নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ভালো হওয়া যায় কি এত সহজে !!
নূর মোহাম্মদ নূরু
ভালো হতে বলে সবাই ঢুকছেনা তা মগজে,
ভালো হওয়া কঠিন অতি যায়না হওয়া সহজে।
চলতি পথে মাড়াও যদি কেউটে সাপের লেজেতে,
ছাড়বে কি সে ছোবল দিবে থামবে ভালো কথাতে?
বনের মাঝে যদি তোমার সামনে পড়ে কোন বাঘ,
ভালো মানুষ বলেই কি কমে যাবে তা্হার রাগ?
হাড্ডি মাংশ চিবিয়ে খাবে ভালো শিকায় তুলে,
ভালো তুমি, সরল মানুষ সবিই যাবে ভুলে।
নষ্ট মানুষ সব খানেতে মুখোশ পড়ে থাকে,
ভালো মানুষ কোথায় আছে সব খোঁজ রাখে।
সরল মানুষ সাত চড়েও করবেনা তো রাও,
লুটে তাদের সহায় সম্বল মজা করে খাও।
হায়নার পাল কভু যদি পায় তোমায় বাগে,
ভালো হতে বললে তাদের গরম হবে রাগে।
ভালো কথার ধার ধারেনা বশ হবেনা কথায়,
মারতে হবে ডাণ্ডা জোরে মুগুড় তাদের মাথায়।
ভালো হতে গিয়ে কতো আর সইবে অপমান,
আরো ভালো হতে গেলে চলে যাবে জান
তাইতো বলি তোমরা সবাই ভালো হতে কহ যে,
এই দুনিয়ায় ভালো হওয়া যায় কি এত সহজে!
ভালো হলেই পদে পদে নানা বিপদ আসে,
চুপ থেকোনা যুদ্ধে নামো রাখতে তাদের বশে।
টিকতে হলে ছলে বলে রুখতে হবে পাজি,
মরে গেলে শহীদ হবো বেঁচে রইলে গাজী।
প্রকাশকালঃ ঢাকা-৩০ এপ্রিল ২০২২ ইং
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা ভাই,
এতক্ষনতো ঢাকার
মানুষদের কথাই
বললাম, যাদের
অত্যাচারে আমি
ভালো হতে চেয়েও
ভালো হতে পারছি না।
২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৭
গরল বলেছেন: হাহাহাহাহা, ভালোই বলেছেন। আপনার ছড়ার হাত ভালো। আপনি কি সুকুমার রয়ের ছড়া পড়েছেন? সুকুমার রায়ের ছড়া আমার খুব প্রিয়। আপনার বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে পোষ্ট এখন আর দেখি না। ওগুলো বেশ ভালো ছিল, অন্তত জানতে পারতাম কার কবে জন্ম দিন আবার অনেকর কথা হয়ত ভুলে যেতাম, কিন্তু আপনার পোষ্ট দেখে মনে পড়ত।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার প্রিয় কবিদের নামের তালিকায়
সুকুমার রায়ের নাম প্রথম দিকেই আছে।
তাকে নিয়ে সামুতে আমার একটি লেখাও
আছে।
গুনীজনদের নিয়ে আর লিখিনা কারন
jackal এর দল সেখানে নাকি কপি
পেষ্টের গন্ধ পায়। তাই কবিতা নিয়ে আছি।
ওর কবিতাও ভয় পায়। " কি হনুরে" মায়মুনার
কূট চালে অক্কা পেয়েছে।
৩| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৬
সোনাগাজী বলেছেন:
@গড়ল,
নুরু সাহেব নিজেই এখন বিখ্যাত, সেইজন্য সেই সিরিজ বাদ।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!
Jackal এর পাল ঠেকাতে
কবিতা/ছড়া আমার অস্ত্র!
৪| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:২০
গরল বলেছেন: @সোনাগাজী ভাই, হাহাহাহাহা ১০০% সত্যি কথা।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিও গাজীর দলে?
মরলে শহীদ, বাঁচলে গাঁজী!
৫| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫৭
সাগর কলা বলেছেন: - সুন্দর কবিতা। ভাইয়ার বাড়ি কি সুন্দরবনে?
৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ,
খুব কাছাকাছি! বান্দরবন!
৬| ৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর ছড়া।
৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ গোফ রান ভাই।
ঈদের শুভেচ্ছা জানবেন।
৭| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: মানুষ কখনো ভাল হয় না, হবে না, ছিল না।
তবু কবিতা লিখতে হবে।
শুভকামনা।
৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু সব মনুষই দাবী করে
সে ভালো মানুষ, শুদ্ধ মানুষ।
পগলও পাগল না।
ঈদের শুভেচ্ছা জানবেন দাদা।
৮| ৩০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০০
অর্ক বলেছেন: নূরু ভাই,
ক’মাস আগে আয়নায় আপনার নিজের চেহারা দেখতে বলেছিলাম। দেখেননি! আবার বলছি, পরিষ্কার একটি আয়নায় একবার নিজের চেহারা দেখে নিবেন। এটাই শেষবার, আর বলবো না। হা হা হা।
শুভেচ্ছা থাকলো ভাই। ভালো থাকুন আপনজনদের নিয়ে।
০৮ ই মে, ২০২২ রাত ১১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা বাবু অর্ক
কেনো করো তর্ক,
আমার ঘরে আয়না নাই
সামনের জনের পিঠে
নিজেকে দেখতে পাই
সামনে যাকে পাই
তাকেই শুধাই,
দেখতে আনি কেমন?
বলে আল্লাহ গড়েছে যেমন।
৯| ২২ শে মে, ২০২২ দুপুর ২:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়লুম। ভালো লাগলো।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
ভালো লাগার জন্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৭
সোনাগাজী বলেছেন:
আপনি ভালো ছড়া ও কবিতা লেখেন; আমরা বিদেশ থেকে ঢাকার মানুষদের জানতে চাই।