নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজান মাসের রহমতের দশকে আল্লাহ তোমার কাছে রহমত, কল্যান ও নিরাপত্তা চাই।

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৫


জীবনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি, কষ্ট থেকে পরিত্রাণ, দুঃখের অবসান এবং যাবতীয় প্রয়োজন পূরণ ও আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আমরা কী করতে পারি, তার চমৎকার সমাধান দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহপাক বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন, আয়াত নং ৬০} আর রাসুলে আরাবি (সাঃ) আরও বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তার ওপর তিনি ক্রুদ্ধ হন। (ইবনে মাজাহ শরিফ, হাদিস নং ৩৮২৭)। আল্লাহর ক্রোধের শিকার হওয়া তো দূরের কথা তা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহতায়ালার রহমতে সিক্ত হওয়ার মূল্যবান হাতিয়ার দোয়া। রাসুলে পাক (সাঃ.) বলেন, দোয়াই হলো ইবাদতের মগজ। (তিরমিজি শরিফ, হাদিস নং ৮৭৪৬) যে কাজগুলো আল্লাহতায়ালা তার বান্দাদের থেকে বেশি বেশি কামনা করেন, সেসবের অন্যতম প্রধান আমল দোয়া। আষাঢ়ের প্রবল বর্ষণের মতো রহমত আসতে থাকে ওই ব্যক্তির উপর যে নীরবে-নির্জনে তার মনিবকে ডাকে ব্যাকুল হয়ে। আল্লাহপাক বলেন, তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকাে। (সুরা আ'রাফ, আয়াত নং ৫৫) তা্ই আসুন না,,,, আল্লাহর কাছে এভাবে একটু চাই । ইনশাহআল্লাহ কবুল হয়ে গেলে আর কিসে আটকাবে!
.
°°হে আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা, এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা, এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা, দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।

°°হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো এবং প্রত্যেক রুগ্ন ব্যাক্তিকে স্বাস্থ্য দান করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির গোনাহ মাফ করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। আর কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।

°°তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!

°° এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।
.
°°আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।

°°আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।
.
°°হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথা আমল করতে তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
.
°°আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
.
°°হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।
.
°°আমি তোমার কাছে দোয়া করছি, আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও...... তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।
.
°°তুমি আমার সব গোনাহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দাও..... আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।

°°আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞ্যানবুদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। তোমার কাছে তওবা করছি। তুমি আমার তওবা কবুল করে নাও। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।
.
°°আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।
.
°°আমার জন্য, মা-বাবা ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।

°° হে আল্লাহ! পবিত্র এই রমজান মাসের রহমতের দশকে আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি।
------আমীন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ আমাদের সফল করুন।

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন। আল্লাহ আপনার, আমার, সবার
নেক মকসুদ পূরণ করুন।

২| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



আমাদের কল্যানের অভাব ও নিরপত্তাহীনতার জন্য সবাই দেখি শেখ হাসিনাকে দায়ী করেন; শেখ হাসিনার হাতে কি কিছু আছে, নাকি উনাকে অকারণে অপদোষ দেয়া হচ্ছে?



















































১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগে বলেন আপনি এতখানি যায়গা
দখল করলেন কেনো? সামুর জমি কি
মুফতে পাইছেন!
একটা মন্তব্যে এত যায়গা খাওয়া ঠিক
হয় নাই!

আমাদের প্রধানমন্ত্রীকে
আল্লাহতালা যতটুকু
ক্ষমতা দিয়েছেন
ততটুকুই তিনি
ব্যবহার করছেন।
বেশীও না আবার
কমও না।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: নির্জনে নিভৃতে তাহাজ্জুদ এর সেজদায় এই ভাবে ডাকলে মহান আল্লাহ কি সাড়া না দিয়ে পারেন!

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ আল্লাহর দিকে এক হাত
অগ্রসর হলে তিনি বান্দার দিকে
দশ হাত অগ্রসর হন।
তিনি বান্দার ডাকে
অবশ্যিই সাড়া দিবেন।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: শুধু নিজের জন্য রহমত চাইলে হবে? সারা বিশ্বের জন্য রহমত চাইতে হবে।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই যদি সবার নিজের জন্য
রহমত চায় তা হলেইতো বিশ্বের
সবাই রহমত পেয়ে যাবে তাইনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.