নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

"মন খুলে হাসো "

৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮


"মন খুলে হাসো"
নূর মোহাম্মদ নূরু

চির দিন কভু কারো যায়না সমান,
সুখ দুঃখ নিয়েই চলেছে জীবন।
রোগ শোক জরা ব্যাধি আরো কত কিছু,
দুঃখের কারন তারা চলে পিছু পিছু।

কেউ কেউ দুঃখ পেলে হয় যে হতাশ,
তাদেরই লাগেনা কভু সুখের বাতাস
হাসি মুখে যারা এর মোকাবেলা করে,
তারাই সুখী হয় দুঃখ দূরে সরে।

ধন জন টাকা কড়ি কড়ি সুখ নাহি দেয়,
মনেতে কুটিলতা যার হিংসা ভরা রয়।
অহমিকা অনাচার পারেনা ছাড়িতে,
সুখ কভু নাহি থাকে তাহার বাড়িতে।

হাসি নাই মুখে যার মলিন বদন,
দুঃখ তারে সরা দিন করে যে দংশন।
হাসি নাই মুখে তার নীরবে কাঁদে,
জীবনটা বাঁধা পড়ে দুঃখের ফাঁদে।

মন খুলে না হাসিলে যাবেনা আঁধার
দুঃখের সাগরে তবে কাটিবে সাতার।
দূঃখে থাকো কষ্ট যত হাসি মুখে থাকো,
যে আছে পাশে তব তাকেও সুখি রাখো।

সুখি মানুষের মুখ কভু হয়না মলিন,
দুঃখেও হাসিতে তার কাটে সারা দিন।
ছোট্ট এ জীবনকে যদি ভালোবাসো,
দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে প্রাণ খুলে হাসো।৷

প্রকাশকালঃ ঢাকা-৩০ মার্চ,২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:


কেহ কেহ তো একই ব্যাপারে ৩ বার হাসে!

৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোষের কিছু না!
১ম বার না বুঝে হাসে!
২য় বার সবাই হাসে তাই হাসে!
৩য় বার বোকার হাসি হাসে!

২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাশায়াল্লাহ খুব সুন্দর কবিতা।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইতিবাঁচক মানুষেরা সব কিছুই
সুন্দর ভাবে, সুন্দর দেখে।
আপনি সুন্দর তাই সব সুন্দর
ভাবে নিচ্ছেন বলেই সুন্দর।
ভালো থাকবেন ভ্রাতা।

৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: সবার হাসি সুন্দর হয় না। কারো কারো হাসি শয়তানের মতোন।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মানুষের হাসির কথা বলেছি
শয়তানের হাসির কথা না। যাদের
হাসি শয়তানের মতো তারা শয়তান,
মানুষ না।

৪| ৩১ শে মার্চ, ২০২২ ভোর ৪:২১

সোবুজ বলেছেন: হাসি না আসলে কি জোর করে হাসা যায়।অবশ্য পার্কে দেখি দলবেধে হাসা হাসি করে।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই হাসবেন,
জোর করে হলেও
হাসবেন। মানুষ
লোক দেখাবার জন্য
যদি চোখে গ্লিসারিণ
দিয়া কাঁদ্যে পারে তেমনি
কাতুকুতু দিয়া হলেও হাসবেন।

৫| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কবিতার ছন্দ সুন্দর হয়েছে।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাথে থাকার জন্য
আপনাকে অসংখ্য
ধন্যবাদ

৬| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: একটা ধাঁধাঁর মত লাগতেছে কবি দা ভাল থাকবেন------

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন ধাঁধাঁটা
বলেনতো দাদা!
পরতে চাইনা আমি
ধাঁধাঁর জালে বাঁধা!

৭| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

মিরোরডডল বলেছেন:




দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে প্রাণ খুলে হাসো।৷

প্রান খুলে হাসতে চাচ্ছি কিন্তু ......... :(


৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চিন্তা আবার কি!
পান্তাভাতে ঘি,
মনের সুখে হাসতে থাকুন
হি হি হি হি হি....

৮| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:১২

গরল বলেছেন: চিরন্তন সত্য কথা, আমারও মন খারাপ হলে কোন কমেডি দেখে হাসার চেষ্টা করি। তাতে মুহুর্তের মধ্যে মন ভালো হয়ে যায়।

০১ লা এপ্রিল, ২০২২ রাত ২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন খুলে হাসুন
সাস্থ্য ঠিক রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.