নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
সহজ কাজটি ছাড়ো !!
নূর মহাম্মদ নূরু
সহজ কাজ এই দূনিয়ায় পরের সমালোচনা,
নিন্দা, গীবত সহজ অতি সবার আছে জানা।
শত্রু মিত্র ঘরের মানুষ মামা চাচা নানা,
শুনবে সবাই মজা করে কেউ করেনা মানা,
দোষ গুণে হয় যে মানুষ কথা মিথ্যা নয়,
ভালো কিছু করলে কেহ তা কভূ না কয়।
বায়ুর আগে ছুটে চলে গন্ধ যদি পায়,
খুঁজে না কেউ এমন গন্ধ আছে তাহার গায়।
গীবত করে নিন্দা কারী পায় যে অনেক মজা,
রোজ হাশরে গীবত কারী পাবে কঠিন সাজ।
পর নিন্দা গীবত করা মন্দ লোকের কাজ,
তারও যদি নিন্দা করে পাবে নাকি লাজ
নিন্দা আর গীবত কারী কঠিন সাজা পাবে,
যিনাকারী তার থেকেও নিচের দিকে রবে।
যিনাকারীর গুনাহ আল্লাহ করতে পারেন মাফ,
গীবতকারীর গলায় বসে দংশিবে যে সাপ।
দম ফুরাবে ছাড়তে হবে রঙের খেলা ঘর,
টাকা কড়ি সুন্দর নারী সবই হবে পর।
বড়ই কঠিন এই দূনিয়ায় নিজে শুদ্ধ হওয়া,
সময় থাকতে এটাই হোক সবার মনের চাওয়া।
তাইতো বলি সহজ কাজটি ছাড়ো সবার আগে,
যদি তোমার কঠিন মনে গুনাহর কথা জাগে।
কঠিন কাজের পিছে লাগো কষ্ট হবে তবু,
সকল পাপের ক্ষমা দিবেন তোমার আমার প্রভু।
প্রকাশকালঃ ঢাকা-১০ এপ্রিল ২০২২ ইং
১০ ই মে, ২০২২ রাত ৯:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাসনিম ভাই,
প্রশংসা করাতো বড়ই কঠিন কাজ!
আগে সহজ কাজটি ছাড়তে পারলে
কঠিন কাজটি করা সহজ হবে।
২| ১০ ই মে, ২০২২ রাত ৯:৪০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কিভাবে বুঝায় অন্যের দোষত্রুটি আড়াল করা পুণ্যের কাজ , অন্যের ভালো কাজের প্রশংসা করলে নিজের সম্মান বাড়ে।
১০ ই মে, ২০২২ রাত ১০:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাসনিম ভাই,
আমরা ক্কোরআন শুনি, হাদিস মানি,
হাদিস মতেঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন’ (সহিহ মুসলিম-২৬৯৯)। তাই আমাদের সবসময় আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে অনুগ্রহ করে তিনি যেন গীবতের মতো জঘন্য সামাজিক ব্যাধিতে আমাদের নিমজ্জিত না করেন।
আমিন
আর ভালো কাজের প্রশংসা করা অবশ্যি ভালো, তবে এটা করা খুবই কঠিন কাজ। আগে গীবত ছাড়তে পারলে পরের প্রশংসা করা সহজ হবে।
৩| ১০ ই মে, ২০২২ রাত ৯:৪৭
সোনাগাজী বলেছেন:
সহজ কাজ হলো মসজিদে আযান দেয়া, কঠিন কাজ হলো টেকনোলোজী শেখা।
১০ ই মে, ২০২২ রাত ১০:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভুল গাজীসাব, পরের প্রশংসা করা
খুবই কঠিন কাজ, সহজ হলো পর
পরচর্চা আর পর নিন্দা করা।
৪| ১১ ই মে, ২০২২ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: শিক্ষনীয়।
১১ ই মে, ২০২২ বিকাল ৩:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে শিখে তার জন্য শিক্ষনীয়!
যে শিখবেনা তার জন্য প্যাচাল।
৫| ১১ ই মে, ২০২২ সকাল ১০:১৫
রবিন.হুড বলেছেন: ভালো কাজ করে মোরা সুন্দর জীবন গড়ব
অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করব
১১ ই মে, ২০২২ বিকাল ৩:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহজ কাজটি না ছাড়তে পারলে
এই কঠিন কাজগুলোকি করা
সম্ভব হবে!
৬| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: টাকা কড়ি সুন্দর নারী হবে সবই পর।
নূরুভাই কবিরা সুন্দর নারী নিয়ে এভাবে লিখে থাকেন।
কিন্তু সুন্দর নর সবেই হবে পর এভাবে লিখে না।
তাহলে নরদের কি হবে?
১১ ই মে, ২০২২ বিকাল ৩:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিদারুন কথা বলেছেন দাদা!
তবে সন্দরী নারীরা যখন পর
হয়ে যায় তখন সুন্দর নরদের
জন্য দূনিয়া হয় গারদ!
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২২ রাত ৯:৩২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: মন্দ কাজের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করতে হবে। ব্লগারদের অন্তত এই গুণ থাকতেই হবে। যাদের নাই তাদের ব্লগার কোনভাবেই বলা যাবে না ।