নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রাঘব বেয়াল, গেল কই!

১৬ ই মে, ২০২২ রাত ৯:৩৬


রাঘব বেয়াল, গেল কই!
নূর মোহাম্মদ নূরু

ঘটা করে নামছে এবার ধরবে রাঘব বোয়াল,
পাইক পেয়াদা অস্ত্র হাতে রাখছে সবই খেয়াল
হবু রাজার গবু মন্ত্রী করছে পাড়া মাত।
জাল ফেলিছে চতুর্দিকে এক করে দিন রাত,

কিন্তু একি! জাল যে ফাঁকা উঠছে চুনো পুটি,
রাঘব বোয়াল দূরে বসে হেসেই কুটি কুটি।
তুড়ির চোটে ভূড়ি নাচে বোয়াল শুধু হাসে,
গলদ ঘর্ম পাইক পেয়াদা, বোয়াল পরবাসে।

সব আয়োজন জলে গেলো আয়োজকরা ভাবে,
বোয়াল ধরার মন্ত্র আবার নতুন শিখতে হবে।
তার পরেও কাজ হলোনা ! মন্ত্র ছিলো বাঁসি,
নতুন যুগের রাঘব বোয়াল ছিড়ে দিলো রশি।

পেটে তাহার তেল জমেছে চোহারা চিক চিক,
গবু মন্ত্রীর কাণ্ড দেখে হাসে যে ফিক ফিক।
ধরছে কিছু চুনো পুটি, টাকি গোটা তিন,
বোয়াল মশাই মহানন্দে বাঁজায় মধুর বীণ

যত গর্জে তত যদি বর্ষণ হতো ভবে,
রাঘব বোয়াল পালাবার পথ পেতোনা তবে।
আয়োজন আর হুলুস্থলে আসল কাজ না হয়,
নিষ্ঠার সাথে কাজ করিলে তবেই আসে জয়।

বাগড়ম্বর চুলোয় দিয়ে নিজের ত্রুটি খোঁজো,
কোনটা পুটি কোনটা বোয়াল সেটা আগে বোঝ।
লম্ফ ঝম্ফ কূট মন্ত্র নিন্দা কভূ নয়।
ভালোবাসিলেই কেবল পাবে বিনিময়।

প্রকাশকালঃ ঢাকা-১৬ মে ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২২ রাত ৯:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: নিজের ত্রুটি খোঁযে মানুস। ছাগলের কাছে তা আশা করতে নাই।

১৬ ই মে, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু নিরাশ হতে যে বারণ!
আশার জাল বুনে যেতেই হবে।
নিজের জালের ছিদ্র খুঁজে বের
করে ছিদ্র বন্ধ করতে হবে আগে।

২| ১৬ ই মে, ২০২২ রাত ১০:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে ।
এখনকার রাঘব বোয়ালেরা
জলে বাস করেনা
এরা মাথার উপরে
আকাশে উড়ে বেড়ায়
এদেরকে ধরতে হলে
জাল ফেলতে হবে
আকাশের ঠিকানায়,
তার আগের জাল
চালার কুশিলবদের
রিমোট কন্ট্রোল বাটনের
নিয়ন্ত্রন নিতে হবে
নজরদারীর ভিতরে ।

শুভেচ্ছা রইল

১৬ ই মে, ২০২২ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত তাই রাঘব বোয়াল ধরা
না পড়ে চুনো পুটিরা মরছে।
বাগড়ম্বর করার ফল এমনই হয়।
আপনকে ধন্যবাদ আলী ভাই।

৩| ১৬ ই মে, ২০২২ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



রাঘব বোয়ালদের চাকুরে জেলেরা মাছ ধরতে নেমেছে।

১৭ ই মে, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আয়োজন করে নেমেছিলো
কিন্তু অজ্ঞতার কারণে পিছটান
দিয়েছে। আড়ম্বর জানে কাজ
বোঝেনা।

৪| ১৭ ই মে, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:

সব মানুষ বোয়াল চেনে,কিছু মানুষই রাঘব বোয়াল হয়।

১৭ ই মে, ২০২২ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানব রাঘব বোয়াল চিনা গেলেও
তাদের ধরা সহজ কাজ নয়।
বড়ই সেয়ানা মাল!
আমারতো মনে হয় রাঘব বোয়ালের
সংখ্যাই বেশি, ঘাপটি মেরে আছে।

৫| ১৭ ই মে, ২০২২ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: রাঘব বোয়াল একসময় নেংটি ইঁদুর হয়ে যায়।

১৭ ই মে, ২০২২ রাত ২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাঘব বোয়ালের প্রিয় খাদ্য
ধাড়ি ইদুর!!
এরা খুবই চালাক!

৬| ১৭ ই মে, ২০২২ সকাল ৯:২০

জুল ভার্ন বলেছেন: ছবির বোয়াল মাছটা খুব সুন্দর! এটাকে বলে সোনালী বোয়াল- যা স্বাদে অতুলনীয়।

১৭ ই মে, ২০২২ দুপুর ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৯৭৬ সালে আমাদের বাড়ির সাথে
প্রবাহিত কচা ন্দী হতে খালি হাতে
এমন একটি বোয়াল আমি
ধরেছিলাম। বোয়ালটি লম্বায়
প্রায় আমার সমান ছিলো।
নদীতে পল্টি খাচ্ছিলো।
নদী থেকে তলে নিবার পরেও
চুপ ছিলো মাছটি।
অনেক মজার মাছ ছিল।

৭| ১৭ ই মে, ২০২২ বিকাল ৪:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রাঘববোয়ালদের আপনি - যাদের দলভর ভারী তাদের পোষ্টে, নারী নিক থেকে পোষ্টে(ছাইয়া নিক হইলেও সমস্যা নেই), ব্লগের প্রভাবশালীদের পোষ্টে ও মডুর পোষ্টে খোজে পাবেন। তাহারা হইলেন গুরুদেব। তারা থাকেন প্রভাবশালী দের পায়ের পাতার নীচে। এখানে তাহাদের খোজিয়া পাওন যাইতো ন।

১৭ ই মে, ২০২২ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরগাছারা বেঁচে থাকুক কলা দুধ আর ভাতে,
নাদুস নুদুস চেহারাতে জৌলুস বাড়ুক রাতে,
দিনের আলোয় পরগাছারা উঠবে নাতো জাতে,
সত্য কথা তিক্ত কটু ঘি পড়েনা পাতে।

৮| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:০৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কেয়া বাত কেয়া বাত!

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইয়ে বড়ি সাদা সিদা বাত হ্যায়
কুছ লোগ বুঝত্যা হ্যায় কুছ লোগ নেহি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.