নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পঁচা কাঁঠালে মাছির পাল !!
© নূর মোহাম্মদ নূরু
ফলের রাজা কাঁঠাল জানি বই পুস্তকে লেখা,
পুষ্টি গুণে ভরপুর কোয়া স্বাদে মধু মাখা।
কম দামেতে এত্ত বড় ফল পাওয়া যে ভার,
তার পরেও কাঠাঁল রাজের মেলেনা কদর।
কেউবা আবার পরের মাথায় কাঠাঁল ভেংগে খায়,
ডাইনের কপাল যদি কারো বামে চলে যায়।
পরের মাথায় ভাংগে কাঠাঁল সাথীদের ডাকে,
কাঠাঁলের রস কষ নিজেদের গায়ে মাখে।
রস চলে যায় ধোয়ার পরে কষ যে লেগে রয়,
কাঠাঁল কষে নাস্তানাবুদ তাদের হতে হয়।
পরের মাথায় কাঠাঁল ভাংগো বোঝ কেমন লাগে,
ভাংগা কাঠাঁল ফেলে দিয়ে ফুলতে থাকে রাগে।
ফেলে দেয়া কাঠাঁল পঁচে রোদ বৃষ্টি জলে,
পঁচা গন্ধে মাছির দল আসে দলে দলে।
নীল মাছি, ডাসা মাছি যদু, মধু, শ্যাম,
পঁচা গন্ধে মাতাল হয়ে ভোলে নিজের নাম।
ভালো কাঠাঁল জোটানা তাই পাকাতে চায় কিলে,
ভ্যান ভ্যেনিয়ে পঁচা কাঠাল খায় যে সবাই মিলে।
কিলাইলে কি কাঠাঁল পাকে বোকা মাছির দল,
পঁচা কাঠাঁল খেতে যে তাই নামে মাছির ঢল।
হরেক রঙের মাছি আবার বাড়ছে দিনে দিনে,
বেশ কিছু দিন দমন ছিলো খাঁটি ফরমালিনে।
পঁচা খেয়ে শান্ত থাকো তাল কানা সব মাছি,
ভ্যানভ্যান আর প্যানপ্যানানি না করিলে বাঁচি।
প্রকাশকালঃ ২১ মে, ২০২২ ইং
২২ শে মে, ২০২২ রাত ১২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পঁচা কাঠালে মাছির ঢল নামবে তাতো
নতুন কিছু নয়। সেদিকে তাকাতে ঘৃনা
হবার কথা। ওই মাছির পাল থেক
নিজেকে বাঁচিয়ে শরীর পবিত্র
রাখুন।
২| ২১ শে মে, ২০২২ রাত ১১:৫৩
সোনাগাজী বলেছেন:
বরিশালের কাঁঠাল নাকি কিলালেও পাকে না?
২২ শে মে, ২০২২ রাত ১২:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়ের আগে কিলানো বৃথা বল ক্ষয়,
পরিপক্ক হলে তা এমনিতেই পেকে যায়।
সময়ের আগে যে পোলা পেকে যায়
গরুজন তাকেই ইচড়ে পাকা কয়।
৩| ২২ শে মে, ২০২২ রাত ১২:৫৪
আশিকি ৪ বলেছেন: বরিশালের কাঁঠাল কুনটা? ছবি হপে?
২২ শে মে, ২০২২ রাত ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখুন তবে
৪| ২২ শে মে, ২০২২ রাত ১:২৬
আশিকি ৪ বলেছেন: ব্লগে লুকে ফ্রেশ খুঝে। এসন এক্সফায়াড় কাঠাল খাবে না।
২২ শে মে, ২০২২ রাত ১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো মাছির জন্য
পঁচা কাঠাঁলের ব্যবস্থা
করলাম।
৫| ২২ শে মে, ২০২২ সকাল ৯:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো বিষয় নিয়ে কবিতা লেখেন?
২২ শে মে, ২০২২ দুপুর ২:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর রহমান সাহেব
আপনি গত ৩০ এপ্রিল
২০২২ইং তারিখের লেখা
আমার
"ভালো হওয়া যায় কি
এত সহজে" কবিতাটি
পাঠ করে দেখুন ভালো
হওয়া যায় কিনা?
৬| ২২ শে মে, ২০২২ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকরা আসলে ভালো হতে চায় না।
ওদের উচিৎ আদর্শ লিপি পড়া।
২২ শে মে, ২০২২ বিকাল ৩:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওরা ভালো হলে পঁচা কাঠাঁলে
নরক গুলজার কি করে করবে?
৭| ২২ শে মে, ২০২২ দুপুর ১:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এদের ক্লাসই নেই। এদের লেভেলে আমি নামতে পারবো না। প্রয়োজনে ব্লগ ছেড়ে দিব।
২২ শে মে, ২০২২ বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এদের ক্লাস নেই সত্য তবে সিন্ডিকেট
আছে। পঁচা কাঠাঁল পেলেই মাছিদের ঢল
নামে। সারমেয়দের মোক্ষম যায়গায় আচ্ছা
মতো দু চার ঘা লাগালে কুইকুই করতে
করতে পালাবে। তখন বলবে "ঠিক বলেছেন"
৮| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এরা নির্লজ্জ। দুইদিন পর অন্য অন্য বিষয় নিয়ে ক্যাচাল করবে। কতদিন করবেন। ভদ্রলোক জাস্ট ইগনোর করে।আপনি এদের লেভেলে নামতে পারবেন না।
২২ শে মে, ২০২২ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা যে যাকে বেশী ভালোবাসে
সে তাকে বেশী জালাতন করে।
আপনিও তাই ভাবুন।
৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আপনি এমন মনমানসিকতার হবেন এরূপ আশা আমি মোটেও করিনি । অন্যায়ের পক্ষপাতিত্ব করেই যাচ্ছেন।
২৩ শে মে, ২০২২ বিকাল ৫:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সত্য বলার চেষ্টা করি সবসময়।
সত্য কখনো মিষ্টি হয় না। যারা সত্যের
উপর মিথ্যার প্রলেপ দিতে সিদ্ধ হস্ত
তাদের কথা মিষ্টি লাগলেও প্রলেপটি
সরে যাবার পরে আসল প্রকাশ পায়।
পরিস্থিতি বাধ্য করছে বাঘকে ঘাস খেতে।
আপনাকে ধন্যবাদ ছবি আপু আন্তরিকতা
প্রকাশ করার জন্য।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২২ রাত ১১:৪৯
আশিকি ৪ বলেছেন: আপনি কি মনে করেন তারা জানত না যে,তাদের নোংরামো করার পর ব্লগের সবাই থু থু করবে? তারা খুব ভাল করে জানত। এবং জেনে শুনে বুঝেই তারা এক কাজ টি করেছে। কারণ যত ক্যাচাল তত হিট । কে না জানে ব্লগে ক্যাচাল পোষ্ট নিয়ে আমরা বেশি আগ্রহী।তাই বেশী হিট পাওয়া যায়।
অথচ এ কাজ টি যদি বেছেরা রাজীব করত তাহলে তারে আবার ব্যান করত।কারণ তার এ ধরণের সিন্ডিকেট নেই।
আমি বাজি ধরে বলতে পারি যে এদের টার্গেট চাঁদগাজীর স্থায়ী ব্যান।তাইতো চাদগাজিকে যারা পছন্দ করে তাদের নোংরা আক্রমণ করে।নোংরা গালি দেন। তাদের পাবেন ঐ পঁচা কাঠাল পোষ্টে। এসব কপি-পেস্ট লুম চুল আই ওয়াশ। আসল টার্গেট চাদগাজী আর রাজীব।