নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মহামতি টাকা !!
নূর মোহাম্মদ নূরু
টাকা ছাড়া দূনিয়াটা অচল হয়ে পড়ে,
সে কারণে সব মানুষই টাকা টাকা করে।
টাকা হলো মহামতি রাজাদের রাজা,
টাকা ছাড়া এই জীবনটা নাহি রবে তাজা।
টাকা যে চায় সব মানুষে জাতের বিচার নাই,
পাউণ্ড, ডলার, দিনার রুপি সবাই যে ভাইভাই
টাকাকে কেউ পূঁজা করে মাথায় তুলে রাখে,
মনানন্দে টাকার উপর কেউবা শুয়ে থাকে।
সাদা চামড়া, কালো মানুষ সবাই টাকার পিছে,
টাকা ছাড়া জীবনটা যে হয়ে যাবে মিছে।
টাকা জীবন টাকা ধ্যান টাকা থাকে যদি,
আরাম আয়েস সবই পাবে ঠিক থাকিবে গদি।
টাকা আছে পকেটেতে পাইবে যাহা চাই,
গাড়ি, বাড়ী শরাব নারী কিছুই অভাব নাই!
দাগ লাগিবে চরিত্রেতে, এই ভাবনা তোমার?
টাকা হলো এক শক্তিশালী ওয়াশিং পাউডার!
এক নিমিষে সকল ময়লা হয়ে যাবে দূর,
মনের সুখে বুকের মাঝে বাজবে গানের সুর।
টাকা কামাও কাড়ি কাড়ি নীতি ফিতী ছাড়ো,
টাকার জন্য প্রয়োজনে বিবেকটাকে মারো।
বিবেক তোমার মহা শত্রু টাকার পিছে বাঁধা,
বিবেক মারো টাকা ধরো ওহে হারামজাদা!
কাড়ি কাড়ি টাকা যখন ব্যাংক ব্যলেন্স হবে,
সালাম দিবে হুজুর কবে আম জনতা সবে!
প্রকাশকালঃ ঢাকা-১ এপ্রিল ২০২২ ইং
০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাল টাকায় কাজ হবেনা
আসল টাকা চাই,
সে কারণে চুরি করো
বিকল্প যে নাই।
২| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৯
গেঁয়ো ভূত বলেছেন:
মহামতি টাকা!
দেখেছি তোমারি খেল,
তুমি বিনে টাকা, সকলি যে ফাঁকা!
সবই তো গড়ল ভেল!
০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকা হবে বেশুমার
মজুদ করো তেল,
সময় বুঝে টেকো মাথায়
মাখাও সেই তেল।
৩| ০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: টাকার দরকার আছে।
প্রচুর টাকার দরকার। টাকা থাকলে আর কিছু লাগে না। বহু সমস্যার সমাধান করা সম্ভব।
০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকার চাহিদার কোন শেষ নাই,
যার যত আছে সে আরো চায়।
তা যে করেই হোক। এ নেশা
মাদকের চেয়েও ভয়ংকর।
টাকা মানুষকে পশু বানায়।
৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৪১
জগতারন বলেছেন:
বিবেক তোমার মহা শত্রু টাকার পিছে বাঁধা,
বিবেক মারো টাকা ধরো ওহে হারামজাদা!
কাড়ি কাড়ি টাকা যখন ব্যাংক ব্যলেন্স হবে,
সালাম দিবে হুজুর কবে আম জনতা সবে!
কী আর মন্তব্য !
কবি সাহেব তো বলেই দিয়াছেন।
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবুও কিছু বলেন!
টাকা বলে কথা
ভাববেন না এ যা তা"
৫| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯
ইসিয়াক বলেছেন: টাকা মাটি
মাটি টাকা
মিল মহব্বত বড় কথা
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু টাকা না থাকলে যেমন মিল মহব্বত
হয় না, তেমনি টাকা ত্থাকলেও মিল মহব্বত
হয় না। সবাই মিল মহব্বত বাদ দিয়ে টাকার
পিছে ছোটে।
৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ২:০৭
নিমো বলেছেন: পারলৌকিক থেকে একেবারে ইহলৌকিক! ঘটনা কী ? কাকু !
০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘটনা গুরুতর!
পরকালে যেতেহলে
ইহকালের পরীক্ষায়
পাস করতে হবে।
তাই ইহকালের
জয়গান গাই। ত
৭| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: মহামতি লেলিন (সাম্যবাদ) গেলেন,
এলেন ফিরে টাকা।
জীবন এখন ঘুরছে (চলছে)
যেন ( যেমন ) পেন্ডুলামের চাকা।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কত এলো কতো গেল আসবে শতশত
টাকা কিন্তু ঠিকই আছে মাথা না করে নত।
টাকার পিঁছে ঘুরতে আছে কত রাজা মহারথি,
যে করে হোক টাকা যে চাই খেয়ে হলেও লাথি!
৮| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: তবো অসৎ পথের টাকা, টাকা নয়। অভিশাপ।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকাকে ভগবান ভাবলে
টাকা হবে অভিশাপ।
৯| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩
মিরোরডডল বলেছেন:
Money is honey
Makes life sweet
No money, no honey.
But there has to be a limit.
১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: Not at all
Dear mirrordoll.
Mony is big problem.
Becaus no money
No girl friend.
No girl friend
No problem,
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১
সোনাগাজী বলেছেন:
কিছু পাকী আমদানী করলে টাকার অভাব হবে না, ওরা সবাই টাকা বানাতে জানে।