নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ছাড়তে হবে রঙের দূনিয়া !!
নূর মোহাম্মদ নূরু
ওরে মানুষ হইছো বেহুশ
মিছা এই দুনিয়ার পিছে ,
জবাব দিহি করতে হবে
বিচার দিনে খোদার কাছে।
লাল্লু কাল্লু কত আইলো
খোদায় করে অবিশ্বাস!
ত্যাড়া মানুষ সোজা হবি
উঠবে যখন মরণ শ্বাস!!
মিছা দুনিয়ার লোভে পড়ে
খোদাকে গেছো ভুলিয়া ,
ভুলে গেছো ছাড়তে হবে
রঙের এই দূনিয়া!
নতুন কিছু বলদ আবার
হইছে হেথায় আমদানী।
সময় হইছে এবার তাদের
দিতে হবে প্যাদানী।
কোরআন হাদিস মানেনা যে
তিরস্কারে বোখারী (রঃ)
বুঝবি সেদিন যাবি যে দিন
শূণ্য করে ঘরবাড়ি।
আল্লাহ তাদের শাস্তি দিবে
যা করেছো পাপ,
রাঘব বোয়াল রাজা বাদশা
পায়নি কভু মাপ।
সময় আছে তওবা করো
খোদার কাছে চাও মাফি।
তানা হলে কাজ হবেনা
পরকালে তাঁর নাম জপি।
ছেড়ে দিলাম খোদার হাতে
সবার জন্য্ নসিহত।
সময় আছে বেছে নাও
সঠিক সরল সত্য পথ।
২য় প্রকাশকালঃ ঢাকাঃ শনিবার, ১৬ মে ২০২২ইং
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ সময়ের আগেই রঙের দনিয়া ছেড়ে
দিলে আমার জিতার কোন সম্ভাবনা নাই।
তবে কেউ যদি এটা স্মরণ রাখে যে
তাকে একদিন রঙের দূনিয়া ছাড়তে
হব্র তা হলে সে জিতে যাবে নিশ্চিত।
২| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া বালো হয়। তবে এই ছড়াটিতে স্বাচ্ছন্দ কিছুটা কম লাগলো।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ছড়াটি
পড়ার জন্য। তবে কেনো
স্বাচ্ছন্দ বোধ করলেন না
তা জানালে নিজেকে শুধরাতে
যত্নবান হতাম।
৩| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: ছন্দে প্রাচুর্য কম ছিলো।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রমজানে একটু সংযম হোক!
হোক একটু প্রাচুর্য কম।
ঈদের পরে পুষিয়ে দেবো।
৪| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: কেউ নিজের ইচ্ছায় দুনিয়া ছাড়তে চায় না।
একজন রিকশাচালকও না, এমিন কি প্রধানমন্ত্রীও না।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দূনিয়ার সব মিথ্যা তবে
মৃত্যু অবধারিত। রিকশা
চালক থেকে প্রধানমন্ত্রী
কারোরই ফাঁকি দেবার
কোন পথ নাই।
প্রত্যেক ঈমানদার বান্দা
প্রতি ওয়াক্ত নামাজের শেষে
ঈমানের সাথে তার মৃত্যুর
জন্য দোয়া করে। আমিও
বলি হে আল্লাহ তুমি তোমার
সকল বান্দাকে ঈমানের সাথে
মৃত্যু দিও।
আপনি না মরতে চাইলেও কি
বাঁচতে পারবেন?
৫| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৫
জগতারন বলেছেন:
সুন্দর!
সুভেচ্ছা জানাই কবিকে!!
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু কবিকে নয়
মৃত্যুকেও শুভেচ্ছা
জানাতে হবে এবং
পরকালের পারের
সম্বল যোগার রাখতে
হবে। আপনাকে ধন্যবাদ।
৬| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ বাবু ভাই
সুন্দর মন্তব্যের জন্য।
৭| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
সোবুজ বলেছেন: রঙের দুনিয়া ছেড়ে হুরের দুনিয়া ধরতে হবে।দুনিয়া একটা থাকতেই হবে।এখানেও দুনিয়া ওখানেও দুনিয়া।এইতো দুনিয়ার খেলা।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুদিনের রঙের দুনিয়া ছেড়ে
চিরস্থয়ী দূনিয়ায় যেতে হবে
সবাইকে। তাই বালু চরে ঘর
না বেঁধে চিরস্থয়ী দূনিয়ার সম্বল
জোগাড়ে নেমেপরি সবাই।
৮| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪১
সোনাগাজী বলেছেন:
কখন থেকে ইহা টের পেয়েছেন?
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেদিন থেকে আপনার মতো
চোখে কম দেখা শুরু করেছি!
৯| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৫
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: খুবই চমৎকার করে দ্বীনের কথা ছড়ায় তুলে এনেছেন
শুভকামনা সবসময়।
২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছড়া পড়ার জন্য
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
রঙের দুনিয়া এখন ছেড়ে দিলে আপনি জিতে যাবেন মনে হয়?