নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তেলবাজ৷!! (একটি রম্য কবিতা)

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩০


তেলবাজ!! (রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু

তেলবাজ আর চামচা'তে দেশটা গেছে ভরিয়া
গুরুর পদে তেল মাখাতে উঠছে হয়ে মরিয়া।
ভুল যেনেও করবে ক্যাচাল সত্য দিতে ঢাকিয়া
ম্যাওপ্যাও আর জিং জিং খেলে কোমরটাকে ঝাকিয়া।

ডোডো পাখি এদের বলে গুরুর কথা মিথ্যা নয়
প্রশ্ন ফাঁসের কারিশমাটা এদের কাছে শিখতে হয়।
কি আর করা এমন ধারা চলতে আছে জগত ময়,
কাজ করেনা খনার বচণ গুরুর বচন মিথ্য নয় !!

যতই হোক অপমান হুস যে তাদের নাই
তেল দিয়ে গুরুর পদে লক্ষ্য হাসিল চাই।
এ কারনে তেলের দাম বাড়তে আছে প্রতিদিন
ভেজালের দৌরত্ম্যে আসল হয়ে যাচ্ছে ক্ষীণ!

তেল মারা আর পা চা্টা যখন কারো পেশা হয়
সৎ মেধাবী যোগ্য যারা তারা লজ্জায় মুখ লুকায়!
তেলের বোতল খালি হবে মারতে গিয়ে তেল,
সময় খারাপ হলে কিন্তু খাটতে হবে জেল!

ভেজাল তেলে কাজ হবেনা শুনে রাখো চামচারা
বৃথা যাবে সাধের জীবন বৃথা হবে তেল মারা।
সময় আছে ঘুরে দাঁড়াও তেল মেরোনা না বুঝে
বিবেক খাটাও সত্য্ জানো আর যেওনা কু-কাজে!

সত্য জানো সত্য মানো ছেড়ে দিয়ে চামচামী
নিজের দাম নিজের মান হীরের চেয়েও যে দামী।
বাবা মায়ের সেবা করো তেল না মেরে অপাত্রে
দেখতে পাবে কোথায় সুখ তোমার ওই দু নেত্রে !!


উৎসর্গঃ দেশের কতিপয় নব্য তেলবাজদের জন্য।
২য় প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ৩০ এপ্রিল ২০২২ ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩

সাগর কলা বলেছেন: - ছবি দেখে অনেক আশা নিয়ে পড়ে মজা পেলাম না ভাইয়া। মনে হল কিসব মাথাছাড়া কথা লিখেছ।

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল সময় সবার আশা
বলো কভু পূরণ হয়?
আশা নিয়েই জীবন চলে
এ কথাটা মিথ্যা নয়!

অঃটঃ ব্লগে আজ আপনার
জ্ঞাতি ভাই বিচি কলাকে
দেখলাম! কি হয় আপনার?

২| ০১ লা মে, ২০২২ রাত ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া আমার ভালো লাগে বেশ। তবে এই ধরনেরগুলি পড়তে আনন্দ পাই না।

০১ লা মে, ২০২২ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা সমসাময়িক বিষয়
যদি ছড়ায় প্রকাশ না পায়
তা হলে নষ্ট মানুষ গুলো
শোধরাবে কি?

আমার চোখে যা দৃষ্টি
কটু লাগে তার চিত্র
তুলে ধরার চেষ্টা
ছড়ায়। সবাইকে
তুষ্ট রাখা আমার
কম্ম না। ভালো
থাকবেন। ঈদ
মোবারক।

৩| ০১ লা মে, ২০২২ রাত ১২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: শেষের লাইনে ডাবল ++। বাবা মার সেবা করুক সবাই।

০১ লা মে, ২০২২ রাত ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গোফরান ভাই,
যাদের মা বাবা জীবিত
আছে তারা হয়তো
বুঝতে পারেনা যে
মক্কা মদীনা তার
ঘরেই আছে।

৪| ০১ লা মে, ২০২২ রাত ২:৩০

কবীর হুমায়ূন বলেছেন: বিষয়টা খুব সুন্দর। তবে, ছন্দের কারুকাজ মাঝে মাঝে পতন হয়েছে। ছড়ার মতো করে পড়তে গেলে কষ্ট হয়। শুভ কামনা কবি নূর মোহাম্মদ নূরু।

০১ লা মে, ২০২২ দুপুর ২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবীর ভাই, আমি কোন ছড়াকার বা
কবি নই। কোন একটা বিষয়ের উপর
সহজ ভাষায় ছন্দের মাধ্যমে কিছু বলার
চেষ্টা। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখলে
বাধিত হবো।

৫| ০১ লা মে, ২০২২ ভোর ৫:০২

সোনাগাজী বলেছেন:




সবাইকে নিজের মতো চলতে দেন; আপনি আপনার ব্লগিং'এমন দেন; কিছু মানুষ অন্যদের কথা ভাবতে পারেন না।

০১ লা মে, ২০২২ দুপুর ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আমার মতো করেই ব্লগিং
করি, কেউ বোঝে, কেউ বোঝেনা।
যাদের উদ্দ্যেশ্য আমার লেখা তারা
যখন বোজবে তখন তাদের গাত্রদাহ
শুরু হয়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৬| ০১ লা মে, ২০২২ সকাল ৭:৫৪

বিজন রয় বলেছেন: সুপ্রভাত নূরু ভাই।

অনেক ভাল লেগেছে।
তেলবাজীদের মুখে সপাট চপেটাঘাত!

এভাবেই সমাজের কলুষিত দিকগুলো কবিতার মাধ্যমে তুলে ধরুন।

শুভকামনা।

০১ লা মে, ২০২২ দুপুর ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা
সাহস দেবার জন্য।
সাথে থাকবেন সব সময়।
ঈদের শুভেচ্ছা জানবেন।

৭| ০১ লা মে, ২০২২ বিকাল ৫:৩৯

কালো যাদুকর বলেছেন: আপনার ছড়া সব সময়ই ভাল লাগে। যে উদ্দেশ্যে লিখেছেন সেটি কি ফলেছে?


ঈদ মোবারক ৷

০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদুকর সাহেব
ফলেছে বল্রইতো বুলেছি।
একটু চোখ বুজে দিব্য চোখে
দেখুন তা হলে দেখতে পাবেন
কোথায় গুরুর বারাম খানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.