নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাদের সোনাগাঁজী !!

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫


আমাদের সোনাগাঁজী !!
নূর মোহাম্মদ নূরু

চাঁদের গাঁয়ে সোনার প্রলেপ হইছে সোনাগাঁজী,
ত্যাড়া তিনি, বেহায়াও বলছে অনেক পাঁজি।
সত্যি কথা বলার মানুষ গেছেএখন কমে,
সুশীল মানুষ ভদ্র অতি আছে শুধু নামে।

ভুল দেখেও চুপ করে রয় এমন মানুষ ভরা,
সোনাগাঁজী মসি হাতে তাদের পিছে খাড়া।
কাঠ খোট্টা রস নাই মুখে কথা বলে শক্ত,
এ কারণে রুষ্ট কেহ, কেউবা তাহার ভক্ত।

সঠিক কথা বাঁকা করে সোনাগাঁজী বলে,
এ কারণে কিছু মানুষ তেল বাগুনে জ্বলে।
সত্য কথা তিক্ত কটু মিষ্টি নাহি হয়,
মিথ্যা কভু করতে নারে সত্যের উপর জয়।

আমার সাথে গাঁজী সাবের বাহাস হতো কতো,
বাঁকা করে অনেক কথায় জবাব সে যে দিতো।
মাঝে মাঝে রেগে যেতাম বলতাম কটু কথা,
তার পরেও রাগ করেনি ঠাণ্ডা রাখেন মাথা।

মুক্তিযোদ্ধা সোনাগাঁজীর বয়স হহেছে ঢের,
তার পরেও রয়ে গেছে শক্ত মনের জের।
বহুদিন আছেন তিনি বিদেশেতে পরে,
নানান কথা লিখেন তিনি দেশকে মনে করে।

তেল মারিনি আমার কাব্যে বলছি সরল মনে,
হয়তো কেহ বলবে আমায় মুক্তা ছড়াই বনে।
সত্য বলা, সত্যে চলা যার বিকল্প নাই,
সত্য কথা বলতে পেরে অনেক মজা পাই।

জ্বলছো যারা কাব্য পড়ে তাদেরকে শুধাই,
ভালো মন্দ পৃথক করার বুদ্ধিশুদ্ধি নাই?
সত্য যদি জ্বালা ধরায় তুমি দুষ্ট বলে,
এ জ্বলাতো শেষ হবেনা ডুব দিলেও জলে।

আগুনে পোড়ালে যেমন খাঁটি হয় সোনা,
নিন্দুকেরে খাঁটি হতে কেউ করেনি মানা।
সোনাগাঁজী সোনার মতো উজ্জল হয়ে থাক,
নিন্দুকেরা সোনাগাঁজীর উজ্জলতা পাক।

প্রকাশকালঃ ঢাকা- ১১ মে ২০২২ ইং

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: চাঁদগাজী স্ট্রেইটফরওয়ার্ড। ভন্ডামি করেন না। ভালো গুণ।
তবে কাউকে আঘাত করে কথা বলা ঠিক না।


সামুতে আছেন লেখক পাঠক যতো।
অর্ধেক তার ভক্ত
অর্ধেক বিরক্ত।
কথা কম পোস্ট বেশী
এমনটা হোক ব্রত।
তিনি তার মতো করেই
ব্লগে থাকুক অবিরত।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারুন বলেছেন দাদা
সত্য বলুন সদা।
কোনটা নরম কোনটা গরম
বুঝতে হবে আগে,
না বুঝিলে কথার মর্ম
ফুলবে শুধু রাগে!

২| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনার প্রিন্সিপাল টা খুবুই সিম্পল। উনার যা ভালো লাগে তিনি তাই করেন। গার্বেজ কে গার্বেজ বলার সৎ সাহস আছে কজনার!

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই কথাই বলছি আমি কাব্য করার ছলে,
সত্যি কথা গাঁজীসাবে কঠিন করে বলে।
যে বোঝে সে সাহস যোগায়
সারমেয়রা জ্বলে।

৩| ১১ ই মে, ২০২২ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



চোখে না'পড়ার জন্য আমি মাস্ক পরে পেছনের সারিতে আছি।

১১ ই মে, ২০২২ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন ব্যাপার না!

সব ব্যপারে সামনে থাকা
বোকা লোকের কাজ,
পুলিশ আসে অনেক পরে
পালাইলে ধাড়িবাজ।

খাবার বেলা আগে থাকুন
না করিয়া লাজ।
খাবার শেষে আসলে কিন্তু
পড়বে মাথায় বাজ!

