নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অক্ষমের নিষ্ফল আক্রোশ!!
নূর মোহাম্মদ নূরু
অক্ষম হলেও আক্রোশ নেই,
এমন মহান নইতো আমি।
লজ্জা দুঃখ কষ্ট ও ক্ষোভ আমারও
আছে সকল সাধারণ মানুষের মতো।
আমি লজ্জা পাই যখন নির্লজ্জ মানুষেরা
দাঁত কেলিয়ে হাসে দেখে আমার অক্ষমতা।
ঘৃনা হয় যখন মুখোশ পরা ভণ্ড নরপিশাচরা
ভোগ করে পৃথিবীর আলো বাতাস রূপ গন্ধ সুবাস।
দুঃখ জাগে মনে যখন বেদনায় রঙ গায়ে মাখে
অবুঝ শিশুরা বই খাতা ছেড়ে কুড়ায় ছেঁড়া কাগজ!
হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে ছিঁড়ে ফেড়ে দ্দিয়ে
সদ্য প্রস্ফুটিত গোলাপ; হাসে ক্রুর হাদি!
নীরবে নিভৃতে চুপসে যাই ফুটো বেলুনের মতো;
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।
দৌঁড়ে পালাই সারমেয়দের ভয়ে খুঁজি নিরাপদ আশ্রয়,
জানি রেহাই নাই; কামড় বসাবে ছিড়ে নিবে মাংস আর
তাজা রক্তে হলি খেলবে পাষণ্ড পামর।
নিরুপায় আমি; অক্ষমতা দেয়নি আমাকে করিতে প্রতিকার।
সান্তনা দেই নিজেকে; সবার প্রতিবাদ করার ক্ষমতা থাকেনা,
তাই ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।
অভিশাপ আর নিন্দা জানানো ছাড়া কিইবা করার থাকে
একজন অক্ষম মানুষের যার মনে আক্রোশ জাগে অবক্ষয়
দেখে সমাজের প্রতি রন্দ্রে রন্দ্রে!
সরব প্রতিবাদের সাহস নাই বুকে তাই
অক্ষমের এই নিষ্ফল আক্রোশ!!
প্রকাশকালঃ ঢাকা-১৯ মে ২০২২ ইং
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ফেসবুক লিংক
[email protected]
১৯ শে মে, ২০২২ রাত ৮:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখ, কষ্ট, বেদনা আর ক্ষোভ থাকে
অক্ষম মানুষের, আমিও তাদের দলভূক্ত
একজন সাধারণ মানুষ! ভণ্ডামি করতেও
সা্হস থাকতে হয়। তা পারিনা বলেই ক্ষোভ
প্রকাশ করি কাব্যে যদিও তার কোন মূল্য নাই।
আপনাকে ধন্যবাদ তাসনিম ভাই কষ্ট অনুভব
করার জন্য।
২| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬
সোনাগাজী বলেছেন:
"তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু,
ভুষি পেলে খুশী হবো মা, ঘুষি খেলে বাঁচবো না।"
১৯ শে মে, ২০২২ রাত ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ! চমৎকার!!
কে বলে আপনি রসকসহীন
কাঠখোট্টা মানুষ!
রসবোধ প্রকাশ হলো আজি,
কে বলবে সোনাগজী পাজী!
৩| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬
আশিকি ৪ বলেছেন: শবকিচু চিন্ডিকেটবঝডের দকলে।বাজার চিন্ডিকেঠ দেখুন।ছাগুর গশত ১৫০০ কেঝি।এড়া ঘৃণ্য নরপসু।চিন্ডিকেটে মেয়ে তাকলে কতায় নাহি। লুলরা চেকানে যেয়ে লুল পালাবে। ৮০০ টাকার চাগুর গশত ১৫০০ কিণভে।
১৯ শে মে, ২০২২ রাত ৮:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য,
গরে চিন্দিকেত,
বাইরে চিন্দিকেত,
তারপরে একানেও চিন্দিকেত
পালাবার পত নাই এতা হেতা
কোনখানে!
দন্যবাদ আফনাকে চিন্দিকেত
দরে পেলার জন্য!
৪| ১৯ শে মে, ২০২২ রাত ৮:১১
জগতারন বলেছেন:
প্রিয় লিখক না প্রিয় কবি লিখবো!
এতোদিন আমি আপনাকে জানতাম
একজন প্রিয় সুসাহিত্যিক লিখক হিসেবে।
সম্প্রতি দিনে আপনার কবি গুনের সুনাম ও তারিফ না করে পারছি না।
একটি কথা মন থেকে বলি; আপনি প্রতিবাদী কবি রূপে আপনাকে যথাযথ মানায়। আপনি লিখেন অবশ্যই পড়বো আপনার লিখা যত কবিতা।
১৯ শে মে, ২০২২ রাত ৮:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: জাগতারন দাদা আপনাকে ধন্যবাদ
ঝড় ঝাপটায় প্রথম থেকে সাথে
থাকার জন্য। অত্যাধিক
ভালোবাসেন বলেই
আমার সব কিছুই
ভালো লাগে। এই
ভালোবাসা চিরদিন
অটুট থাকুক তাই
প্রত্যাশা করি।
ভাল থাকুন
আমৃত্যু কাল।
৫| ১৯ শে মে, ২০২২ রাত ৯:১৭
গেঁয়ো ভূত বলেছেন:
সোনাগাজী বলেছেন:
"তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু,
ভুষি পেলে খুশী হবো মা, ঘুষি খেলে বাঁচবো না।"
দারুন !!
মুগ্ধ !!!
১৯ শে মে, ২০২২ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও তার জাব্য গুণে মুগ্ধ!!
তবে এটা কুপি পেষ্টু নয়তো!
কুপি পেষ্টু হলে ধরা পরবে
কুপি পেষ্টু ধরা যন্ত্রে!
সোনাগাজী ভাই
জবাব চাই!
৬| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: লিখে লিখে প্রতিবাদ, সবচেয়ে ভদ্র প্রতিবাদ।
২০ শে মে, ২০২২ রাত ১:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিবাদের সাহস নেই বলেই
অভিসম্পাত করি নষ্ট সব
হায়েনাদের।
৭| ২০ শে মে, ২০২২ রাত ৩:৫২
গরল বলেছেন: সোনাগাজী ভাই ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা বলেছেন আপনার কবিতা দিয়ে একজন অক্ষমের মনের কথা বুঝিয়েছেন।
২০ শে মে, ২০২২ ভোর ৫:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরাসরি সোনাসাবকে বলি নাই,
ইংগিতে বুঝিয়েছি! সমজদারকে
লিয়ে ইসারাই কাফি হ্যায়!
তার কপাল ভালো কপি পেষ্ট
যন্ত্রে তিনি ধরা পরে নাই! ধরা
পরলে কোট কাচারি করতে হতো।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবিতায় কবির কষ্টের সুর অনুভূত হচ্ছে। কেন এই মর্মব্যথক কাব্য মালা।