নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কেন এত জ্বলে !!
© নূর মোহাম্মদ নূরু
(মজা দেই, মজা লই)
সত্য কথা তিক্ত অতি গুণী জনে বলে,
সত্য কথা আমি কইলে কেনো এত জ্বলে?
তাঁদের সাথে পারোনা তাই আমার সাথে লাগো,
সত্য কথায় দোষ কি বলো বলছো কেন ভাগো?
পঁচাতে মাছে মাছি বসে কথা খুবই সত্য,
বলছি বলে সেই কথাটি কেন জ্বলে পিত্ত।
ফাঁটাকেষ্ট করে শুধু চর্বিত চর্বণ,
সফদর ডাক্তার পানে কেন দেয় নুন?
হাঁতুরে সে ডাক্তার সব দেয় বিলিয়ে,
কাঠাঁল খেতে শখ জাগে পাকায় তা কিলিয়ে।
পঁচে গেলে সে কাঠাঁল মাছি করে ভন ভন,
মাছিদের উৎসবে তৃপ্তিতে গায় গান।
নন্দলাল পণ করে দেশের তরে দেবে জান,
সাগরেদ নিয়ে তাই তিন বেলা কপি খান।
কপি খেলে কমে মেদ বলে তার সাগরেদ,
ফুল কপি, পাতা কপি খেতে তাই ধরে জেদ!
নন্দু'দার কথা যখন বলি কথার ছলে,
কেনো তখন বুঝিনা যে এত তারা জ্বলে!
সত্য কথা মিষ্ট হবে যে গাধাটা বলে?
ধরে নিয়ে চুঁবাও তারে বুড়িগঙ্গার জলে!
প্রকাশকালঃ ঢাকা, ২৩ মে, ২০২২ ই
সূত্রঃ লেখকের ঊর্বর মস্তিস্ক প্রসূত।
ছবিঃ সুকুমার রায়ের ননসেন্স রাইম থেকে
২৪ শে মে, ২০২২ রাত ১২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও মজা লই
আর মজা দেই!
২| ২৩ শে মে, ২০২২ রাত ৯:৫৩
সোনাগাজী বলেছেন:
মশামাছি না'থাকলে মাছে বাজার জমে না।
২৪ শে মে, ২০২২ রাত ১২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পঁচা মাছ মাছির খাদ্য
আমরা কেনো বাজাই বাদ্য।
৩| ২৩ শে মে, ২০২২ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: এই পোস্টটি যে ৯৮১ বার বার বার রিফ্রেশ দিয়ে ৯৮১ বার পঠিত করছে তার নিকটি চিহ্নিত করে ব্যান করার দাবী জানাচ্ছি।
২৪ শে মে, ২০২২ রাত ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাজার বার পঠিত হোক সমস্যা কি তাতে?
সাহস করে সামনে আসুক পাইক পেয়াদা সাথে।
যে করেছে লাভ কি তার উঠবে কি সে জাতে?
দোয়া করি ঘি মেখে খাক বাসি পান্তা ভাতে!
৪| ২৩ শে মে, ২০২২ রাত ১১:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নুরু ভাই, আপনার এই পোস্ট সামুর সর্বকালের সেরা হিট পোস্টের কাতারে চলে যাবে বলে মন্ব হচ্ছে!!! ইয়া মাবুদ!!!
২৪ শে মে, ২০২২ রাত ১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যপথিক শাইয়্যান জানি সত্য কথাই বলে
সত্যি করে বলুন দেখি আপনারও কি জ্বলে?
৫| ২৪ শে মে, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: জ্বলুক। হারামজাদারা জ্বলে পুড়ে মরুক।
২৪ শে মে, ২০২২ রাত ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বললেও মরবেনা!
জ্বলতে জ্বলতে এরা
কয়লা হবে তার পরেও
এরা জ্বলতেই থাকবে।
এটাই এদের শাস্তি!
৬| ২৪ শে মে, ২০২২ রাত ১২:৪৯
গরল বলেছেন: যে জ্বলে সে জন্ম থেকেই জ্বলে, তাকে আর জ্বালানীর ভয় দেখিয়ে কোন লাভ নেই।
২৪ শে মে, ২০২২ রাত ১:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওদের ভয় দেখাই না ভাই,
এদের পরিণতির কথা
ভেবে আমি নিজেই ভয়
পাই।
৭| ২৪ শে মে, ২০২২ সকাল ৯:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্য কথায় আতেঘা লাগে তাই জ্বলবেই।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু গুণী মানুষেরা বলে গেছেন
সত্য কথায় মজা নাই। তা জেনেও
আমি সত্য বললে আঁতে ঘা লাগে কেন?
পারলে তাঁদের সাথে বুঝুক গিয়া।
৮| ২৪ শে মে, ২০২২ সকাল ১১:১৭
রানার ব্লগ বলেছেন: গান করেন আগুন জ্বলে রে নিভানোর মানুষ নাই !!!!
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুন কে জ্বলালোরে,
ব্লগেতে আগুন
জ্বলাইলোরে?
৯| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৩৫
নজসু বলেছেন:
কি বলি?
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কূল রাখি না শ্যাম রাখি,
তাইলে বলার দরকার কি!
১০| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩৬
আখেনাটেন বলেছেন: নুরু ভাইও দেখছি চুবাতে চায়....। কাকে? ইদানিং দেখছি সরকারপ্রধান থেকে ঢ্যামনা মতি সবাই খালি চুবাতে চায়...কেউ পদ্মার জলে টুপ করে চুবাতে চায়, কেউ বুড়িগঙ্গার জলে ঝুপ করে। বাঙ্গালির সাঁতার শেখা ফরজ হয়ে গেলো দেখছি, নইলে যে পৈত্রিক জানটা থাকে না।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কি সাধ্য আছে ডুবাই ঘোলা জলে
নাকানি চুবানি হর রোজ খাই সয়াবিন তেলে!
সরকার কয় সবুর করো সামনে শুভ দিন,
দিবা সপ্নে বিভোর হয়ে নাচি তাধিন ধিন!!
বহুদিন পরে মন্তব্য পড়ে
আপনার কথা মনে পড়ে।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২২ রাত ৯:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
মজা দেই,মজা লই।