৪| ১১ ই মে, ২০২২ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



সামু-টিমের উচিত চাঁদগাজী নিকটার ব্যান তুলে নেয়া।

১১ ই মে, ২০২২ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী আসলে কি ব্লগের কোনো
উন্নতি হবে? আর না আসলেই বা কি
ক্ষতি?
উন্নত মানের যুক্তিসহ কারে বুঝিয়ে বলুন। সময় ২৯ মিনিট

৫| ১১ ই মে, ২০২২ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



সেই নিকের পোষ্টগুলোতে অনেক অনেক ব্লগারের মতামত আছে, অনেক ব্লগার এখন ব্লগে নেই; কিন্তু উনাদের মতামতগুলো আমার জন্য উৎসাহজনক।

১১ ই মে, ২০২২ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা নিয়ে আপনার এত পেরেসান হবার কথা না।
চাঁদগাজী নিকের লাষ্ট পোষ্ট ছিলোঃ
২০২১ সালের বড় বড় ঘটনাসমুহ
তারিখঃ ১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৬
আপনি চাঁদগাজী নিকে গিয়ে সব দেখতে পারেন।
মরা ঘোড়ার জন্য কান্নাকাটি করার দরকার কি?

৬| ১১ ই মে, ২০২২ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: দারুন ছড়া কিংবা কাব্য।
আপনার বয়স হয়েছে তা লেখা পড়েই বোঝা যায়, কোন ভান করেননি।

ভুল দেখেও চুপ করে রয় এমন মানুষ ভরা............. লাইনটি মনে ধরেছে।

আমি যদি জানতেই পারলাম চাঁদগাজী আর সোনাগাজী নিকের পেছনে একই ব্যক্তি, তাহলে চাঁদগাজীতে সমস্যা কোথায়?

এরকম দ্বৈতনীতি আমার ভাল লাগে না।

১১ ই মে, ২০২২ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে বিজন দাদা
চাঁদগাজীর পক্ষে হ্যাঁ বলার জন্য।
আশা করি ব্লগ টিম বিবেচনায় নিবেন।
আমি ভান/ ভনিতা বুঝিনা। যা সঠিক
বলে মনে করি তার পক্ষে রায় দেই।
অবশ্য তাতে ভুল হতেও পারে।
তবে জনতার রায় ভুল নাহি হয়।

৭| ১১ ই মে, ২০২২ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: এই পোস্ট চাঁদগাজী বা সোনাগাজীকে উৎসর্গ করা হোক।
জোর দাবী জানাচ্ছি।

আর ব্লগ কর্তৃপক্ষ চাঁদগাজী নিককে সোনাচাঁদগাজী নামে ব্লগিং করার অনুমদি দিক।

কি বলেন নূরু ভাই?

১১ ই মে, ২০২২ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো নামে উৎসর্গ করে কারো
চক্ষুশুল হতে চাইনা। ওই শিবিরের
কাউকে চোক্ষে পড়েনা!
সোনা মিয়া যদি থাকতে পারে তবে
চান মিয়ার কি দোষ!

৮| ১১ ই মে, ২০২২ রাত ১১:২৬

গরল বলেছেন: সোনাগাজী ভাই এর চাঁদগাজী নিক ফিরিয়ে দেওয়া হোক কারণ উনি ব্লগের নীতিমালা মেনে চলছেন।

১১ ই মে, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল ভাই,
আপনি, আমি, রাজীব খান আর বিজন বাবু,
পারবো কি ব্লগ্ল টিমকে করতে কভু কাবু?
তারা জানেন গাঁজী নিয়া দিবে কি যে রায়,
সোনা যদি ডাইনে চলে চাঁদ চলে বায়!!

৯| ১১ ই মে, ২০২২ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



@গড়ল,
আপনাকে ধন্যবাদ।
আমার নিকটা ফেরত দিলে ভালোই হবে।

১২ ই মে, ২০২২ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটা ভালো কোনটা পঁচা
আপনে জানেন কি?
খেয়ে কি মজা পাবেন
পান্তা ভাতে ঘি!!

সোনার মাঝে গাঁজী থাকুক
না হয় রইলো চাঁন্দে,
শুধু শুধু গাঁজী লইয়া
মরার কান্দন কাঁন্দে!

১০| ১২ ই মে, ২০২২ রাত ১২:২২

রেজাউল৯৬ বলেছেন: বডিতে তো দেখি চাইনিজ লেখা।

এইটার মেশিন কি চাইনিজ মাল নাকি?

১২ ই মে, ২০২২ রাত ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিম খাই চাইনিজ, চালও নাকি তাই,
চাইনিজ রাইফেল ভুলে যেতে নাই।
চাইনিজ ট্রাক্টর কাজে খুব ভালো,
চাঁদগাজী সোনা ভাই খুব জোরে ঠ্যালো!;

১১| ১২ ই মে, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ছড়া তো খুব সুন্দর লিখেছেন। মিল দিয়ে দিয়ে এরকম আমি কেন লিখতে পারি না!!!!

১২ ই মে, ২০২২ রাত ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও আপনার মতো
অনেক কিছু পারিনা।
সে জন্য দুঃখ করতে নাই।
যা আছে তাই নিয়ে সন্তষ্ট
থাকতে হয়।

১২| ১২ ই মে, ২০২২ রাত ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাল হয়েছে ছড়া বরাবরের মতোই। সোনা সাহেবের ব্লগিয় চরিত্রও সুন্দর চিত্রিত হয়েছে।

১২ ই মে, ২০২২ রাত ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দস্যু ভাই।
সোনা হোক চান্দি হোক ভুলে
কেমনে যাই!

