নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে !!

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৩



এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে !!
নূর মোহাম্মদ নূরু

যারা সূত্র মুত্র ছাড়া বুঝতে অক্ষম সেইসব প্রশ্ন ফাঁস জেনারেশনের ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য বলছিঃ শিরোনামের বাক্যটি কবি মাইকেল মধুসুদন দত্তের মেঘনাদ বধ কাব্য গ্রন্থ হইতে চয়ন করা হইয়াছে। উপরোক্ত শিরোনামে অরিন্দম দ্বারা একজন ব্যক্তিকে বুঝানো হয়েছে যিনি বহুদিন পর হলেও দুঃখ বা বিষাদের সাথে অব্যক্ত কথা বলিয়া ছিলেন।

অতি সম্প্রতি জনৈক নন্দিত কারো কাছে নিন্দিত ব্লগার অত্যাধিক ক্ষোভ ও দুঃখের সাথে বিষাদভরা কণ্ঠে তার ভাষায় কয়েকজন দুষ্ট ব্লগারের তালিকা প্রকাশ করে তাদের প্রতি জেহাদ ঘোষণা করেছেন। এই তালিকায় দুই জন নারী অপ-ব্লগারের ছায়া তালিকা দিয়েছেন। নারী তার কাছে পূঁজনীয় বিধায় যাদের মুখোশ উন্মোচন করেন নাই। এ নিয়ে ব্লগ পাড়ায় অনেক জল ঘোলা হয়েছে। ব্লগ পাড়া এখন দুই দলে মুখোমুখি সম্মুখ সমরে । অবস্থা এমন যে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। ঠিক আছে তোমরা যুদ্ধ করো। কেউ কাউকে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনি ছড়ে দিওনা। কিন্তু তোমাদের এই যুদ্ধে যে নল খাগড়া পুড়ে ছাই হচ্ছে সে খবর কি রাখো? কথায় আছে পাটা পুতায় ঘষা ঘষি মরিচের জান শেষ!

জনৈক সেই ব্লগার হুংকার দিয়েছেন সম্মুখ সমরে, যে করেই হোক সে বঁধিবে পামরে। তা বাপু তুমি বঁধো বা সাধো তাতে আমাদের কোন ভাবাবেগ নাই। আমরা গ্যালারীতে বসে যে জিতে তাকে করতালিতে বরণ করবো। কিন্তু আমাদের গায়ে সামান্য পানির ছিটাও যদি লাগে তা হলে খবর আছে! মনে রাখবা আমাদের চোখে পর্দা নাই। "আমরা যে পাতে খাই সুযোগ পেলে সেই পাতেই ---ওয়াক থু'

সে যাই হোক দুষ্ট ও নারী অপ ব্লগারদের যে তালিকা তিনি প্রকাশ করেছেন তা যদি নিতান্তই তার ব্যক্তিগত বা আক্রোশ জনিত কারণে হয় তা হলে আমার পরামরশ আপনি আপনার রাগকে দমন করুন। আর যদি আপনার তালিকায় সত্যিকারের দুষ্ট ব্লগার স্থান পেয়ে থাকে তা হলে আমরাও তাদের হিংস্র থাবা থেকে নিজেদের রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

বিঃদ্রঃ সংগত কারনে দুষ্ট ব্লগার ও নারী অপ-ব্লগারদের নাম উল্লেখ করা থেকে বিরত থাকলাম। কারন তার লিষ্টে স্থান পাওয়া জনৈক বিদগ্ধ ব্লগার তার পোষ্টের ছায়াচিত্র তুলে নিয়ে এক খানা পোষ্ট দিয়ে হিট হয়ে আছেন!
শান্তি! শান্তি!! শান্তি!!! জগতের সকল প্রাণী শান্তিতে থাকুক।

প্রকাশকালঃ ঢাকা-২২ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: শান্তি!!! শান্তি !!! শান্তি !!!

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শান্তিতে থাকতে দিলো কই!
তেনারা কাইজ্যা ফ্যসাদ
করবে আর নিরীহ
প্রজাদের খড়্গের
নিচে বলির পাঠা
বানাবেন।

২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাগু-পাঁঠা ইত্যাদি বানানো ব্লগে কোন ব্যপার নয়। এসব কবুল করেই ব্লগে বিচরণ করতে হয়।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগু/পাঠা, গাধা/ ভেড়া আমিও
মেনে নিয়েছি। থাক্না তোরা
নিজের গন্ডিতে। পরের
খেতের বেড়া ভাংলে কি
ছাড় পাবে !

