নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
সিন্ডিকেট !!
নূর মোহাম্মাদ নূরু
সিন্ডিকেটের মাইনকা চিপায় পড়ছে কিছু মানূষ!
তাদের ঠ্যালায় বাঁচা যে দায় চোখে দেখে ফানুস।
ঘরে বাইরে হাট বাজারে সবখানেতে এরা,
ধরলে তারা যায়না বোঝা জীয়ন্ত কে মরা।
চাল খেয়েছে ডাল ধরেছে এইবারেতে তেল
বারে বারে ন্যাড়া মাথায় মারছে তারা বেল।
মাছের বাজার আগুন এখন চিনি ছোলা কই,
মরার উপর খড়ার ঘা, কেমন করে সই।
ভোটাভুটি কাটাকুটি গলাবাজির মাঝে,
সিন্ডিকেটের হোতারা যে রণ সাজে সাজে।
গানবাজনা, লেখালেখি সবখানেতেই আছে।
পানের থেকে চুন খসিলে বাঁদর নাচন নাচে।
এদের পাল্লায় পড়ে গেলে বাঁচেনা তার মান,
ডাইনের কপাল বামে গেলে যেতে পারে জান।
যুক্তি ফুক্তির ধার ধারেনা তাল গাছ তাদের চাই,
তাদের কথা খাঁটি সোনা অন্যের গুলো ছাই!
কেউ যদি প্রতিবাদে একটু তোলে মাথা,
দল বেধে যে সব শেয়ালে বলবে একই কথা।
থাকতে হলে প্রাণটি নিয়ে খামোশ হয়ে থাকো।
জলে থেকে কুমিরের সাথে বিবাদ করো নাকো।
বেঘোরেতে প্রাণটি যাবে যদি লাগতে আসো,
মোদের দিকে না তাকিয়ে দূরে গিয়া বসো।
মোদের জাগায় কৃপা করে বসতে দিছি তোদের,
থাকবে তারা এই খানেতে খাজনা পাবো যাদের।
সিন্ডিকেটের মানে বুঝিস মাথায় ঘিলু আছে?
চুপি চুপি বলছি তোকে কানটা আনো কাছে।
নিয়ম নীতি,স্বজনপ্রীতি না দেখিও চোখে,
ভাবিস বুঝি লাভের হিসাব দিবো আমি তোকে!
যা বলার তা বলবো আমি করবো তা যা চাই।
মুখটি বুঁজে মেনে নিবি টু শব্দটি নাই।
সাত চড়েতে রা হবেনা, যদি পরে গালে,
ভাববি তখন এসব কিছু লেখা ছিলো ভালে।
এমনি শত ধমক খেয়ে আছে কত জন,
কেউতো আবার পাড়া ছাড়া নিয়ে গেছে যম।
মান গেছে জান যাবে বললে ন্যয্য কথা,
ওদের খড়্গের নীচে যে পাতা মোদের মাথ
ওরা জানি অ মানুষ আমরা কি তবে,
এমনি করে আর কত কাল মরে থাকতে হবে?
বাচঁতে হলে সিন্ডিকেটের টুটি চেপে ধরো।
বুকে সাহস না থাকিলে মরার আগে মরো।
বিঃদ্রঃ কেউ নিজেকে সিন্ডিকেটের সদস্য ভেবে
পুলকিত হয়ে চোখ রাঙাবেন না।
প্রকাশকালঃ ঢাকা, ২৪ মার্চ ২০২২ ইং
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওরাই মানুষ ভাই আমরা গিনিপিগ
গদ গদ কন্ঠে বলি হুজুর তুমি ঠিক।
তা না হলে কচু কাটা হতে হবে ভাই,
সঠিক বলার মানুষ আজ আর নাই।
২| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০০
রবিন.হুড বলেছেন: সিন্ডিকেট ভাঙ্গতে হবে, সোনার বাংলা গড়তে হবে।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু সিন্ডিকেট ভাঙ্গার মতো
সাহসী সেই রবিনহুড কি আছে।
সিন্ডিকেটের শিকল ভাঙ্গতে না পেরে
অসহায় কবি বলেন, এ শিকল ভাঙ্গবো
আমি কেমন করে?
৩| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না ক্যারে
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুকেতে বল নাই মুখে কুলুপ আটা,
নাদুস নুদুস কেষ্ট তবে কপালটি ফাটা।
মুখশের আড়ালে লুকিয়ে মুখ,
পাগলে পায় যে মনে বড় সুখ।
৪| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
সিন্ডিকেট ও বাংলাদেশ শব্দদ্বয় সমার্থক।
২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে দুঃখের সাথে জানাচ্ছি যে
এটা আমার কবিতার সারমর্ম নয়।
হেথা নয়, সেথা নয় অন্য কোন খানে।
শূন্য সারমর্ম নয় জীবনের মানে!!
৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: সিন্ডিকেট মিন্ডিকেট আমি বুঝি না। আমি সহজ সরল মানুষ।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিন্ডিকেটের চিপায় পইরা
জেনারেল হইয়া আছেন তাও
সিন্ডিকেট মিন্ডিকেট বোঝেন না!
আফসোস! আপনি সরল অংকের
মোতোই সরল!
৬| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৬
সোবুজ বলেছেন: সিন্ডিকেট ছিল থাকবে।প্রয়োজন হলো জনগনের সিন্ডিকেট গড়ে তোলা।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিড়ালের গলায় তাইলে ঘণ্টা
আপনিই বাঁধুন, আমরা পিছে
আছি।
৭| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১:৪০
জিকোব্লগ বলেছেন: ছড়াটি জটিল হয়েছে।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিকো ভাই আমি জটিল না!
জটিল ভাই আমাকে তার ব্লগে
কমেন্ট ব্যান করে রেখেছে যদি
আমি সব ফাঁস করে দেই সেই
জন্য।
৮| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মূল হোতাদের ধরো
হাতে পায়ে পেরেক মারো।
±+++
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার ভাই বড়ই জটিল কাজ!
সরকার ধরাশায়ী সিন্ডিকেটের
কাছে।
৯| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিদ্রোহী ছড়া!!!
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য'দা আমি বিদ্রোহী না!
পানিতে বাস করে কুমিরের
সাথে বিদ্রোহ কারার মতো
বোকমী করাকি ঠিক হবে?
১০| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আমি জেনারেল হয়েছি কারন ব্লগ টিম এক চক্ষু নীতির কারনে।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগটিম এক চোখা না।
তাদের অনেক চোখ!
মাথার পিছনেও তাদের
দুইটা চোখ থাকে।
তারা অন্ধকারেও
দেখতে পায়!
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: ওরা অমানুষ