নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
সব শিয়ালের একই রা!!
নূর মোহাম্মদ নূরু
সারাটা দিন খেক শিয়ালের বন বাদাড়ে কাটে
ঘুরে বেড়ায় এদিক সেদিক খাবার নাহি জোটে।
সাঁঝের বেলা ঘোরা ফেরা গৃহস্ত বাড়ির পাশে,
হানা দিবে পাইলে সুযোগ মুরগী নয়তো হাঁসে।
দল ছুট হলে হাঁস মুরগী কারো রেহাই নাই,
ছাগল ছানা গাধার বাচ্চা না করে যাচাই।
ভাগ্য দোষে যদি কভু ধরা পরে হাঁস,
শিয়ালেরতো পোয়াবারো হাঁসের সর্বনাশ।
শিকার নিয়ে গভীর রাতে খেক শিয়ালে ভাগে,
হুক্কা হুয়া ডাক শুনিয়া অন্য শিয়াল জাগে।
সব শেয়ালে বেজায় খুঁশি পেয়ে বোঁকা হাঁস,
ভাগ্য দোষে বোক হাঁসের হবে সর্বনাশ।
কাকে দিয়ে শুরু হবে বোকা হাঁসের ফিস্ট,
খেজুর কাটায় কানা শেয়াল করে যে তার লিস্ট।
সব শিয়ালের একই রা তুই খা ! তুই আগে খা !
মাদী শিয়াল যারা আছে তারা পাবে হাত আর পা !
ভোজের শেষে সব শেয়লে আবার হুক্কা ডাকে,
পরের দিন ফিস্ট বানাতে ধরবে আবার কাকে।
পেয়ে যাবে বোঁকা হাঁদা ছাগল কিংবা গাধা,
ফিস্ট হওয়াই ভাগ্য লিখন পেলে হারামজাদা।
দূরে থাকো যতো পারো শিয়ালের পাল হতে,
জান বাঁচিবে মান থাকিবে নাইবা উঠলে জাতে!
রক্ত খাবে পিষে দিবে যদি বাগে পায়,
ভোজের পরে শিয়ালের পাল হুক্কা হুয়া গায়।
প্রকাশকালঃ ঢাকা-বৃহস্পতিবার,২১ এপ্রিল ২০২২ ইং
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাল্লুকে কাজ হবে না।
ওরা নিরীহ প্রাণী!
শেয়াল ওদের ভয়
পায় না। শেয়াল
ডরায় কুত্তা!
২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুদের ছাগ ব্রেনে কি এই পোস্ট ঢুকবে?
২১ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেনো ভাই আমি কি কাউকে
গালি দিয়েছি?
৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৯
গরল বলেছেন: ব্লগেও কিছু শেয়াল আছে, একজন ডাক দিলে বাকিরা সব রা রা করে উঠে।
২১ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই শিয়ালের ধর্ম।
যদি শিয়াল রা রা না কর
উঠতো তাইলে তো তারা
গণ্ডার হয়ে যেতো।
৪| ২১ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৬
সোবুজ বলেছেন: জটিল লেখ,আমি ভুয়া লোক ।আমার মাথায় ডুকবেনা।কোন কোন নারী অনেক জটিল কথা বুজতে পারে,তারা যদি বুঝেন।
২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোবুজ ভাই Jackal
দের নিয়া লেখা কাব্য
একটু কঠিনতো হবেই।
পন্ডিতরাতো আপনার
আমার মত হাদারাম না।
৫| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: সব শিয়ালের একই রা হবে সেটাইতো স্বাভাবিক। কারণ, এটা জেনেটিক।
২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি তার বাইরে কিছু বলেছি?
কুত্তা ঘেউ ঘেউ আর শিয়াল হুক্কা
হুয়া বলবে এটাই নিয়ম, এটা
জেনেটিক!
৬| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সামুর দুষ্টদের আমার হাতে ছেড়েও দেন। ওদের আমি সাইজ করবো। আপনারা সবাই শান্ত থাকুন।
২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি কাউকে গালি দিয়েছি!
আমিতো শান্ত আছি! তবে কানের
কাছে হুক্কা হুয়া কাহাতক সহ্য হয়।
আল্লাহ তোমার কাছে বিচার দিয়া
গেলাম। আর খাঁন সাবের কাছে
সব ছেড়ে দিলাম।
৭| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
জগতারন বলেছেন:
মহামুনিষিদের জীবিনি রাখিয়া সম্প্রতি আপনা কাছ থেকে ব্যাঙ্গ ছড়া পাওয়া যাইতেছে।
২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু শিয়াল বিনা কারনে, অপ্রাসংগিকভাবে
কানের কাছে হুক্কা হুয়া বোল তুলে আমার
শান্তি নষ্ট করছে, তাই গুণীজন ছেড়ে শিয়াল
তাড়াচ্ছি।
৮| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫১
আশিকি ৪ বলেছেন: ব্লগে তো ছাগ/ছাগী পাল বেশী দেখা যাচ্ছে।
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশিকি ভাই কিছু খেক শিয়াল আর
পাতি শিয়াল এতদিন ছাগল আর ছাগীর
মুখোশ পড়ে এতদিন ছুপা ছিলো। তাদের
কিছু শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনে বোঝা
গেল এরা ছাগ/ছাগী নয় এরা খেক শিয়াল
নয়তো পাতি শিয়াল! চোখ কান খোলা রাখুন
মুখোশ আরো খুলবে।
৯| ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:০০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নেংটি-আন্ডারওয়ালা থেকে বিবর্তিত হয়ে গাধারা এখন কি ধূর্ত শিয়ালে রূপান্তরিত হলো নাকি ?
এটাকে আপনি ডারউইনীয় না নুরীয় বিবর্তন বলে দাবি করতে চান ?
আপনি মহামানবদের জীবনী বাদ দিয়ে হটাৎ প্রাণিকুল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কেন ? প্রাণীকুলের ভাষা বুঝতে শুরু করেছেন নাকি ?
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রাণিকুল ইদানিং খোলস ছেড়ে
মানুষের কাতারে সামিল হবার
চেষ্টা করছে। তাদের প্রতিহিত
করতে এমন ব্যবস্থ্যা!
১০| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯
সাগর কলা বলেছেন: - হা হা হা। বেশ মজাতো। কিন্তু মন্তব্যগুলো এমন কেন?
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপক্ষ দলের মন্তব্য এমনই হয়!
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৯
সোনাগাজী বলেছেন:
সেজন্য ভালুক এনেছি।