নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হাবলংগের বাজার!! (একটি রম্য)

০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩২


হাবলংগের বাজার!!
নূর মোহাম্মদ নূরু

আজব এক বাজার বসছে দিবা রাত্রি খোলা,
নাপিত মুচি পাহারা দেয় সভাপতি জোলা।
সব কিছু মিলবে হেথায় দামে বিশাল ছাড়,
নাম দিয়েছে জমিদারে হাবলংগের বাজার।

সুশীল, সাধু পণ্ডিতেরা বড্ড চাপে থাকে,
এদের মুখে নাপিত মুচি ছাই কালি যে মাখে।
পানের থেকে চুন খসিলে রক্ষা নাহি কারো,
নাকে খত দিলেই তবে তুমি থাকতে পারো।

এদের জ্বালায় মান থাকেনা প্রাণও যেতে পারে,
ভয়ে থাকে সাধু জনে কখন ধরবে ঘাড়ে।
ভিটা ছাড়া করে দিবে করে যদি গোল,
থাকতে হলে সকাল বিকাল মাখো এদের তেল।

এই বাজারে মিলবে যত পঁচা বাসি খাবার,
নাক চেপে সেই আবর্জনা খেতে হবে সবার।
ভালো কিছু আনলে কেউ মারতে আসে তেড়ে,
কেড়ে নিয়ে সে সব জিনিস ছুড়ে ফেলে দূরে।

নাপিত আর মুচি মিলে বাজার রাখে গরম,
দেখে তাদের লম্ফ জম্ফ পণ্ডিতে পায় শরম।
হাত পা বাঁধা মুখে তালা বলার কিছু নাই,
নাপিত মুচি এই বাজারে যেন দুটি ভাই।

গরু ছাগল গাধার পাল বাজার ভরা আছে,
এমন লাথি মারবে কষে যদি দাঁড়াও কাছে।
সস্তা দামে মিলবে এসব হাবলংগের বাজারে,
ইচ্ছে মতো ভূনা করে শিন্নি দাও মাজারে।৷

প্রকাশকালঃ ঢাকা-৬, এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন: নাপিত ধোপা মিলে বাজার রাখে গরম........ হো হো হো হো হো হো.....
ব্যপক মজার ছড়া।

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা দেয়া কি সোজা!
কম বেশী কিছু হলে
পেতে হবে সাজা,
আমরা হলাম চুনো পুটি
হেরা মহা রাজা।

২| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোবুজ বলেছেন: গিয়েছিলেন বাজারে,সাবধানে যাবেন।

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাব্ধস্ন কি বলেন!
আমিতো ভয়ে ভয়ে আছি

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: তা শিন্নি কোন মাজারে দিতে বলছেন?
মিরপুর মাজারে? না গুলিস্তান মাঝারে?

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা কুটিল শাহ এর মাজার
শুনেছি বহুত গরম, শিন্নী
সেখানেই দিন মনের আশা
পুরণ হবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশ একটি বাজার, আপনার ছড়ার 'হানলংগ' বাজার।

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কি ধারনা আমি
অসত্য বলি? আমার উল্লেখিত
বাজারের নাম হাবলংগের বাজার,
*হানলংগ* বাজার নয়।
সময় করে ও-ই বাজারে যাবেন
সস্তায় সব গাধা ছাগল পাবেন।

৫| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৫

এপোলো বলেছেন: পড়ে খুব মজা পেলাম। বাজারের অবস্থা খারাপ মনে হচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা পাবার দায়ভার আপনার,
কোন সমস্যার জন্য এই অধমকে
দোষারোপ করা যাবে না।

৬| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সিগনেচার নসিব বলেছেন: আজব এক বাজার বসছে দিবা রাত্রি খোলা
নাপিত ধোপা পাহারা দেয় সভাপতি জোলা।



সুপার হিট...

০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুপার হিট জিনিসটা কি,
খায় না মাথায় দেয়?
হিটের জন্যে গরম হলে
কে নেবে তার দায়?

৭| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৫

ছদকার ছাগল বলেছেন: /:)

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাইজানের কি মন খারাপ!!
একবার হাবলংয়ের বাজার
থেকে ঘুরে আসুন মন প্রফুল্ল
হয়ে যাবে।

৮| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনি ঠিক আছেন।
হাবলংগের বাজার, গাধা কেনার দরকার হয় না, দেশ ভরে গেছে গাধায়।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আস্তে বলেন!!
কেউ শুনে ফেললে
বিপদ!! গাধাও কষ্ট
পাবে।

৯| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: এইবারে ছড়াটা কঠিন হয়ে গেছে।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত দিন ছিলো প্রাথমিক শ্রেণির
ছাত্রদের জন্য। এবারেরটা মাধ্যমিক
শ্রেণির জন্য। একটু কঠিনতো হবেই।

১০| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

গরল বলেছেন: সুশীল, সাধুপণ্ডিতেরা বড্ড চাপে থাকে,
এদের মুখে ধোপা জোলা ছাই কালি যে মাখে।

এক্কেবারে ব্লগের অবস্থা, হাহাপগে।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল ভাই
কিসের মধ্যে কি
পান্তা ভাতে ঘি!
এমন কথা কইলে আমি
কল্লা থাকবে নি!

১১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: হাবলংগের বাজার টা কোন এলাকায়? একদিন যাবো।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ বাজারটা সবার বাড়ির পাশেই
অবস্থিত বলেই জানি। অর্ন্তদৃষ্টি
দিয়ে খুঁজতে থাকুন
দেখা পেয়ে যাবেন।

১২| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪০

মরুর ধুলি বলেছেন: অর্ন্তদৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি, পরে না হয় কিছু কমু।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার অর্ন্তদৃষ্টি খুলে যাবার
অপেক্ষাতে রইলাম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.