নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মোগো ফাটাকেষ্ট৷!!

১৭ ই মে, ২০২২ রাত ৮:০৬


মোগো ফাটাকেষ্ট !!
নূর মোহাম্মদ নূরু
(ব্লগে এখন মজা নাই
তাই মজা দেই মজা লই)


বড় বড় কথা বলেন মোগো ফাটাকেষ্ট
শুনতে শুনতে ফাঁকা বুলি জীবনটা অতিষ্ঠ !
মাঝে মধ্যে ইতি উতি করেন গুতা গুত্তি,
রাতের বেলা চুপিসারে খেলেন তিন পাত্তি!

আজগুবি সব কথা বলে ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা মুরোদ গেছে বোজা,
লোম বাছতে দম বুঝি যায় বাঁকা হইছে মাজা!!

খেক শিয়ালের কুমন্ত্রণা নেয় যে ফাটাকেষ্টা
পোলাপানে হাসি লুকায় দেখে তাদের বেশটা,
তালকানা মন্ত্রী বহর সাথে ফাটাকেষ্টা,
দম্ভ করে বলে বেড়ায় দেখে নেবে শেষটা।

চামচাদের তোষামদে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে শুধু ঝোঁপ!!
দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌঁড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতে করে বৃথা চেষ্টা।

যত বলি ফাকা বুলি লম্ফ ঝম্প থামাও,
মশা মারতে এত্ত বড় কামান কেন দাগাও?
ঘাম ঝরে কোমর নড়ে দেখে নিবে শেষটা,
দূর্মুখেরা বলে তোমার পেয়েছে কি তেষ্টা?

কেন করো বাহাদূরী যাহা তুমি পারবানা,
ফাটাকেষ্ট শপথ করো এসব আর করবানা!
যতই বলো গো ছাড়েনা শুধুই সময় নষ্ট,
তানা হলে সাধে কি আর নামটি ফাটাকেষ্ট!!


প্রকাশকালঃ ঢাকা-১৭ মে ২০২২ ইং

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:




ফাটাকেষ্ট ব্যুমেরাং ছেড়েছিলো।

১৭ ই মে, ২০২২ রাত ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাটাকেষ্ট বুদ্ধ অতি
করতে গিয়ে পরের ক্ষতি
নিজে জড়ায় কঠিন জালে
লেখা ছিলো তার কপালে।

২| ১৭ ই মে, ২০২২ রাত ৯:০৫

জগতারন বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
এতো দিন এই সমস্ত কবি প্রতিভা আপনার কোথায়্য ছিল ?
এ যেন দানা থেকে নতুন নতুন উদ্ভিদ জন্ম নিচ্ছে !
আশ্চার্যান্বিত নয়া হয়য়ে পারা যায় না।
কবি প্রামানিক ও শহিদুল ইসলাম -এর নতুন সংস্করণ !!

১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুনী জনের সাথে ছিলাম
বলতে তাদের কথা,
ভালো কথায় তাদের কেন
হতো মাথা ব্যাথা?

সোজা ছিলাম বাঁকা হলাম
দোষ দিবো যে কাকে!
মন্দ জনে তাহার দলে
বারে বারে ডাকে।

তার পরে যেই বাঁশি ছেড়ে
বাঁশ নিলাম হাতে,
বাঁশ দিয়ে যাই যখন তখন
দিনে কিংবা রাতে!

৩| ১৭ ই মে, ২০২২ রাত ৯:১০

গরল বলেছেন: ফাটাকেষ্ট টা কে সেটা বুঝার জন্য মাথার ঘিলু সিদ্ধ করে ফেললাম কিন্তু এখনও বুঝতে পারলাম না।

১৭ ই মে, ২০২২ রাত ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু সিদ্ধ করলেই হবেনা!
ফটাকেষ্ট চিনতে হলে কাঁচা
মরিচ আর বিট লবন দিয়ে
ঘিলু সিদ্ধ খেতে হবে সকাল
সন্ধ্যা দুই বেলা!

৪| ১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৯

আশিকি ৪ বলেছেন: শে খি আসুলেই পাঠা কেষ্ঠ না নিজেড়ে নিজে পাঠাকেষ্ট মুনে কুরে?))))

১৭ ই মে, ২০২২ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজে না বুইললে
লুকে বুইলবে ক্যেনে!!

৫| ১৭ ই মে, ২০২২ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আপনি আগামী বছর আপনার এরকম সমস্ত ছড়া গুলো দিয়ে একটা বই প্রকাশ করবেন।

১৭ ই মে, ২০২২ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি প্রকাশক হলে
আমি এক পায়ে
দাঁড়িয়ে আছি !!

৬| ১৭ ই মে, ২০২২ রাত ১১:২৮

জগতারন বলেছেন:
তার পরে যেই বাঁশি ছেড়ে
বাঁশ নিলাম হাতে,
বাঁশ দিয়ে যাই যখন তখন
দিনে কিংবা রাতে!


:) :) :)

১৭ ই মে, ২০২২ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওল কঁচুতে গলা ধরে
দমন হবে তেতুলে,
ভূত বাবাজী বস হবে
ভরো যদি বোতলে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.