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

গরল বলেছেন: আপনিতো দেখি ন্যাটোর মত যুদ্ধ আরও উস্কে দিচ্ছেন =p~ :-P । ব্যাপারটা তাদের মধ্যেই থাকুক এবং মিটমাট করে ফেলুক সেই আশা করছি। যেমন ব্লগার জ্যাকেল উদ্যগি হয়ে উনার সাথে ঝামেলা চুকিয়ে ফেলেছেন, এইজন্য উনি সবার ধন্যবাদ পাবার যোগ্য। এরকম ভাবে সবাই যদি উদ্যগি হত তাহলে হয়ত আমরা সবাই শান্তি পেতাম।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল ভাই আমি সরল মানুষ।
কারো বাড়া ভাতে ছাই দেইনা।
কিন্তু যদি কেউ বিনা কারনে যদি
সরলতার সুযোগ নিয়ে অপ্রসাংগিক
ও উস্কানিমূলক কথা বলে তখন কি
তাকে ছাড় দিতে হবে? আপনি
উল্লেখিত লেখাটি পড়ুন, মন্তব্য
গুলি আবার পাঠ করুন তা হলে
খুঁজে পাবেন আমার এ লেখার
আনুসাংগিকতা। ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:



মেঘনাদের অন্য এক বিশেষণ অরিন্দম; তিনি যুদ্ধে যাবার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে পুজা করছিলেন, সেই সময়, চাচা বিভীষণ লক্ষণকে পেছনের দরজা হয়ে মন্দিরে প্রবেশ করতে দেয়; তখনকার চিত্র আঁকতে গিয়ে কবি ঐ লাইনটি ব্যবহার করেছেন।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আগের থেকে বেশী সাবধানী!
মূল বিষয় পাশকাটিয়ে শিবের গীত
গাইলেন! চার সপ্তাহের আল্টিমেটাম
আপনাকে ত্যাড়া থেকে সোজা করে
দিয়েছে! গুড টু বি পজেটিভ!!

৫| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৭

হিজিবিজি বিজ বলেছেন: যাই গেল মাথার উপর দিয়াই গেলগা । এখনো কি ডেঞ্জেরাস নাকি ব্লগ লেখা ? :|

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপদ জনক তাদের জন্য
যারা স্রোতের বিপরীতে নাও
ভাসায়। নন্দলালদের গায়ে
কোন আচড় লাগেনা, তাদের
জন্য নিরাপদ আবাস!

৬| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্যাপক বিনোদন হইছে।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মরুভূমির জলদস্যু ভাই সত্যি করে বলেন,
আমি কি কাউকে গালি দিয়েছি!

৭| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপনি আগের থেকে বেশী সাবধানী! মূল বিষয় পাশকাটিয়ে শিবের গীত গাইলেন! চার সপ্তাহের আল্টিমেটাম আপনাকে ত্যাড়া থেকে সোজা করে দিয়েছে! গুড টু বি পজেটিভ!!

-আমাকে টার্গেট করা হয়েছে।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু আমার গবেষণা বলে
আপনি আগের চেয়ে অনেক
নমনীয়। সাবধানে মন্তব্য
করছেন, তার পরেও
ঝুঁকিতে?

৮| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

জিকোব্লগ বলেছেন:



কাল্পনিক_ভালোবাসা কে ব্লগীয় এরশাদ যে একটু তেল দিয়েছিল, নচেৎ উনি এবারই ট্রিগার টিপে দিতেন। তবে
উনার কথানুসারে, উনি সোনাগাজীর দিকে বন্দুক তাকে করে রেখেছেন। বেশি তেড়িবেড়ি করলেই ট্রিগার চেপে
দিবেন। আর তখন হয়তো নবম ...গাজীর দেখা মিলতে পারে।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভাষ্য মতে মডুও তেল খায়!
তাইতো বলি দিনে দিনে তেল কেন
আক্রা হচ্ছে! হাতের নাগালের বাইরে
যাচ্ছে সব তেল।

আপনি জানেন কি গাঁজীদের মরণ নাই!

