নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
শিয়াল নিজের দোষ খুঁজে পায়না !!
নূর মোহাম্মদ নূরু
এক বনে বাস করতে এক বাঘ আর এক পাতি শিয়াল। শিয়াল রাতের আধারে গৃহস্ত বাড়ির আশে পাশে ঘোরা ফেরা করতো হাঁস মুরগী চুরি করার আশায়। কিন্তু গৃহস্ত বাড়ির হিংস্র কুকুরের ভয়ে তার সে মনোবাসনা পূরণ হয়না। তবুও লোভী শেয়াল আশায় থাকে যদি কোন কোন বোকা হাঁস মুরগী বাগে পায় তা হলে তার মুণ্ড খাবে রসিয়ে রসিয়ে! তার এই অধ্যাবসায়ের কারণে বিধাতা তাকে একটা সুযোগ করে দিলেন। এক বোকা হাঁস সারাদিন মনের হরষে পুকুরে সাঁতার কাটতে কাটতে ভুলে গেলো কখন সন্ধ্যা নেমেছে। হাঁসের ললাটে লিখা ছিলো দুঃখ আর লোভী শেয়ালের কপাল খুললো। বাগে পেয়ে শেয়াল হাঁসের ঘাড় মটকে নিয়ে চললো গহীন বনে তার আস্তানায়। মনে সাধ আজ মজা করে হাঁসের ফিস্ট হবে।
কিন্তু বিধি বাম! সামনে শিয়ালের পথ আগলে দাঁড়ালো সেই বাঘ। শিয়ালের মুখে তেল চুক চুক করা হাঁস দেখে লোভ সামলাতে পারলোনা বাঘ। শিয়াল বাঘের পাশ কাটাতে অনেক ফন্দি ফিকির করলো কিন্তু বাঘের সাথে পেরে উঠতে পারলো না। বাঘ জোর করে শিয়ালের মুখের গ্রাস কেড়ে নিলো। । শিয়াল তখন ক্ষেদের সাথে বললো " বাঘ মামা আপনি বনের রাজা, আর আমি আপনার অধম প্রজা। প্রজার মুখের গ্রাস এ ভাবে জোর করে কেড়ে নেয়া আপনার ঠিক হলোনা।" উত্তরে তখন বাঘ বললো এই হাসঁকে কি গৃহস্ত তোমাকে ভেট দিয়েছে নাকি তুমি তাদের জামাই বলে খুশিতে যৌতুক দিয়েছে? তুমিওতো গৃহস্তের হাঁস জোর করে ধরে এনেছো তাই নয় কি? তুমি যেমন ভাবে হাঁস টি আনেছো আমিও তেমনি ভাবে নিলাম। চোখে টিনের চশমা পড়েছো তাই নিজের দোষ দেখতে পাওনা!!
মানুষের মাঝেও এই বাতিক আছে। কেউই নিজের দোষ দেখেনা, সে শুধু পরের দোষই দেখে। টিনের চশমা চোখে লাগিয়ে পাড়াময় বলে বেড়ায় "আমার কোন দোষ নাই, সবই পরের দোষ"! হে অবোধ বালক টিনের চশমা খোল তবেই মুখে ফুটবে সত্য বোল।
প্রকাশকালঃ ঢাকা-রবিবার,২৪ এপ্রিল ২০২২ ইং
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বলিনা যে চাঁদ গাজীর দোষ নাই,
দোষগুণ নিয়েই মানুষ। তবে কারো মুখ
চেপে ধরে তার কথা বলার অধিকার
হরণের বিপক্ষে আমি।
২| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪
আশিকি ৪ বলেছেন: “আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি।”
বিঃ দ্রঃ এটি নজরুল লিকসেন মুই নই।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সূত্র উল্লেখ করে বুদ্ধিমানের পরিচয়
দিয়েছেন, নয়তো এতক্ষনে কপিবাজ,
লেখা চোর উপাধি পেতেন।
৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭
সোনাগাজী বলেছেন:
আমার কি কি দোষ দেখছেন, সময় তো কাছে এসেছে, মনে হয়?
২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার চোখেও আপনার মতোই
সমস্যা হচ্ছে দেখতে। দোষ গুণ ঠহর
করতে পারছি না। তবে আপনিও
চাঁদগাজীর মতো জিং জিং খেলতে
উস্তাদ! এটা দোষ কিনা জানি না!
৪| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬
গরল বলেছেন: নিজের চেহারা দেখতে আয়না লাগে, নিজের দোষ দেখতে কি লাগে একটু জানাবেন? তাহলে হয়ত নিজেরটা একটু দেখতাম।
২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখ থেকে টিনের চশমা
খুল্যে হবে। তাইলেই সব
ফকফকা!
৫| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আহা রে টিনের চশমা! কে যতনে বানাইলো তোরে?
চোখে পড়ে পরের দোষ দেখি, আর নিজে কেবল থাকি ঘোরে!
সুন্দর গল্প! শুভেচ্ছা রইল।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সেতু ভাই।
পবিত্র এই রমজান মাসে টিনের
চশমাটি খুলে আমাদের ভিতর আর
বাহিরটাকে দেখি সেখানে কোন
ময়লা লেগে আছে কিনা!
৬| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: গল্পের মূল সুর বা অর্ন্তনিহিত তাৎপর্য শিক্ষণীয় যদি শিখতে চাই তবে শিখার মত মানষিকতাই এখন আমাদের মাঝে নেই।
আমরা সবাই এখন অন্যের দোষ খুজতে ব্যস্ত অথচ আমারও যে কিছু দোষ থাকতে পারে তাই ভুলে যাই ।
কি আর করা ভাই !!!!!!!!!!
মানুষ মাত্রই ভুল করে।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলে আমরা সবাই অপরকে
শিখাতে চাই, কিন্তু নিজে শিক্ষা
নিতে চাইনা। অপরকে উপদেশ
দেই নিজে কারো উপদেশ শুনতে
চাইনা। পরের ছিদ্র খুঁজি নিজের
ছিদ্রের খবর রাখিনা। সবই এখন
নষ্টদের দখলে।
৭| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
আশেপাশে বদ লোক থাকলেই নিজের দোষও খুজতে হয়।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই সত্যিকারের মানুষ
যে পরের দোষ দেখার
আগে নিজের সেই দোষ
আছে কিনা তা নিয়ে দশবার
ভাবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩
সোনাগাজী বলেছেন:
আমি চাঁদগাজীর দোষ দেখি না; আমার অবশ্য চোখে সমস্যা আছে।