নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
প্রিয় সেই বন্ধুরা ব্লগেতে নাই !!
নূর মোহাম্মদ নূরু
প্রিয় সেই বন্ধুরা আজ আর ব্লগেতে নাই !!
কি কারণে চলে গেলো কিছু্ই জানা নাই
স্মৃুতিমাখা দিন গুলো বলো কোথা খুঁজে পাই?
আজ আর নাই !!
মেজ'দা, রব্বানী ছড়াকার প্রামাণিক
ছিলো যে ব্লগের নির্ভিক সৈনিক।
চারুদা, মইনুল কোথা তারা গেলো ভাই!
আজ আর নাই !!
নীলদা কুর্চির কত কিছু লিখতো
ছবি আপু মজা করে শুধু ছবি আঁকতো।
চারিদিকে হাহাকার কোথাও কেহ নাই!
আজ আর নাই !!
কামাল ভাই সারাদিন পথে পথে ঘুরতো
শত শত পাঠকে সেই লেখা পড়তো।
আজ তাদের উপস্থিতি ব্লগেতে নাই!
আজ আর নাই !
সনেট আর হেনা ভাই ছিলো খোশ গল্পে
চাওয়া পাওয়া কিছু নাই খুশি হতো অল্পে।
তারাও চলে গেল আজও তাদের খোঁজ নাই।
আজ আর নাই !
একা লাগে যদিও আছে শত ব্লগে
অচেনা জানিনা কেউ আছে দেমাগে।
তাই থাকি ম্রিয়মান প্রাণ নাহি পাই!
আজ আর নাই !!
ফিরে আসাে সকলে যারা ছিলে ব্লগে
যেখানে যেভাবে থাকো যদি ভূভাগে।
তোমাদের দেখে যদি শান্তি ফিরে পাই!
আজ আর নাই !!
কফি হাউজের আড্ডাটা আজ আর নাই এর ছায়া অবলম্বনে
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাজ্জাদ ভাইয়ের মতো আরো অনেককেই
দেখতে পাচ্ছিনা। সিংগাপুরে থাকতেন
সোহানা গাজী তার খবর জানেন? তিনি
আমার উপর অভিমান করে ঘোষণা দিয়ে
ব্লগ ছেড়েছেন।
২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪৬
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর লিখেছেন। আমিও পুরোনো; তবে, অনিয়মিতভাবে। অনেকদিন পরপর আসি, আবার চলে যাই। খুব পরিচিত ব্লগার নই। সুর দিলে গীতিকবিতাটি মন্দ হতো না। শুভ কামনা কবি নূর মোহাম্মদ নূরু ভাই।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুমায়ুন ভাই আপনি অনিয়মিত হলেও
ব্লগে পাই। তাই অতটা মিস করিনা
যতটা তাদের করি যারা এখন আর
ব্লগে আসেনই না। নিয়মিত হবেন।
৩| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি শ্রদ্ধেয় মান্না দের গান কপি করেছেন। তেব্র প্রতিবাদ জানাচ্ছি।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই শ্রদ্ধেয় মান্না দে জীবিত
থাকলে তার অনুমতি নিলেও নিতে
পারতাম। কিন্তু জানি তিনি বেঁচে নাই
তাই চান্স নিলাম। ওপার থেকে কপি
করার অভিযোগ করার সুযোগ নাই।
৪| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো লিখেছেন। আমি একবার কবি নজরুলের বিদ্রোহী কবিতাটা রিরাইট করেছিলাম। কেউ কিছু বলেননি।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সিব সময় ভয়ে ভয়ে
থাকি কেউ বুঝি আবার কপি
পেষ্টের আসামী বানায়।
৫| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৬
নূর আলম হিরণ বলেছেন: মান্না দে মারা গেছেন, উনি থাকলে ছায়া, মায়াতে সন্তুষ্ট হতেন কিনা কে জানে। অপু তানবীর ভালো বলতে পারবে।
গীতি কবিতা ভালো হয়েছে++
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মান্নাদে বাবুকে ঘুষ মুষ দিয়ে ম্যানেজ করা
সম্ভব হলেও হতে পারতো। কিন্তু অপু তানবীর
সাহেবকে ম্যানেজ করা অসম্ভব! তিনি বিজ্ঞ
আইনজ্ঞ!
