নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চুপ!!

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫


চুপ !! (একটি রম্য কবিতা)
© নূর মোহাম্মদ নূরু

চুপ! চুপ!! চুপ পেলাপান, এক্কেবারে চুপ !!!
চ্যাচামেচি করলে রাজা রাগ করিবেন খুব।
কথা বলো চুপি চুপি দাড়ি পাল্লায় মেপে
ওজন বেশী হলে কিন্তু ধরবে গলা টিপে!

রাজা কি আর তোমার মতো রাত দিনে ঘুমায়
কর্ম নিয়ে ব্যস্ত রাজা পান শুপারী খায়!!
রাজা থাকের মৌণ ব্রতে কথা বলেন কম
দিবা নিদ্রা দিতেই থাকেন নাহি ফেলেন দম!!

পাইক পেয়াদা মন্ত্রি সেপাই রাখে তারে ঘিরে
যায়না দেখা রাজার মাথা এত লোকের ভীরে!
মাঝে মাঝে রাজা আসেন সমুদ্রেরই তীরে।
রাজা আসুক যেথায় খুশি তোমার তাতে কি রে!!

তাকিওনা রাজা পানে কভু মনেরভুলে
গোস্যা হলে রাজা কিন্তু দিতে পারে শূলে!!
এদেশ রাজার প্রজা তাহার বিধান মানো তার
খুশী হলে রাজা তুমি পেতে পারো ছাড়!

রা করোনা, নীরব থাকো ঢেউ দিওনা পানি
সঠিক ভাবে করতে দিয়ো রাজার কর্মখানি।
রাজা যদি রাগ না করেন প্রজা রবে ভালো
শা্ন্তি রবে রাজ্য জুড়ে প্রশাদ হবে আলাে!

প্রজা যারা করবে তারা রাজার জয়গান,
তাতেই হবে দেশের সুনাম বাড়বে রাজার মান।
হিংসা বিবাদ ক্যাচাল করা ছেড়ে দিতে হবে
তা হলেই রাজ্য জুড়ে শা্ন্তি বিরাজ হবে।


কপি রা্ইটঃ © নূর মোহাম্মদ নূরু
২য় প্রকাশকালঃ ঢাকাঃ সোমবারঃ ১১ এপ্রিল ২০২২ইং
সতর্কীকরনঃ অহেতুক নিজেকে কেউ রাজা মনে করে পুলকিত হবেন না!!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কিচাকাহিনী কবি দা ভাল থাকবেন

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
সরকার ভাই। ভালো থাকবেন।

২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১০

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসা ভাই আপনাকেও ধন্যবাদ
সুন্দর মনে কবিতাটি পাঠ করার
জন্য।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চুপ সব্বাই চুপ

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই চুপ থাকলে মন্তব্য
আসবে কি করে। চুপ
থাকুন ভালো কথা তবে
মন্তব্য করতে ভুলবেন না।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতেই হবে!
আপনি যখন পড়েছেন
তখন সুন্দরের প্রলেপ
পরেছে যে।

৫| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭

সাগর কলা বলেছেন: - হা হা হা। অনেক রসালো হয়েছে ভাইয়া।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম সাগর কলার মতো
রসালো ও সুগন্ধ!!

৬| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: রাজাটা কেন?
রাজার যুগ কি এখনও আছে?

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদেশে ছিল এক রাজা,
রূপ কথার এই রাজারা মরেনা।
রাজা যায় রাজা আসে।রাজারা
সব সময় আমাদের চুপ করিয়ে
রাখেন। টু শব্দ করলেই টিপে
ধরবে গলা।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মহাজাগতিক চিন্তা।
আপনাকে কিছু চিন্তার খোরাক
দিলাম। চিন্তা করুন, ভাবুন।

৮| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই ধন্যবাদ
ভালো থাকুন, মন্দ এড়িয়ে
চলুন।

৯| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৪

সাগর কলা বলেছেন: - চুপ! এসব বললে তোমার কবিতা পড়ব না।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় দিলেও এই রমজানে
সাগর কলা যতই আক্রা হোক
তাকে ছাড়বোনা।

১০| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

মাছবাজারে গিয়ে জোরে চুপ করতে বলবেন, দেখবেন কি হয়।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজারেতে জাতের পাতের
কোন বিচার নাই,
তাইতো আমি বাজারেতে
চুপি চুপি যাই।

মাছ বাজারে চুপ করে রই
টু শব্দ নাই মুখে,
মরার মতো পড়ে থাকি
বড়ই কষ্ট বুকে!

১১| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:


বাংগালী চেয়ার পেলে, উহাকে সিংহাসন বানায়ে ফেলে।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা বলেছেন সোনা ভাই।
এই রাজারা সিংহাসনে বসে আমজনতাকে
শূলে চড়ায়।

১২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আমি চুপ থাকব না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলে যাবো।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরে এক ধমক খেয়ে
ফুটো বেলুনের মতো চুপসে
যাবেন! এটাই বাস্তবতা।

১৩| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৭

গেঁয়ো ভূত বলেছেন: দারুন হয়েছে ! আমি কিছু বলি নাই, ডরাইছি, চুপ চুপ চুপ।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু না বলাই ভালো।
শহরের ভুত গুলো মহা
হারামী, তারা গেঁয়ো
ভুতকেও ছাড়েনা!

১৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৮

জিকোব্লগ বলেছেন:



আপনার কবিতা গুলো বেশ ছন্দময় হয়।
আপনি কত বছর ধরে কবিতা লেখেন ?

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি নিয়মতান্ত্রিক কবি না। তাই দিন ক্ষন
হিসাব করি নাই। কোন একটা টপিক পেলে
সাথে সাথে তাতে ছন্দ মিলিয়ে কিছু একটা
দাড় কএয়াবার চেষ্টা করি। কেউ এটাকে
কবিতা আবার কেউ ছড়াও বলে। যে যা
বলে তাতেই আমি খুশি। আপনাকে ধন্যবাদ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

মো: রিয়াদ চৌধুরি বলেছেন: দারুন হয়েছে ! বাংগালী চেয়ার পেলে, উহাকে সিংহাসন বানায়ে ফেলে।আমি চুপ থাকব না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলে যাবো।

১৬| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রিয়াদ ভাই সাবাস!
দড়ি ধরে মারো টান
সিংহাসন হবে খান খান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.