নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যড়যন্ত্র৷!!!

২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২০


ষড়যন্ত্র !!
নূর মোহাম্মদ নূরু

ষড়যন্ত্রের নোংরা তন্ত্রে গণতন্ত্র কাঁদে,
দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের ফাঁদে।
এমন কোন ক্ষেত্র নাই ষড়যন্ত্র ছাড়া,
উন্নয়নের চাকাটাকে আটকে দিছে তারা

শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য বস্ত্রে ষড়যন্ত্রের পোঁকা,
সহজ ভাবে পাইতে গিয়ে খাচ্ছে মানুষ ধোঁকা।
অর্থনীতি, সমাজনীতি, নীতির বালাই নাই,
খুজঁতে গিয়ে পাচ্ছে মানুষ বস্তা বোঝাই ছাই।

ষড়যন্ত্রের কুটিল মন্ত্রে যে হয়েছে বশ,
তার হাতে দেশ ও জাতির ঘটে সর্বনাশ।
উন্নয়নের সকল কাজে ষড়যন্ত্র চলে,
ইমারতে বাঁশের কঞ্চি দেয় রডের বদলে।

গরীব মানুষ থাকে যখন ডাল তেলের আশায়,
সিন্ডিকেটের ষড়যন্ত্র চোখের জলে ভাসায়।
দিনে দিনে বাড়ছে দেশে ষড়যন্ত্রের আকার,
দায় হয়েছে তাদের জন্য প্রাণটি নিয়ে থাকার।

দেশের নামে, সকল কামে চলে ষড়যন্ত্র,
মুখে মুখে ধুয়া তোলে নাই যে গণতন্ত্র।
বিনা তেলে চলে এটা এমনই এক যন্ত্র,
উন্নয়নের প্রধান বাঁধা সকল ষড়যন্ত্র।

রুখতে হবে ষড়যন্ত্র ছাড় যাবেনা দেয়া,
বিন্দু মাত্র থাকে যদি দেশের তরে মায়া।
নিজে ছাড়ি ষড়যন্ত্র, তাকে ধরি পরে,
কি লাভ হবে বেঁচে থেকে দেশটা গেলে মরে!

প্রকাশকালঃ ঢাকা, ২৭ মার্চ, ২০২২, ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:



উন্নয়ন মানে ক্রমাগতভাবে ভালোর দিকে যাওয়া: সরকারী কর্মচারী, ব্যবসায়ী ও সরকারী দলের লোকেরা ক্রমাগতভাবে ভালো করছে।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুষ্টিমেয় কিছু সরকারী কর্মচারী,
ব্যবসায়ী ও সরকারী দলের লোকেরা
ভালো থাকলেই কি দেশের উঃয়ন
বলা যাবে। সিংহ ভাগ মানুষের কথা
ভাবতে হবেনা?

২| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লেখেছেন কবি দা ভাল থাকবেন

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সরকার ভাই।
ভালো থাকবেন আপনিও।

৩| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮

নজসু বলেছেন:



পছন্দ।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও!

৪| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: যার কোনো কিছুতেই কোনো কিছু গায়ে লাগে না, তার কাছে ষড়যন্ত্র কিছুই না।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ষড়যন্ত্রকারীরা দেশ ও জাতির শত্রু।
এদের রুখতেই হবে।
কিন্তু রুখবে কে?

৫| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭

সোবুজ বলেছেন: কে ষড়যন্ত্র করছে।আওয়ামী লীগ,বিএনপি নাকি দেশের সবাই।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি করি নাই!

৬| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫০

জগতারন বলেছেন:
অসাধারন কবিতা, লাইক।
কবি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরও এই রকম সুন্দর সুন্দর কবিতা পড়িয়া আনন্দিত হইতে চাই।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জগতারন দাদা
ভালো লাগার জন্য ধন্যবাদ।
চেষ্টা অব্যহত রইবে
কথা দিলাম।
সুস্থ্যতা কামনার
জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করছি।

৭| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৯:১৫

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর ছড়া-কবিতা। আশাবাদী চেতনাকে ছন্দের দোলায় তুলে এনেছেন কবি নূর মোহা্‌ম্মদ নূরু।

যড়যন্ত্রের পাগলা মন্ত্রে হয়েছে যে বস
তার হাতে দেশ ও জাতির ঘটে সর্বনাশ
এবং
মুখে মুখে বড় বুলি দেশে নাই যে গণতন্ত্র

এ দুটি স্থানে ছন্দের ব্যাপারটি আবার দেখতে পারেন। শুভ কামনা কবি।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবীর ভাই আপনাকে ধন্যবাদ
সাজেশনের জন্য। যদি সম্ভব
হয় একটু সংশোধন প্রত্যাশা
করছি।

৮| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার ছড়ায় বিএনপির উল্লেখ নেই
তাই ছড়া অসম্পূর্ণ !

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তানীম ভাই ধন্যবাদ আপনাকে।
আমি কোন দলের নাম উল্লেখ
করি নাই। পাঠক তার সুবিধা
মতো নাম বসিয়ে নিলেই হবে।

৯| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: যড়যন্ত্রের পাগলা মন্ত্রে হয়েছে যে বশ
(তার কারণে বা তারই জন্য) (আসতে পারে বা ঘটতে পারে) দেশ ও জাতির ধ্বস।

অর্থাৎ, 'বশ' এর অন্ত্যমিল 'নাশ' মিলছিলো না; যা শ্রুতিকটূও লাগতো।
বশ আর ধ্বস নিশ্চয়ই উ্‌ত্তম অন্ত্যমিল!

দ্বিতীয় সম্পাদনাটি সুন্দর হয়েছে। শুভ কামনা।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুনরায় ফিরে আসার জন্য
আপনাকে আবারও ধন্যবাদ।
পরামশে'র জন্য কৃতজ্ঞতা,

১০| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:২১

নেওয়াজ আলি বলেছেন: উন্নয়নের জোয়ারে ভেসে যাবে টিসিবির গাড়ির পিছনে দৌড়ানো জনগণ

২৮ শে মার্চ, ২০২২ রাত ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সরকারের সব অজ'ন
পিষ্ট হয় যড়যন্ত্রের চাকার
নীচে।

১১| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাড়িতে যড়যস্ত্র, পাড়ায় যড়যস্ত্র, গ্রামে যড়যস্ত্র, হাটে যড়যস্ত্র, বাজারে যড়যস্ত্র, অফিসে যড়যস্ত্র, আদালতে যড়যস্ত্র, রাজনীতিতে যড়যস্ত্র কোথায় নেই এ্ই যড়যস্ত্র?

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আদিম এ যন্ত্র নাম ষড়যন্ত্র
ছিলো আছে থাকবে দিতে কুমন্ত্র!
করিলে আছড় কারে এই ষড়যন্ত্র,
বিকল করে দিবে মানবতার মন্ত্র।

১২| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ষড়যন্ত্রকারীরা দেশ ও জাতির শত্রু।
এদের রুখতেই হবে।
কিন্তু রুখবে কে?

যা ঘটার তা ঘটবেই। রুখে টুখে কাম নাই। শুধু দেখে যান।

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি শুধু দেখে যাই এখন,
কারন ঘেউ ঘেউ করা কুকুরকে
ঢিল মারতে গেলে লক্ষ্যে পৌঁছা
কঠিন হয়ে যাবে।

পড়ুন আমার আজকের কবিতা।
"ঘেউ ঘেউ করা কুকুরের কাজ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.