নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হালের সফদার ডাক্তার (ছড়া)

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৩০



হালের সফদার ডাক্তার (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

সফদার ডাক্তার, মুখে শুধু বড় বোল,
ফুটানি দেখাতে গিয়ে বাঁধিয়ে দিলো গোল!
হাতুরে সে ডাক্তার, কোথা গেলো হারিয়ে!!
অকারণে অহেতুক, ব্লগটা নাড়িয়ে!

সেই থেকে যুদ্ধ, কাছা দিয়ে কোমরে।
হুংকার গর্জণ, বধিবে সে পামরে!
সাথে জো্টে মিত্র, হাতে গোনা দুই তিন।
ঝাটা খেয়ে তারাও যে, করে শুধু মিন মিন।

সফদার ডাক্তার কোমরেতে নাই জোর
যুদ্ধের ময়দানে, পিছনে সে দিলো দৌঁড়।
লেজ তুলে পালালো, রণে দিয়ে ভ্ঙ!
কেন বাবা যুদ্ধে কর এত রঙ্গ।

ভেবেছিনু কত জানি ছিড়বে সেই মহারাজ,
নাকানি চুবানি খেলো দেখা তার নাই আজ।
ইঁদুর ধরার বিদ্যা নিয়ে ধরিতে চায় সর্প,
কেউটার ছোবলেতে নিভি গেলো দর্প।

দু দিনের যোগী সে ভাত হলো অন্ন,
গুরুজনে কভু সে নাহি করে মান্য।
বয়স কম মোখলেছ তাই তো সে বোঝেনি
বিনা যুদ্ধে পাবেনা সুচাগ্র মেদিনী।

তাল কানা মন্ত্রীর তার ছিড়া সৈন্য
বুঝা গেছে শিক্ষায় কতটা সে দৈন্য।
জ্ঞানের অভাবে তারাতো বোঝেনি
বিনা যুদ্ধে নাহি পাবে সুচাগ্র মেদিনী।

তাল কানা হলে পরে, যেওনাকো যুদ্ধে,
বুঝা গেছে ঘটে আছে, কত টুকু বিদ্যে !
লড়ে যাও যুদ্ধে, যদি তুমি হও বীর।
ঠিক করো নিসানা, তার পরে মারো তীর।

তা না হেলে বেঘোরে হারাবে যে প্রাণটা,
প্রাণ যদিওবা বাঁচে বাঁচবেনা কানটা।
আমি বাপু সোজা বুঝি, দেই কিছু শিক্ষা,
মানলে মানো না হলে খাও করে ভিক্ষা।

প্রকাশকালঃ ঢাকা-রবিবার, ১৫ মে ২০২২ ইং ,

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আরেহ| বাহ (ব্লগে হাততালি ইমোজি মিসিং)

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাতুড়ে ডাক্তারের লম্ফঝম্ফ
চোখে পরছেনা, পালিয়েছে
নাকি আমি চোখে কম দেখছি?
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কপি-পেস্ট ইস্যু আর মার্কেট পাচ্ছেনা। নতুন ইস্যুর সন্ধানে আছে মনে হয়।

১৫ ই মে, ২০২২ বিকাল ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এদেশ যে রঙে ভরা কত শত ইস্যু,
আছে হরেক নামের সুন্দর টিস্যু।
চোখে যদি না পড়ে অন্য কোন ইস্যু,
চোখের পানি মুছে দিবে বাংলা টিস্যু।

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:


ক্যাচাল ও ব্লগিং আলাদা জিনিষ; ক্যাচাল করতে হলেও লিখতে জানতে হয়।

১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কিন্তু ক্যাচাল করিনা
কারণ আমি লিখতে জানিনা।

৪| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ডাঃ সব কে? আমি তো ব্লগে এখন খুবই অনিয়মিত নূরু ভাই।

১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাইজান নিয়িমিত হোন,
পুরাতনরা এখন খুবই
কোন ঠাসা সবদর ডাক্তার
দের নব নব পথ্যে।
বিগত ১৫ দিনের ব্লগ
ঘুরে আসুন, সব্দর ডাক্তারের
দেখা পাবেন।

৫| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:


আপনার পাঠক আছেন।
ক্যাচালদের পাঠক হচ্ছে অন্য কোন এক ক্যাচাল; ফলে, খবর থাকে না।

১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাঠক আছে সবার
তবে ক্যাচালে পাঠক
মজা খুঁজে।

৬| ১৫ ই মে, ২০২২ বিকাল ৫:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: ডাঃ সব কে? আমি তো ব্লগে এখন খুবই অনিয়মিত নূরু ভাই।

১৫ ই মে, ২০২২ রাত ৮:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনের মানুষ সাধু প্রকৃিতির মানুষ,
বনে জংগলে ঘুরে বেড়ায়, তিনি কি হালের
সবদরকে চিনবেন? কিন্তু আমরা যারা আম
জনতা তারাতো তাকে চিনি! ক্ষুধা পেলে
পানি খায় চিবিয়ে!

