নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
যায় চলে যায় রহমতের দশক!
নূর মোহাম্মদ নূরু
পবিত্র এ রমজান মাস তিন ভাগে ভাগ করা,
প্রথম দশক রহমতের জানে মুমিন যারা।
এক থেকে দশ রোজায় থাকে আল্লাহর রহমত,
মুমিন বান্দা সেই আশাতে করে ইবাদত।
কষ্ট ক্লেষ ভুলে গিয়া নামাজ রোজা করে,
মনের যতো পেরেশানি যায় যে দূরে সরে।
আল্লাহর উপর ভরসা করে রমতের আশায়,
মুমিন বান্দা চোখের জলে নিজের বুক ভাসায়।
চোখের পানি আল্লাহর কাছে মহা মূল্যবান,
বিনিময়ে আল্লাহতা'লা বেহেশত করবে দান।
মহা সুখে থাকবে সেথা জরা ব্যাধি নাই,
এমন সুযোগ হেলা ফেলায় হারাতে কি চাই?
রহমতের দশ দিনের আধেক চলে গেছে,
বাকী আধেক পাবার সুযোগ এখনো যে আছে।
চোখের পানি ছেড়ে দিয়ে করি ফরিয়াদ,
রোজ হাসরে দয়াল মাওলা দিয়োগো নাজাত।
অধম বান্দা আমরা তোমার পাপের সীমা নাই,
আশা তবু বিচার দিনে নেবেগো তরাই।
পাপের চেয়ে তাহার ক্ষমা কোটি গুনে বেশী,
তাহার দয়ায় কেটে যাবে পাপ যে রাশি রাশি।
তাইতো আর হেলা যে নয় আর দেরী না করে,
সময় মতো নামাজে যাই তল্লাহতা'লার ঘরে।
জিকির করি, কোরান পড়ি সাধ্যমতো ভাই
যায় চলে যায় রহমত আর যে সময় নাই।
প্রকাশকালঃ ঢাকা- ৭ এপ্রিল ২০২২ ইং
০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা মরে যায় হয়তো তারা
আল্লাহর রহমতের ছায়াতলে
ঠাই পায়।
২| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আলহামদুলিল্লাহ আজ রহমতের পঞ্চম দিন গেলো।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জী জনাব,
হিসেবে কোন ভুল নাই।
৩| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, ঈদের পরের সপ্তাহ সবচেয়ে ফজিলতপুর্ণ, দ্রব্যমুল্য কমে আসে!
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্দ বলেন নাই!
হলেও হতে পারে
কারন সারা মাসের
সংযমের পুরস্কার
হয়তো!
৪| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০১
সোবুজ বলেছেন: চলে যাবে কোথায়।এক বছর পর আবার আসবে।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো আসবে কিন্তু আমি,
তুমি, কিংবা সে, না ও
থাকতে পারি।
৫| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৭
সাগর কলা বলেছেন: - খুব সুন্দর হয়েছে ভাইয়া।
০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাগর কলা!
রমজানে তোমার নাগাল
পাচ্ছি না। পুকুর কলা বা
ডোবা কলাই ভরসা!
৬| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:০৬
সোবুজ বলেছেন: আমি না থাকলে সমস্যা কি।অন্যরা থাকবে ,তারা রহমত পাবে।শুধু নিজের কথা চিন্তা করলে হবে,অন্যদের কথাও একটু ভাবতে হবে।
০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি রহমত না নিয়ে গেলে
কারো কিছু আসবে যাবেনা।
যারা থাকবে তারা রহমত
পেলে আপনার কোন লাভ
নাই। সেখানে সবাই ইয়া
নাফসি, ইয়া নাফসি বলবে।
৭| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: রহমতের আলামত তো দেখি না।
০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনায় কতো মানুষ
মরতো এখন কি মরে?
এটা কি রহমত নয়?
আপনার ব্যান তুলে নিছে
ব্লগ টিম এটা রহমত নয়?
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
রহমত প্রতিবছর ঘুরে আসে,মানুষগুলো বেঁচে থাকে না।