নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক বনাম সাংঘাতিক !!

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪


সাংবাদিক বনাম সাংঘাতিক!
নূর মোহাম্মাদ নূরু

সাংবাদিকতা মহান পেশা জাতির বিবেক তারা,
সত্য কথা বলতে গিয়ে পড়ছে কত মারা।
অন্যায়ের কাছে কভু মাথা নত না করে,
জাতি তাদের স্মরণ করে যুগ যুগ ধরে।

বর্তমানে সাংবাদিকরা বড়ই সাংঘাতিক,
টাকার ধান্ধায় আকাম করে ভুলে ঠিক বেঠিক।
তিলকে তারা তাল যে বানায়,তালকে করে তিল।
লেখা আর ছবির মাঝে পাইনা খুঁজে মিল।

চোরকে তারা সাধু বানায়, সাধুকে কয় চোর,
হুজুর হুজুর তারে করে যাহার আছে জোর।
নীতি ফীতির ধার ধারেনা,লজ্জা শরম নাই,
মগজ শূণ্য মাথায় তাদের কূট চিন্তা বোঝাই।

দলাদলি ঠ্যালা ঠেলি লুচ্চামিতে সেরা,
বড় মাপের সাংঘাতিক পড়ে গেছে ধরা।
ঘরে আছে বউ বাচ্চা পরোয়া নাই তার,
ধুইলেও কয়লার ময়লা হয়না পরিস্কার।

তাইতো বউ মেজাজ দেখায় ইচ্ছা মতো চলে,
পোলা মাইয়া বাপের সাথে উল্টা পালটা বলে।
নীতি ছাড়া এ সাংবাদিক সাংঘাতিকের দলে,
যাতা কলে পড়ে গেলে চড় থাপ্পর খায় গালে

আগের দিনে সাংবাদিকের নীতি ছিলো কড়া,
ভুল করিলে সরকারও যে নাহি পেতো ছাড়া।
মানিক মিয়া, নাসিরুদ্দিন মহান সাংবাদিক,
তাঁরাই হলো এ দেশ গড়ার মহান সৈনিক।

এখন যারা এই পেশাতে পয়সার কাছে ধরা,
মাঝে মাঝে তাইতো তাদের হাতে হাতকড়া।
সাংবাদিকরা ভ্রষ্ট হলে দেশ যায় রসাতলে,
এ কারণে এদের সবাই সাংঘাতিক বলে।

প্রকাশকালঃ ঢাকা, ১৪ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৯

জুল ভার্ন বলেছেন: কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জুল ভার্ন দাদা
বাস্তবতা বোঝার জন্য।

২| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি কোনটাতে আছেন?

১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো ভাই চুনোপুটি
ক্রাইম করার দুঃসাহস নাই।
আমি সাংবাদিকদের দলে।

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোবুজ বলেছেন: আপনি ব্লগারদের খবর রাখেন এবং সামুতে প্রকাশ করেন।

১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব ব্লগারদের খবর রাখা কি
সম্ভব? দু-এক জনের খবর
রাখতে হয়, তাই রাখি!

৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম ও লাইক দিলাম।
কবি ভাই-এর প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ভালো পাবার জন্য
বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকবেন, ভালো রাখবেন।

৫| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে বর্তমানে সাহসী সাংবাদিক আছে?

১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাংবাদিকরা এখন
লেজুড়বৃত্তি করে।
সাহসী সাংবাদিক
খুব কমই আছে।

৬| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া।

১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে মনে মনে খুঁজতে ছিলাম।
কয়েক দিন দেখিনা! ভাবলাম রাগ
করে চলে গেছেন। ওইযে সে দিন
বললেন আমার ব্লগে আসবেন না!
ফিরে আসবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.