নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নন্দলালতো একদা একটা করিলো ভিষণ পণ,
যা করে হোক দেশের তরে রাখিবে সে জীবন।
অথবা
করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ
সন্ধেহে সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে।
যে জেলে উত্তাল সাগরে ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ শিকার করে সেও শিকারী আবার যে শিকারী হেমন্তের পড়ন্ত বিকেলে সান্ত পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার করে তিনিও শিকারী। দু'জন মাছ শিকারী হলেও তাদের মাঝে যে কত যোজন ব্যবধান তা অতি সহজেই অনুমেয়। দুজনের সাহস ও মনো্বলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের সমাজে এমন ধারার অনেক মানুষ আছেন যার নিজেকে বড় একটা কিছু মনে করলেও যখন সমস্যা দেখা দেয় তখন পাশ কাটিয়ে নিজের গা বাচিয়ে চলতো পছন্দ করেন। তারা ঝড়ো হাওয়ায় নদীতে নৌকার পাল তুলতে সাহস করেন না। তারা সর্বদা সান্ত ও নীরব নদীর মাঝি সাজতে পছন্দ করেন। চলার পথে অন্যায় বা অসংগতি দেখলে তা এড়িয়ে চলতে চান। অথচ মুখে বড় বড় বুলি কপচান। এইটা করা উচিত এমন করা ঠিক হয়নি, এমন করলে ভালো হতো এই সব নীতি কথা তার অন্তরেই থেকে যায়। প্রকাশ করার সাহস করেন না।
কারণ প্রকাশ হলে যদি "পাছে লোকে কিছু বলে" তাই তারা সর্বদা সেই দলে থাকে যে দল ভারী দেখেন। সমাজের এই নন্দলালরা মানুষের যেমন কোন উপকারে আসেনা তেমনি অপকার করার ক্ষমতাও রাখেনা। মাকাল ফলের মতো এরা ক্ষনিক সময়ের জন্য শুধু সমাজের শোভা বর্ধনের যোগানদাতা। জবা ফুলের মতো, দেখতে সুন্দর হলেও গন্ধ নাই বলে সামাদর করেনা কেউ। নীরব কবি ও নীরব প্রেমের কোন মূল্য এই ধরাধামে নাই। কবি যদি তার কাব্যকে খাতায় লিপিবদ্ধ না করেন, আর প্রেমিক যদি তার মনের কথা তার প্রেমিকাকে না বলেন তা হলে হিসেবের খাতা শূণ্যই রয়ে যাবে। সকল আশা সূদুরে বিলীন হবে। তবে কিছু কিছু সময়ে এই সকল নন্দলালরা ভিষণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের চিন্তা, চেতনা প্রকাশের ও প্রতিবাদের সাহস নাই বলেই কিছু ন্যায় অন্যায় পার্থক্য করার চেয়ে দলভারীদের অন্ধ সমর্থনে আগ্রহী হয়ে ওঠে। আর এই দলভারীদের কারণে কিছু নীতিবান ও প্রতিবাদী মানুষ কোন ঠাসা হয়ে পড়ে। আর এমন দেখতে দেখতে মানুষ একসময় নিজেকে গুটিয়ে নেয় যার কারণে অন্যায়ের প্রতিবাদ কিংবা অসংগতি ও ভুলে ভরা সমাজের শুদ্ধিলাভ হয়না।
প্রতিবাদি মানুষগুলো অশুভ ও নির্বোধ মানুষের পেশি শক্তির কাছে মার খেয়ে নিজেকে উট পাখির পর্যায়ে নিয়ে যায়। সে তখন প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে, বিপদের গন্ধ পেলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলতে বাধ্য হয়। এটা কী কোন সভ্য সমাজে এবং সভ্য মানুষের কাম্য হতে পারে? আমরা চাই বা না চাই, পছন্দ করি আর নাই করি সমাজে বোধ শক্তি বিবর্জিত এই মানুষগুলো সমস্যা কিংবা অন্যায় দেখলে কোন প্রতিবাদ করা থেকে বিরত থাকে, নিজেকে আড়াল করে। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সমাজের জঞ্জাল হয়ে ঘরের কোনেই নিজেকে আড়াল করতে পছন্দ করে। তাই নির্ঝাঞ্ছাট জীবন যাপন করতে উটপাখির মতো সব কিছু পাশ কাটিয়ে এবং সমস্যা থেকে অন্ততঃ একশত হাত দূরে থাকুন আর আজীবন বেঁচে থাকুন নন্দলাল হয়ে। আর তখন সকলে বলিবে ভ্যালারে নন্দ বেঁচে থাক চির কাল।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও ধারণা তাই।
এরা সব নন্দলালের
বংশধর।
২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬
অধীতি বলেছেন: নিরাপত্তা জনিত কারনে এখন অধিকাংশই উট পাখি হয়ে গেছে।
২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থাকুক তারা ঊট পাখি হয়ে!
নন্দলালদের কাছ থেকে
আর কিইবা আশা করবেন।
৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: পাখিদের মধ্যে সবচেয়ে কুৎসিত পাখি কোনটা বলেন তো?