৯| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৯

সোনাগাজী বলেছেন:




@জিকোব্লগ
আপনি বলেছেন, "উনি সোনাগাজীর দিকে বন্দুক তাকে করে রেখেছেন। বেশি তেড়িবেড়ি করলেই ট্রিগার চেপে
দিবেন। আর তখন হয়তো নবম ...গাজীর দেখা মিলতে পারে। "

-দেখছেন, আপনি ব্লগিং না'জানাতে সবদিক থেকে ভালো আছেন!

২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখিয়া শুনিয়া বধির হয়েছি
তুলা গুজে দেই কানে।
অভাগা জাতি নিরুপায় হয়ে
তাকায় আকাশ পানে।

১০| ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:২২

নিমো বলেছেন: এই ব্লগের অর্থ আয়ের কোন ব্যবসায়িক মডেল নেই। যেহেতু বিজ্ঞাপন দিয়েই আায়। তাই ব্লগ ভিজিটর ধরে রাখতে সার্কাস চালু থাকতে হবে।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সার্কাসতো চালুই আছে!
শুধু চোখ কান খোলা রেখে
দেখে ও শুনে যান।

১১| ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: বুঝতে পারলাম।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুঝতে পারার জন্য ধন্যবাদ।
আমি আবার সহজে সব কিছু
বুঝিনা!

১২| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ''জিকোব্লগ'' একজন অসভ্য ব্লগার।
ব্লগটিমকে অনুরোধ করবো, গত দশ দিন তার করা মন্তব্য গুলো দেখুন। এবং ব্যবস্থা নিন।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব, শান্তি, শান্তি।
নদীতে যেমন বড় বড়
মাছ থাকে তেমনি মরা
লাশও ভাসে। নদী সবাইকে
তার বুকে ধারণ করে, কাউকে
দূরে ঠেলে দেয় না।

১৩| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট সম্পর্কে বলি-

রিভিউ ভালো দিয়েছেন।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি দুষ্ট আর অপ-ব্লগারদের
চিনতাম না। আপনি চোখ
খুলে দিয়েছেন। লিষ্ট কি
আরো বড় হবে?

১৪| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আরো কয়েকটা অপব্লগার এর নাম বাদ পড়ছে। তালিকায় তাদের নাম যুক্ত করে দেয়ার দরকার আছে।

২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব দুষ্ট আর অপ-ব্লগারদের
খুব ভালো করে চিনেন। তার
কাছে বিস্তারিত নামের তালিকা
আশা করছি। আপনিও যোগ
করতে পারেন যদি তাদের
সনাক্ত করতে পারেন।

১৫| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১২

আশিকি ৪ বলেছেন: কি সব চিঠি পত্রর লিখল ।

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে যদি দুঃখ পায়
খোদার কাছে নালিশ দেয়।
আকাশের ঠিকানায়
যার যা খুশি লেখা যায়।

১৬| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪০

গরল বলেছেন: আমিতো শুধুমাত্র একটু মজা করলাম ভাই, ইমো দেখে বুঝেন নি? দু:খিত আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলেই আমি খুব বেশী বুঝি না।
আপনি খোলসা না করলে বুঝতেই
পারতাম না, যেমন বুঝেন নাই
জ্যাকেল সাহেব! তার প্রতি মন্তব্য
পড়লে আপনিও বুঝবেন সে কি
বলতে চেয়েছে আর আর আপনিও
কি বুঝেছেন!

১৭| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: অপব্লগারগন রমজান্মাসেও ফাজলামো করেই যাচ্ছে। অবশ্য ওদের কাছে সব মাসই সমান। দুষ্টলোক ফাতরামি করবেই। কুকুরের লেজ কি আর সোজা হয়!

