নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পাল্টে যাও, পাল্টে দাও!!

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫১

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।

সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।

যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।

ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে কারো পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে তাদের পিছে।

তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেয়ে ছিলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।.

তেলের মজুদ করে তারা বাজারে তেল নাই,
বিনা তেলে রান্না করে কেমন করে খাই!
রেল মন্ত্রীর আত্নীয়রা দেয়না ভাড়া রেলের,
টিটি ব্যাটা ভাড়া চায় ভয় নাই কি জেলের?

ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা,
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
[email protected]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বিকল্প হিসেবে বাদাম তৈল খাওয়ার পরামর্শ এসেছে সরকারি তরফ থেকে।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয়ে ভয়ে ছিলাম কোন মন্ত্রী আবার
কচুরী পানার তেল খাবার আদেশ না
করেন।
বাসাম তেলের দাম কি জানা আছে
সরকারের?

২| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



দেশটা উলট পালট হবে, সময়ের ব্যাপার।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা বাবু, আপনি আছেন কোন দেশে!
দেশতো অনেক আগেই
ওলট পালট হয়ে গেছে,
খবর রাখেন কি?

৩| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০০

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: বাস্তবতা প্রস্ফুটিত হয়েছে!

০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ শান্ত,
যেহেতু আমরা প্রতিদিন
কঠিন বাস্তবতার মুখোমুখি
হই সে হেতু কিবিতা, গল্পে
বাস্তবতা ফুটে উঠবে এটাই
স্বাভাবিক।

৪| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বরাবরের মতই ছড়া ভালো হয়েছে

০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দস্যু ভাই
সাথে থাকার জন্য।

৫| ১০ ই মে, ২০২২ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: আপনার আজকের পোষ্টের জন্যই আমি মুক্তি পেয়েছি।

আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।

১০ ই মে, ২০২২ রাত ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একথা সত্যি নাও হতে পারে।
ব্লগ টিমের মহানুভবতায়
আপনার মুক্তি মিলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.