নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চর্বিত চর্বণ !!

১৮ ই মে, ২০২২ বিকাল ৪:৪৪


চর্বিত চর্বণ !!
নূর মোহাম্মদ নূরু
(মজা দেই মজা লই!)

চর্বিত চর্বণ করে যাই হর রোজ,
মজা নাই তবু খাই প্রতিদিন একই ভোজ।
বিস্বাদ তিতকুটে ভ্রু যায় কুঁচকে,
তবুও তা দিয়ে যায় ক্যান্টিনের পুঁচকে।

মনে মনে ভাবি তারে ধরে দেই প্যাদানি,
হুস তবে ফিরে পাবে বেহায়া সে রাঁধুনি!
চুপ থাকি গিলে যাই সেই সে অখাদ্য,
ক্ষোভ প্রশমিতে তাই লিখি কিছু পদ্য।

"চর্বিত চর্বণ" মানে জানা আছে কি?
না জানিলে ভুল করে পান্তায় দিবে ঘি!
একই কথা বার বার মনে হয় ঘ্যান ঘ্যান,
প্যানপ্যান ছেড়ে দিয়ে নতুন সুরে গাও গান।

ভাংগা ঢোলের ক্যাচ ক্যাচ, কানে লাগে তালা,
ঢোল ছেড়ে বাঁশি নিয়ে দূর গায়ে পালা।
কাঁচ কলা আদা দিয়ে ভাবো পাঁকা রাঁধুনি,
শিল পাটায় মরিচ দমন সে কথাটি জানো নি?

আমি তুমি আমরা, সবাই মজা পেতে চাই,
মজা পেতে মজা নিতে, দোষেরতো কিছু নাই।
গাঁজা খেয়ে মজা পায়, কেউ ঘরের কোনে।
গাধা আবার মজা পায় "চর্বিত চর্বণে"।

প্রকাশকালঃ ঢাকা-১৮ মে ২০২২ ইং

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৪

আরইউ বলেছেন:




নূরু সাহেব,
আপনার প্রতিক্রিয়ামূলক পদ্য স্বাদে ও মানে আগের পদ্যগুলোর মতই হয়েছে। আমি, শায়মা সহ অনেকেই আপনার এসব পদ্যের মহাভক্ত। আমরা ভাবছি শায়মাকে আপনার পদ্য আবৃত্তি করে আমাদের শোনাতে অনুরোধ করবো। আশাকরি আপনার অনুমতি পাওয়া যাবে।
বিনীত!

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলিবো যা সত্য হবে
কিছু নাহি অন্তরালে,
শায়মাপু আমার ছড়া
তিড়িং বিড়িং বলে।

মজা দিতে মজা নিতে
লিখি ছলেবলে,
শায়মাপু বুঝিনা
কেন এত জ্বলে !

গান করেন কবিতা পড়েন
কে করেছে মানা,
দূরে বসে শুনবে সব
কানা বগির ছানা।

২| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ইংগিত পরিষ্কার :-B

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই বয়সের কারণে
চোখে সমস্যা হচ্ছে তাই
পরিস্কার কিছু দেখতে
পারিনা। আপনি পরিস্কার
দেখতে পারছেন জেনে
খুশি হলাম। অনেকদিন
পরিস্কার দেখুন সেই কামনা
করছি।

৩| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:২৭

আরইউ বলেছেন:



তিড়িং বিড়িং কবিতা/ছড়া বললেই তার ভক্ত হওয়া যাবেনা নাকি! যাহোক, সদয় অনুমতির জন্য অসংখ্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনারই প্রাপ্য
অনুমতি চাওয়ার সৌজন্যতা ও
বদান্যতা প্রকাশের জন্য।

৪| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



সবকিছুতেই নতুন নতুন উদ্ভাবনার দরকার; আপনার কবিতার কদর বাড়ছে, ইহাও নতুন উদ্ভাবনা

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নতুন নতুন উদ্ভাবনার দরকার মানি,
তবে নতুন হাইব্রিড উদ্ভাবনা পেট
ভরালেও মন ভরাতে পারছেনা।
কিছুতেই মজা পাইনা।