৭| ১৫ ই মে, ২০২২ বিকাল ৫:৫৫

গেঁয়ো ভূত বলেছেন:


অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ নুরু ভাই।

১৫ ই মে, ২০২২ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ গেঁয়ো ভূত,
আমাদের শহরে আপনার নিমন্ত্রণ
রইলো। শহরের ভূতগুলো অনেক
পাঁজি। একবার দেখে যাবেন!

৮| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৫৪

বিজন রয় বলেছেন: নূরুভাই, আবার দিলেন একটা ফাটাফাটি ছড়া-কবিতা।

জমছে ভালো।

প্রামানিক ভাই আসলে আরো জমতো।

১৫ ই মে, ২০২২ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখিন আর কিছুতে মজা পাইনা,
তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া
দেই যদি কিছু পাই যাতে মজা লাগে।
প্রামানুক ভাই অবসরে গেছেন, সামুর
ঝিড় ঝাপটা সহ্য করতে পারেন না,
তাই এফবিতে ঠাই গেড়েছেন। থাক
বেচারা একটু শান্তিতে!

৯| ১৫ ই মে, ২০২২ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: চমৎকার লিখেছেন।

১৫ ই মে, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
সফদার ডাক্তার হতে
দূরে থাকুন।

১০| ১৬ ই মে, ২০২২ সকাল ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুকুমার রায় লেভেলের ছড়া। ফাটাফাটি।

১৬ ই মে, ২০২২ দুপুর ২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই কোথায় আগর তলা
আর কই চকির তলা!

তার পরেও অসংখ্য ধন্যবাদ
ছড়াটি পঠ করার জন্য।

১১| ১৬ ই মে, ২০২২ সকাল ১০:০৭

রবিন.হুড বলেছেন: লিখেছেন চমৎকার
এ বিষয়ে অমত কার?

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অমত আছে যার
সেতো ঘরের বার!
দেখবে শুনবে করবেনা রা,
সাথে থাকবে মায়মুনারা।

১২| ১৬ ই মে, ২০২২ সকাল ১০:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইশারায় না বরে ডাইরেক্ট এ্যাকশনে গেলেই তো হয়?

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডাইরেক্ট এ্যাকশন এটা ভোতা অস্ত্র,
বুঝে না আসলে ঘেটে দেখো সাস্ত্র।
জ্ঞানীরা মারেনা ছুড়ি কারো পিছনে,
কৌশলে কাবু করে মরে যায় পঁচনে।

আমি অতি সাধাসিধা নাই বুদ্ধি নাই বল,
ধমকেতে বারে বারে পান করি নদীর জল।
ডাইরেক্ট এ্যাকশন আমি কভু করিনা,
অবিচার হলেও তার সাথে লড়ি না।

১৩| ১৬ ই মে, ২০২২ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: মরা ইস্যুকে টেনে কবর থেকে তুলছেন কেনো । নেই কাজ তো খই ভাজ দলের সদস্য হলেন নাকি ?

একবার হুমায়ুন আহ্মেদ কে এক অপ সাংবাদিক প্রশ্ন করেছিলো

- আপনি খুব বদরাগী মানুষ
হুমায়ুন- জ্বী ঠিকি বলেছেন
-আপনি কচি মেয়েদের বিছানায় ভুলিয়ে ভালিয়ে নেন
-হুমায়ুন- অবশ্যই সত্য কথা

এর পর সাংবাদিক বিরক্ত হয়ে চলে গেলো সেই সাথে বলে গেলো সে আর তার ইন্টারভিও করবে না।

মাঝে মাঝে জোয়ারের সাথে চলে প্রতিবাদ করতে হয় ।

১৬ ই মে, ২০২২ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ রানার ব্লগ।
প্রথমেই বলে রাখি আমি কোন
মহামানব নই বা কোন বিশিষ্ট
সাহিত্যিকও নই। আমি দোষে
গুনে একজিন অতি সাধারন
মানুষ। আমার রাগ, অভিমান,
ক্ষোভ আছে। তা ছাড়া সবার
প্রতিবাদের ভাষা এক নয়।
আমি কোন মরা ইস্যু সামনে
আনিনা। তবে যতদিন ক্ষোভ
নিবারণ না হয় তার
বহিঃ প্রকাশ হতেই থাকে।
আমি গড্ডালিকা প্রবাহে
গা ভাসাই না। আপনাকে
আবারও ধন্যবাদ।

১৪| ১৬ ই মে, ২০২২ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমি সব ধরনের ডাক্তারের কাছ থেকেই দূরে আছি।

১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু খান সাব আপনি কম জানার কারণে
ধর্মীয় বিষয়ক পোষ্ট দিতে গিয়ে সব গুবলেট
করে দিচ্ছেন। আপনি ধর্মীয় পোষ্ট লেখা থেকে
বিরত থাকাই উত্তম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.