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু আমার না,
অনেকের মতে কাক
পৃথিবীর সবচেয়ে
কুৎসিত পাখি ।
কাকগুলো এই পোষ্টে আসবে না।
৪| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৭
গরল বলেছেন: দু:খের সহিত বলতে হচ্ছে আমিও একটা উট পাখি তবে আমি যে কাজটা করি না তা হল নন্দলালের মত দলভারীদের অন্ধ সমর্থন করি না।
২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারতো তা মনে হয়না।
কারন আপনি বিপদ কিংবা
অন্যায় হতে দেখলে উট
পাখির মতো মাথা গুজে
থাকেন না, যথা সাধ্য
প্রতিবাদ করেন।
নন্দলালদের নন্দ হয়ে
থাকতে দিন। ওরা থাকুক
ঘরের কোনে মুখ লুকিয়ে।
৫| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ... পোস্টে আপনার মন্তব্য মুছে দিয়েছেদিয়েছে। আপনার মন্তব্যের জবাব দেয়ার মতো মেধা নেই তাই রিপোর্ট করেছে।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন পোষ্টের কোন মন্তব্য
মুছে দিয়েছে বুঝতে পারিনাই।
একজন তার পোষ্টে মন্তব্য করা
ব্লক করে দিয়া উল্টা পাল্টা লিখে
যাচ্ছে।
৬| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: লুলভির এর পোস্টে আপনার করা মন্তব্য।
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সেখানে তাকে বলেছিলাম
কারো লেখা যদি কপি পেষ্ট হয়
তা হলে report করুন। কতৃপক্ষ
ব্যবস্থা নিবেন। এটা এমন কি
দোষের কথা বলেছি? আইন
নিজের হাতে নিয়ে নিজেই
অপরাধীর বিচার করলে
কতৃপক্ষের কাজ কি হবে?
৭| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: লুলভির বহুদিন ধরে সামুর মডু হতে চাচ্ছে। প্রায় সময় তাকে মড়ুর ভুল ধরতে দেখা যায়। সে কি জানে মডু হওয়ার ১% যোগ্যতা ও তার নাই?
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার সব কিছু না জানাই ভালো।
হাতি যদি জানতো তার ক্ষমতা কি
তা হলে তাকে বন্দি করা সাধ্য ছিলো
কার?
ছাগল দিয়ে হাল চাষ করা গেলে কেউ
কি গরু কিনতো!
৮| ২৫ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কপি পেস্ট পোস্টের তালিকা দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছি। এখনো হাসি থামছেনা। হাসির জন্য ভালো মতো সেহরি খাইতে পারিনি। কিছু লিংক দেখলাম কয়েকজন ব্লগার কিছু নিউজ ব্লগে শেয়ার করেছেন যেগুলো শত শত অনলাইন পোর্টালে শেয়ার হয়েছে। মূল নিউজটি কে করেছেন আলাদা করে বলা মুশকিল। সে ক্ষেত্রে সুত্র উল্লেখ করলে সব গুলো নিউজ পোর্টাল এর নাম লিখতে হবে। আপনি গণমাধ্যম কর্মী ভালো জানবেন। সাধারণত রিপোর্টাররা একই নিউজ সব চ্যানেল/পত্রিকায় মেইল করে। একই নিউজ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব দিয়ে কপি পেস্ট পোস্টের তালিকা প্রকাশ করেছেন তিনারা।
২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই তালিকায় আমার একটি লেখা স্থান
পেয়েছে। প্রবন্ধ এর শেষে লেখা আছে
সম্পাদিত। আসলে আমি মনে করি হয়ত
তারা জানেন না মানেন না কোনটা
সম্পাদিত, কোনটা কপি পেষ্ট। কুকুর
ঘেউ ঘেউ করে, শিয়াল হুক্কা হুয়া ডাকে
এটা আমাদের সবার জানা। এখন যদি
কেউ এর সূত্র চায় তখন বলতেই
হয় হায় সেলুকাস! কি বিচিত্র এই
বংগ দেশ!
দৈনিক আমাদের সময় পত্রিকার প্রায় সকল
সংবাদের নিচে লেখা দেখবেন "সম্পাদিত অমুক"
আমি একটি অখ্যাত পত্রিকার নিউজ সম্পাদনা
করি, তাই আমার কাছে এদের যুক্তি হাস্যকর
লাগে। আগে আমরা লাইব্রেরীতে বসে একটা
নিউজ করার মাল মসলা যোগাড় করতাম।
এখন সেটা সহজে অনলিনে পাই। সেখান
থে কখনো এক লাইন, কখনো এক প্যারা
কপি করে আমার প্রবন্ধটি তৈরী করি।
এটাকে কেউ যদি কপি পেষ্ট বলে তখন
নিজের কপাল চাপড়ানো ছাড়া আর কি
করতে পারি!
৯| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: ওদের ইগনোর করে নিজের মতো ব্লগিং করুন। কিছুদিন পর নিজেরা ডিমোটিভেটেড হয়ে থেমে যাবে। ইম্পরট্যান্স দিলেই সমস্যা।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য, তবে কেউ যদি এদের পেট্রোনাইজ
করে তা হলে এরা মাথায় চড়ে বসবে।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১১
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশ উট পাখীর সংখ্যা আফ্রিকা থেকেও বেশী।