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই সহজ বুঝ!
যে যেমন তার আচরনও
তেমন হবে। কাকের মুখে
কোকিলের সুর, কুকুরের
মুখে মিউ মিউ ডাক আশা
করা বোকামী।

১৮| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৪

জ্যাকেল বলেছেন: গড়ল বলেছেন: আপনিতো দেখি ন্যাটোর মত যুদ্ধ আরও উস্কে দিচ্ছেন =p~ :-P । ব্যাপারটা তাদের মধ্যেই থাকুক এবং মিটমাট করে ফেলুক সেই আশা করছি। যেমন ব্লগার জ্যাকেল উদ্যগি হয়ে উনার সাথে ঝামেলা চুকিয়ে ফেলেছেন, এইজন্য উনি সবার ধন্যবাদ পাবার যোগ্য।


হাঃহাঃহাঃ এখানে ঝামেলা মেটানোর কি? ব্লগার রাজিব নুর নাম উল্লেখ করে গালাগালি করেছেন, আমার উপরেও উনার আক্রোশ আছে বলেই করেছেন। আমি উনাকে পাল্টা গালি না দিয়ে শান্তির পথ অবলম্বন করেছি। কারন ইসলাম/মুসলমানের আসল কাজ হল শান্তির পথে চলা। জাস্ট এটাই। এর মানে এই নয় যে অন্যায়কে মেনে নিতে হবে শান্তির জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের ধর্মে উৎসাহ দেওয়া হইয়াছে। নিদেন পক্ষে ঘৃণা করতে বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথাও না বলতে পারলে। উনার উচিত ব্লগের সবার কাছে উনার অন্যায়/চুরির জন্য স্বীকার করা+মাফ চাওয়া। এটাই উনার আত্মার জন্য মংগল বলে বিবেচনা করি। ধন্যবাদ।

আর @নুরু সাহেব'র এই কাদা ছোড়াছুড়িতে যোগ দেওয়াটা মোটেও শোভনীয় মনে হচ্ছে না।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্যাকেল বলেছেনঃ আর @নুরু সাহেব'র এই কাদা ছোড়াছুড়িতে যোগ দেওয়াটা মোটেও শোভনীয় মনে হচ্ছে না।।

জ্যাকেল সাহের আপনি যেমন বলেছেন " অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের ধর্মে উৎসাহ দেওয়া হইয়াছে। নিদেন পক্ষে ঘৃণা করতে বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথাও না বলতে পারলে।"

আমিতো তসি করেছি, তবে মনে মনে নয়।
লেখনীর মাধ্যমে। একজন সহ ব্লগারকে
আপনারা কয়েক জনে মিলে যে ভাবে তাকে
হেয় প্রতিপন্ন করেছেন আমি তার প্রতিবাদ
করেছি, ঘৃনা করি নাই। ওই পোষ্টে কয়েক জন
অযাচিত ভাবে আমাকে কয়েকটি বিশেষণে
ভুষিত করে হেয় প্রতিপন্ন করার বিরুদ্ধে
আমি প্রতিবাদ করেছি। একজন নারী
সহ-ব্লগার যাকে আমি খুবই শ্রাদ্ধা করতাম
তিনিও ওই দলের তা বুঝতে পেরে খুব
অবাক হয়েছি। যা হোক অন্যায়ের বিরুদ্ধে
আমি বলেই যাবো যতক্ষন ব্লগে আছি।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪২

জ্যাকেল বলেছেন: একজন সহ ব্লগারকে
আপনারা কয়েক জনে মিলে যে ভাবে তাকে
হেয় প্রতিপন্ন করেছেন---------

আপনার দৃষ্টিভংগিতে সমস্যা আছে। উনি প্লাগিয়ারজমা/লেখা চুরি করেছেন। এটা অন্যায়। সেই অন্যায় নিয়ে লেখালেখি করেছেন কয়েকজন ব্লগার এবং তাদের পয়েন্ট আছে। যিনি অন্যায় করেছেন তিনি উহা স্বীকার না করাতেই সমস্যা আরো বেড়েছে। আপনি সহ আরো কয়েকজন প্লাগিরজমার পক্ষে হেন/তেন করে জাস্টিফাই করতে চেয়েছেন। নিজের অবস্থান নিয়ে দোদুল্যমনতায় ভুগছেন+এক মিথ্যা/অন্যায়কে সত্য হিসাবে জাহির করতে আরো একশত অন্যায় করতে হইতেছে।
দয়া করে থামুন।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি পাপকে ঘৃনা করি
পাপীকে নয়।
প্রকাশ পেয়েছে কারা
পাপিকে ঘৃনা করে
পাপকে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.