১৩| ১২ ই মে, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিনের অন্যায় কি? তিনি লিখেছেন। এই অপরাধে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামীলীগ সরকার তাকে দেশে ফিরতে দেয় নাই। ইহা অন্যায়। ইহা ভুল। অথচ কত দুষ্টলোক দেশে আছে। একজন লেখক কেন থাকতে পারবেন না?

আমাদের চাঁদগাজীর অন্যায় কি? তিনি সামুতে লিখেছেন। তার এত এত লেখা, এত এত মন্তব্য। গায়েব হয়ে যেতে পারে না। ব্যান হতে পারে না। লিখতে কষ্ট হয়। এসব লেখা হয়তো সামুর কাছে দাম নাই। কিন্তু যিনি লিখেছেন- তার কাছে অনেক দাম। আমি আমার নিজের লেখা গুলোর কথা চিন্তা করে- এমনটা ভাবলাম। একটা আবড়ি গাড়ী যেমন সম্পদ। আমার কাছে আমার লেখা গুলো সম্পদ।

আমি প্রিয় মডারেটরের কাছে অনুরোধ করবো- চাঁদগাজী নিক ফিরিয়ে দেওয়া হোক। তাকে তো বহুবার কমেন্ট ব্যান, ফ্রন্ট পেজ ব্যান করা হয়েছে।
চাঁদগাজী ব্লগিং ভালোবাসেন। এই সামুতে বহু লোক তাকে ভালোবাসে। শুধু মাত্র তার লেখা পড়তে সামুতে বহু লোক আসে। আমি জানি সামু টিম চাঁদগাজীকে ভালোবাসে। চাঁদগাজীকে যারা ব্যাক্তি আক্রমণ করেছেন- সামু তাদের শাস্তি দিয়েছেন। ইহা সত্য। কিন্তু চাঁদগাজী ভালো ব্লগার। জ্ঞানী ব্লগার।

ধরুন আমি একটা বাড়ির মালিক। আমার বাড়িতে অনেকে থাকেন। তাই বলে কি আমি পানির লাইন বন্ধ করে দিব? গ্যাস লাইন বন্ধ করে দিবো। যারা আমার বাড়িতে থাকেন তাদের কষ্ট দিবো? না কখনও না। বরং খেয়াল রাখব যারা আমার বাসায় থাকেন তাদের যেন কষ্ট না হয়। ঠিক ব্লগ টিমের কাছে এটাই আশা করি।

১২ ই মে, ২০২২ রাত ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাজার অপরাধী মুক্তি পাক
তবে কোন নিরাপরাধী যেন
সাজা ভোগ না করে।
গাজীর সাজার মেয়াদ শেষ
হোক।

১৪| ১২ ই মে, ২০২২ রাত ১:১৫

সোনাগাজী বলেছেন:



রাজিবকে বাংলাদেশের পক্ষে লবিং করতে দেয়া হবে।

১২ ই মে, ২০২২ রাত ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশ বলেছেন, তাকে কোন
দেশে পাঠানো যায় বলুনতো?
ইউক্রেন নাকি রাশিয়া?
শ্রীলংকা পাঠালে কেমন হয়?
হনুলুলু যাবেন?

১৫| ১২ ই মে, ২০২২ সকাল ৮:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনগাজী একজন কাটখোট্টা টাইপের মানুষ হলেও আমার মনে হয় উনি সৎ এবং নির্ভিক মানুষ। উনি উচিৎ কথা বলেন কিছু কিছু ক্ষেত্রে রসকস হীন কথা বলেন । রসকসহীন কথা কেউ পছন্দ করেনা সেটা উনি উপলব্ধি করেননা এটা ওনার দোষই বলবো।

সর্বোপরি ওনার চাঁদগাজী নিকের ব্যন তুলে নেয়া আহবান জানাচ্ছি।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর রহমান সাব, সত্য কথা
রসকসহীনই হয়। আমিতো বলেছিই
যে সোনা আর চাঁদি যে নামেই হোক
রসকসহীন কথাই বলে। তবে সোনার
আংটি বাকা হলেও দাম কমেনা! এটা
ওনার দোষ না এটা সোনার দোষ!

১৬| ১২ ই মে, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: প্লীজ এডমিন। প্লীজ মডারেটর। প্লীজ ব্লগটিম।
করুনা চাইছি না। এটা আমাদের অধিকার।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনি যে ভাবে
চাঁদগাজী নিকের ব্যান তুলে
নেবার জন্য আকুতি করছেন
এমন যদি চাঁদগাজী সাব নিজে
করতেন তা হলে বোধ হয় তিনি
আরও আগে ব্যান মুক্ত হতেন।
আমার ধারণা চাঁদগাজীসাবও
লজ্জা পাচ্ছেন আপনার মিনতি
দেখে! আপনি তার উপযুক্ত শিষ্য
বটে।

১৭| ১৩ ই মে, ২০২২ রাত ২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কখন চাঁদগাজী নিকটি আনব্যান হবে কর্তৃপক্ষের একটা সময়সীমা নির্ধারণ করা উচিৎ।

১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।
তাদের উপর আস্থা রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.