তার চোখ এড়িয়ে চোখের পানি
গড়াবার সাধ্য নাই। তাইতো
ব্লগটিম তাকে ব্লগের ওয়াচম্যানের
কাজে নিয়োগ দিয়াছেন।
৬| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
ছায়া অবলম্বন করে রোমন্থন।
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘোড়ার জাবর কাটা!"
৭| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাজ্জাদ হোসেন, মুজিব রহমান, বিজন রয় সহ অনেকেই সামুতে সক্রিয় নেই।
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজন দা, মন্তব্যে সক্রিয় আছেন।
সাজ্জাদ ভাই মজিবর রহমান
হয়তো করেছেন অভিমান!
৮| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: সুহৃদ ব্লগারদের নিয়ে একটি বিখ্যাত গানের প্যারোডি লিখেছেন। এতে ব্লগীয় বন্ধুত্ব মহিমান্বিত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
প্যারোডি ভালো লেগেছে। + +
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খায়রুল ভাই।
যেদিন আমি থাকবোনা সেদিন
আমাকে মনে রাখবেন!
৯| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:০৭
জগতারন বলেছেন:
ছড়াকার প্রামানিক সাহেবের মত আরও এক জন বিখ্যাত কবি শহিদুল ইসলাম
ইলোরা, শাহাদাৎ হোসেন (সত্যের ছায়া), মহা কবি মাকেল মেহেদি, ঘাস ফুল, জনম দসী
এমনি আরও অনেকে আজ তারা কোথায় কি করে ? জানতে খুব ইচ্ছা করে।
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই ভালো থাকুক যে যেখানে
আছে। রাবেয়া রহিমের কথা কি
মক্নে পড়ে দাদা?
১০| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই তাই
আমি তো নূর ও প্রামানিক দার
পিচে আছি দাঁড়িয়ে
নাম টাও আমার নূর দা গেছে ভুলে
রেগুলা সামুতে
তবু নূর দা নামটা গেলে ভুলে------------
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে আছে সামনে
তাকে ভুলি কেমনে?
যে জন কাছে নাই
তাকেই খুঁজে বেড়াই।
১১| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৭
রবিন.হুড বলেছেন: ব্লগে সবাই সক্রিয় হোক, অন্যায়ের প্রতিবাদ হোক। জনগণ সচেতন হলে বিজয় সুনিশ্চিত। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই।
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যায়ের প্রতিবাদ আর
ক্যাচালের প্রতিরোধ হোক।
তবেই জয় হবে সুনিশ্চিত!
১২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৯
জিকোব্লগ বলেছেন:
লেখক বলেছেন:
সাজ্জাদ ভাইয়ের মতো আরো অনেককেই
দেখতে পাচ্ছিনা। সিংগাপুরে থাকতেন
সোহানা গাজী তার খবর জানেন? তিনি
আমার উপর অভিমান করে ঘোষণা দিয়ে
ব্লগ ছেড়েছেন।
- সিংগাপুরের সোহানা ছিল একজন বিখ্যাত পুরুষ ব্লগারের মাল্টি।
ধরা খাওয়ার পরে ভদ্রলোক আর এই মাল্টি দিয়ে গুটিবাজি করতে
আসেন নি। ভদ্রলোককে শুধু একটা নয় তিনটা মহিলা মাল্টি নিক
দিয়ে ব্লগে গুটিবাজি করছিলেন।
অভিমানের প্রশ্ন যে ! আপনি কি সোহানার প্রেমে পড়েছিলেন কি না ?
০৮ ই মে, ২০২২ রাত ১১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কন কি ভাই, টাসকি খাইলাম।
তার এক বোনও ব্লগে ছিলো, নাম
মনে নাই। সেও হাওয়া। বি. বাড়িয়ার
লোক, আমি পর পর দুইটা পোষ্ট
দিছিলাম বি. বাড়িয়া নিয়ে। সে
আমাকে ব্লক করে দেয়।
পরে ঘোষ্ণা দিয়ে ব্লগ ছাড়ে। তাই
ইচ্ছা থাকলেও প্রেম হলো না।
আফসোস!
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১৮
সোনাগাজী বলেছেন:
মালয়েশিয়ার সাজ্জাদ হোসেন কোথায় গেলেন, ফেইসবুকে মুকে দেখা টেখা যায়?