নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সোনা আওর চাঁন্দি !!

১২ ই মে, ২০২২ রাত ৮:৪৯


সোনা আওর চাঁন্দি !!
নূর মোহাম্মদ নূরু

চাঁদগাজীর মতই সোনাগাজী ত্যাড়া মাল,
ভুল কিছু পাইলেই তিড়িং বিড়িং মারে ফাল।
প্রশ্ন ফাঁস জেনারেশন মাথা করে আলুর দম,
গরম মাথায় যা তা বলে তাতেও যে নাই শরম।

সত্য কথা তিক্ত লাগে জানা আছে জগৎ ময়,
পিটাও যদি সকাল বিকাল গাধা কভু মানুষ হয়!
কেউ শোনেনা কারো কথা উল্টা পাল্টা কথা কয়,
চাঁদগাজীর তিক্ত কথায় অনেকেই পেতো ভয়।

কেউ তারে তোয়াজ করে কেউবা ভয়ে কম্পমান,
সে কারনে চাঁদগাজীকে যেতে হলো নির্বাসন।
অনেক দিনের বন্দি দশা কাহাতক আর সওয়া যায়।
সে কারণে চাঁদের গায়ে সোনার প্রলেপ দিতে হয়।

চাঁদ ডুবিলো ঝলসে দিলো সোনাগাজীর রঙ,
কথা বার্তায় চালচলনে আছে আগের ঢং!
খুঁশি হলো তাহার শিবির বাদ্য বাজন বাজে,
অপজিশন নাখোশ হয়ে মুখ লুকাচ্ছে লাজে।

কথা বলার সুযোগ পেয়েও সোনাগাজী বেজার,
চাঁদগাজীকে ফিরে পেতে ছাড়ছে নিদ্রা আহার।
কি লাভ হবে মরা ঘোড়া ফিরে যদি পাওয়া যায়,
সোনা নিয়া খুশি থাকো চাঁদকে বিদায় জানাও।

আগের মতোই জিং জিং খেলো তুমি সোনামিয়া,
ম্যাওপ্যাও কেউ করলে তাকে চুবাও জলে নিয়া।
জিং জিং খেলায় দারুন পাকা আমরা সবাই জানি,
সোনা মিয়ার বিকল্প কি আসবে বলো শুনি?

বারে বারে সোনার কথা বলতে লাগে ভালো,
তাহার তরে ব্লগ পাড়া হয়ে আছে আলো,
কেউ যদি তাকে দেখে মুখটি করো ভার,
দিব্য চোখে দেখো তোমার ভিতর অন্ধকার।

চাঁদগাজী বেঁচে থাকুক সোনাগাজীর মাঝে,
ম্লান না হোক তাহার জৌলুশ দুপুর কিংবা সাঁজে।
জানি অমি ক্ষুদ্র অতি জ্ঞান গরিমা নাই,
আজকের মতো গাজী কথন ক্ষ্যান্ত দিলাম তাই।

প্রকাশকালঃ ১২ মে ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২২ রাত ৮:৫৪

নজসু বলেছেন:



যতই বিতর্ক থাকুক না কেন ওনাকে নিয়ে, আমার কেন জানি খুব আপনার মনে হয় ওনাকে।
মন থেকে শ্রদ্ধা আসে।

১২ ই মে, ২০২২ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্ঞানী শত্রু অনেক ভালো বোকা
বন্ধুর চেয়ে। যে পিছন থেকে
আক্রমন করবেনা। আমি
তার সাথে কথা বলে
সাচ্ছন্দ অনুভব করি।
গাজীসাব আছেন
বলেই ব্লগ এখনো
প্রাণবন্ত!

২| ১২ ই মে, ২০২২ রাত ৯:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মিস করি জানেন?

১২ ই মে, ২০২২ রাত ৯:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতোই অনেক তাকে মিস করে,
ভাগ্য ভালো তিনি মিস না! তা হলে তার
খবর আছিলো!

৩| ১২ ই মে, ২০২২ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



আপনি কি নতুন বাল্মীকি?

১২ ই মে, ২০২২ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কি তাই ধারণা!
আমি বাল্মীকি টাল্মীকি না।
আমি একটু মজা করি কারন
ব্লগ এখন চর দখল হবার
মতো মজা দখল হয়ে
গেছে।

৪| ১২ ই মে, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



আপনার পদ্য বেশ ছন্দময় হয়ে উঠেছে।

১২ ই মে, ২০২২ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গদ্য লিখলে মাছের গন্ধ ভুঁতে খুঁজে পায়,
ভয় দেখায় তুলে নিবে তাল গাছের মাথায়।
পদ্য মাঝে ওসব বালাই একেবারে নাই,
মন হরষে তাইতো আমি পদ্য লিখে যাই।

৫| ১২ ই মে, ২০২২ রাত ১০:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুভব করি।
এখন আর ভয় নেই মিস মিসের

১৩ ই মে, ২০২২ রাত ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় করলেই ভয়,
ঘেউ ঘেউ করা
সারমেয়রা হাটুর
উপর কামড়ানোর
সাহস রাখেনা!
দাঁত ভাংগা জবাব
দিন কেউকেউ করতে
পালাবে!

৬| ১২ ই মে, ২০২২ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: বাহ দারুন লিখেছেন।

১৩ ই মে, ২০২২ রাত ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে নিয়ে চাঁটগাইয়া
ভোজ চলছে, দাওয়াত পেলামনা!
হোস্ট কি চাঁদগাজী না সোনাগাজী?

৭| ১২ ই মে, ২০২২ রাত ১১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

জন্ম মৃত্যু জানানোর প্যার্টান ছেড়ে দিলেন নাকি??

১৩ ই মে, ২০২২ রাত ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বললামনা পেত্নীরা এখানে
পঁচা মাছের গন্ধ পায়।
তাই ওপথে আর যাইনা।

৮| ১৩ ই মে, ২০২২ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: আপনি দেখি চাঁদগাজীকে উদ্ধার না করে ছাড়বেন না।

ভালকথা।
আমরা আছি আপনার সাথে।

কিন্তু ব্লগকর্তৃপক্ষ চাঁদগাজী নিককে তো চিরতরে ব্যান করেছে।

১৩ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি চাঁদগাজীকে উদ্ধার করতে চাই
এই তথ্য আপনি কোথায় পেলেন, আমি
কোথাও সে আভাস দিয়েছি?
আমি আছি সত্যের দলে, থাকুন আমাদের
সাথে। ভালো কথা
চাঁদগাজীকে চিরতরে ব্যান করা হয়েছে
তাইবা জানিলেন কি ভাবে? বিরোধী
শিবিরে যাতায়াত আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.