৫| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার কবিতায় একপ্রকার আগুন আছে। সেরকম আগুন যেরকম কাজী নজরুল এর বিদ্রোহী কবিতায় ছিল। সে আগুনে জালিমরা জ্বলেছিল।জুলুমের প্রতিবাদ করতে কবিতাও হাতিয়ার।৭১ সালে গান ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের উৎসাহিত করার অন্যতম হাতিয়ার।
গান কবিতা দিয়েও অন্যায় জুলুমের বিরুদ্ধে লড়াই করা যায় ৭১ তার প্রমাণ। কবিতা হোক মজলুম এর প্রতিবাদের হাতিয়ার। গানে কবিতায় হানাদার বাহিনীর পিত্তি জ্বলুক। আরো সুন্দর সুন্দর কবিতা ব্লগে উপহার দিন।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই,
আমি বিব্রত বোধ করছি!
ব্যাং পেট ফুলে ফেটে গেলেও কি
হাতি হতে পারবে!
আমি মজা নিতে ও মজা দিতে
এসব ছাইপাস লিখি! মাজা পান
তাতেই তৃপ্ত। এর অধিক কিছু
চাইবার নাই।

৬| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: কবিতার বিষয়বস্তু যাই হোক সেই বিষয়ে না বলি। এভাবে কাব্যিক ছন্দে কোন একটি বিষয়ে নিজের প্রতিক্রিয়া খুব কম মানুষ ই প্রকাশ করতে পারে। আপনার প্রতিভায় আমি মুগ্ধ।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ইসিয়াক ভাই,
বিষয়বস্তু কোন বিষয় নয়। নান্দনিক
উপস্থপনা কোন বিরস বিষয়কেও
হৃদয়গ্রাহী করে তুলতে পারে আমি
তাই বোঝানোর চেষ্টা করছি। আশা
করি সাথে থাকবেন।

৭| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বিব্রত হওয়া কিছু নেই। মানুষ যখন হিংসে করে তখন পেছনে লাগে টেনে নামাতে চায়। ভদ্র লোক কুকুরের পায়ে কামড় দিতে পারবেনা তাই কুকুরকে এড়িয়ে চলে। চিল্লাই বলেন ঠিক কিনা।

১৮ ই মে, ২০২২ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথা সাধ্য এড়িয়ে চলার চেষ্টা করি,
কিন্তু যখন সরলতার সুযোগে আঁচড়
কাটতে উদ্যত হয় তখন একটু ঝাল
ঝাড়তেই হয়। ভুল বললাম?

৮| ১৮ ই মে, ২০২২ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: প্রতিভা থাকলে বিকশিত হবেই।

ঘেউ ঘেউ করে প্রতিভা নষ্ট করা যাবে না।

১৮ ই মে, ২০২২ রাত ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘেউ ঘেউ করাদের বেশী সুযোগ দেয়া হলে
তারা আরও বেশী ঘেউ ঘেউ করে পাড়া
মাথায় তুলবে। তাই অল্প বিস্তর ডান্ডা
মারা জায়েজ আছে।

৯| ১৮ ই মে, ২০২২ রাত ১১:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভদ্রতাকে দুর্বলতা ভাবা বাংগালী পুরান স্বভাব।

১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বদ এই স্বভাব ত্যাগ করা দরকার।
যত দ্রুত এই স্বভাব ছাড়া যাবে ততই
মংগল।

১০| ১৯ শে মে, ২০২২ সকাল ১০:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতায় কাউকে চপেটাঘাত করছেন; ভালোই হয়েছে।

১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর ভাই কাউকে চপেটাঘাত করার মতো
আমার কোন সাহস নাই। আমি শুধু আমার ক্ষোভ
প্রকাশ করি। ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদানের জন্য।

১১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: দেখেছেন কি গরম পড়েছে?

১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাহেব গরমে কি
মাথা আউলা হয়ে গেছে?
গরম দেখা যায়ন্স, এটা
অনুভব করার বিষয়!
ভাবুন তাদের কথা যারা
বস্তির খুপরি ঘরে থাকে!
আপনিতো তাদের জীবন
চিত্র বন্ধি করেন আপনার
ক্যামেরায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.