত্র আঁকি।
তেল তেলে নাদুস নুদুস দেহখান,
দেখেই বোঝা যায় তিন বেলা গোস্ত খান!
ভালো যদি মন্দ কয়
সে তো নহে পরাজয়,
সত্য কথা বললে কেহ
শুধু শুধু ব্যাজার হয়।
১৬| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:০৫
আশিকি ৪ বলেছেন: দেশে আবারও পাকিস্তানি মেওফেও।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কন কি?
ধরা পরছে নাকি!
১৭| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: কপিপেস্ট হলো অনুলিপি। আর সম্পাদনা হলো কপি ম্যাটারকে পরিমার্জিত, পরিবর্ধিত ও গ্রহণযোগ্য উপস্থাপন।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা পত্রিকার সাথে সংশ্লিষ্ট আছেন বা
ছিলেন এটা তারা বুঝবেন।
এ নিয়ে আর কথা না বলাই শ্রেয়।
কপি পেষ্ট শব্দটাকে নিষিদ্ধ ঘোষণা
করা হোক।
১৮| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:২৪
আশিকি ৪ বলেছেন: লবা লচা পর্ব শেষ। পায়খানা নিয়ে বেশি নাড়াচাড়া করলে দেশ থেকে গন্ধে মানুষ আবার পালাবে। তাতে পাকিস্তানের উদ্দেশ্য সফল হবে।
৩১ শে মে, ২০২২ দুপুর ২:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৎস্য মারিব খাইবো সুখে
আহা কি আনন্দ লাগছে বুকে!!
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:২০
ছাকিব নাজমুছ বলেছেন: “গোস্ত খাবার শখ করিনা মাছ যদি না পাই,
তিন বেলাতে ডাল ভাতের নিশ্চয়তা চাই ।"
চমৎকার বলেছেন । শুভকামনা ।