নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হবে?

০৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৩


বন্ধু হবে?
© নূর মোহাম্মদ নূরু

বন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?

শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।

রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।

যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু ছাড়া ইম্পসিবল লাইফটা করা পার,
বুঝবেনা সে ভালো কিছু বন্ধু আছে যার।

ভালো বন্ধু পথের দিশা থাকে ছায়ার মতো।
বিপদ আপদ আগলে দঁড়ায় সামনে আসে যতো।
বন্ধু বেশে নষ্ট মানুষ আসে যদি কভু,
দূরে থাকো যত পারো রক্ষা করুক প্রভু।

ভালো বন্ধু বেছে নিলে জীবন ধন্য হয়,
নষ্ট কেউ বন্ধু হলে জীবন বিষাদ ময়।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।


২য় প্রকাশঃ ঢাকাঃ শনিবার, ৭ মে ২০২২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: আমি কি আপনার বন্ধ নই?
তবে কেন আবার জিজ্ঞাসা বন্ধু হবে?

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন্ধু আছি বন্ধু ছিলাম
সবাই তোমরা কহ যে,
বন্ধু হওয়া, বন্ধু পাওয়া
যায় কি এত সহজে?


আপনাকে ধন্যবাদ বিজন দাদা
আপনিতো বন্ধুই

২| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অধিকাংশ মানুষ বিপদের দিনের আসল বন্ধুকে সুখের সময় ভুলে যায়। তাই হয়তো কেউ একজন বলেছিলেন , "তোমার বন্ধুর বিপদে পাশে দাঁড়াও। সুখের দিনে সে না ডাকলে যেওনা, অপমানিত হতে হবে" ।

সুন্দর কবিতা নূর মোহাম্মদ নূরু।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাঁটি কথা বলেছেন তাসনিম ভাই,
সে কারণেই সঠিক বন্ধু খুঁজে নিতে হর।
খারাপ বন্ধুর পাল্লায় পড়লে জীবন
বরবাদ হয়ে যায়।

৩| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: নাহ, কাহারও বন্ধু হইতে চাই না! আমার একটা ফ্রেন্ড আছে দুনিয়ায়, সেই যথেষ্ট। আর দরকার নাই।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো বন্ধু সংখ্যায় যদি সে
একজনও হয়, তার পরশেই
জীবন ধন্য হয়।

৪| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: নূরু ভাই, অনেক সুন্দর। অনেক সুন্দর।

শুভবিকেল।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,
পুনরায় ভালোর পক্ষ্যে রায়
দেবার জন্য।

৫| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৭

নজসু বলেছেন:


এল বসন্ত আমার গানে
কোকিল বলে
এস বন্ধু হয়ে যাইরে। (বাংলা সিনেমার জনপ্রিয় গান)
...................................
ভালো বন্ধু পথের দিশা দেয়। খারাপ বন্ধু নিশচয়ই তার উল্টোট।
সুতরাং যাকে তাকে বন্ধু করা থেকে বিরত থাকি।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই সঠিক বলেছেন
আপনি। ধন্যবাদ নজসু ভাই,
আপনার মন্তব্য পেয়ে
কবিতাটিকে পুনরায়
এডিট করতে হলো।

৬| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



আপনার অনেক ব্লগ-বন্ধু আছেন, আর কেন?

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই যুতসই কথা সোনাসাব!
আপনার মতো বন্ধু থাকলে
আমার শত্রুর কোন
আবশ্যক নাই!!
ব্লগে মীরমদন উমিচাঁদ
যেমন আছে তেমনি
মীরজাফর ঘষেটি
বেগম, মায়মুনারাও
আছেন।

৭| ০৭ ই মে, ২০২২ রাত ৯:০২

এম ডি মুসা বলেছেন: নুর মোহাম্মদ নূরু ভাইর কবিতা ভালো হয়েছে।
তবে বন্ধু পাওয়া সহজ প্রকৃত বন্ধু নেই।
আজকে ভালো চাইলে কাল ঠিক অজগর সাপ হয়ে যায়।।

০৭ ই মে, ২০২২ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসা ভাই এ জন্যই
ভালো বন্ধু খুঁজে নিতে
হয়। কেউ ভাগ্য গুণে
ভালো বন্ধু পায়, আবার
কেহ সারা জীবন শুধু খুঁজেই
বেড়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.