নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চৈত্রের খরা লাগছে সামুর গায়!! (একটি রম্য)

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫


চৈত্রের খরা লাগছে সামুর গায়!! (একটি রম্য) !
নূর মোহাম্মাদ নূরু

চৈত্র মাসের খরা দেখি ব্লগের উপর পড়ছে,
লেখকেরা লেইখ্যা থুইয়া কোত্থায় গিয়া মরছে !
মন্তব্যের বালাই নাই, যে লেখছে তার খবর নাই,
এমনি ধারা চলতে চলতে ব্লগ ঝিমিয়ে পড়ছে!

চৈত্র মাসের খরার তাপে লেখা হচ্ছে ভাজি,
পঠকেরা ব্লগ থুইয়া যুদ্ধ যেতেও রাজি।
কেউবা বলে বিয়া করুম ধইরা আনো কাজী।
গরম কালে বিয়ার কথা বলে কোন পাজী!

মডু কয় শূন্য গোয়াল অনেক ভাল দুষ্ট গরুর চেয়ে,
হলি কাউ এবার তবে খুইজ্যা আনুন গিয়ে।
লোম বাছতে কম্বল কইলাম সাবাড় হবার পথে,
সবাই কি চলতে পারে একজনের মতে।

হরেক মানুষ নানান মত এটাই খাটি কথা,
তবে কেনো বাগড়া দেওয়া চলিছে অযথা।
চলুক সবাই স্বাধীন মত বলুক যা চায় মনে,
হজ্ঞলে কি শালীন ভাবে৷কইতে কথা জানে।

ফিরাই আনো সব ব্লগার যারা খাইছে ব্যান,
খরা তাইলে কেটে যাবে বাচবে সামুর জান।
নিজের খেয়ে বনের গাধা খেদায়ইতাছে যারা,
হুদাই কেনো সেই বেচারা খাইতে আছে ধরা।

সুখ বসন্ত সুখের কালে যারা কুহু গায়,
তাদের কেনো সকল সময় মডু ভালা পায়?
আসলে খরা উড়ে যাবে রঙিন প্রজাপতি
থাকবেনা কেউ ধরতে তখন সামুর মাথায় ছাতি।

সময় থাকতে সহজ ভাবি কাজের পরে নয়,
সবাই মিলে থাকলে পরে সবার ভালো হয়।
কে ভালো, কে মন্দ বুঝবো তাদের কথায়,
মন্দ হলে নিজেই যাবে ভালো থাকবে মাথায়।

প্রকাশকালঃ ঢাকা, ২০ মার্চ ২০২২ ইং

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, ব্লগে আসলে চৈত্র মাসে খরা নয় ব্লগার রা ব্লগে কম সময় দিয়ে পয়সার খরা কাটিয়ে উঠার চেষ্টা করছে পয়সা সেভের।

আসলে মানুষের বর্তমানে মানুষের সব কিছুতেই খরা চলছে। কবে যে সেই খরা কাটবে কেউ জানেনা।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝি কহিলো সাতার জানো বাবু
বাবু কহিলেন না! মাঝি বলে
তা হলেতো জীবন তোমার
ষোল আনাই মিছা!

পয়সার খরায় আধেক জীবন মিছা
তবে মানবতা না থাকিলে জীবন হবে
"ষোল আনা মিছা"

২| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগের এই খরা বড়ই দুঃখ জনক।ব্লগকে জনপ্রিয় করতে সামু কতৃপক্ষকেই কিছু কাজ করতে হবে।নতুন প্রজন্মকে ব্লগের সাথে সম্পৃক্ত করতে না পারলে সামুর খরা আরও বাড়তেই থাকবে।

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন দুষ্টের পালন আর
শিষ্টের দমন চলে।
মনে হয় একদিন
সব যাবে নষ্টদের দখলে!

৩| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: হা হা হা ...... ঠিক! ঠিক!! ঠিক!!!

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘড়ি চলে টিক টিক
টিকটিকি বলে ঠিক ঠিক।
বাউলা বাতাশ ছোটে দিকবিদিক!
ছিন্নপত্র পল্লব বলে যাবো কোন দিক?

৪| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া সব সময়ই ভালো হয়।
এবং আপনার বক্তব্যের সাথেও আমি একমত।

২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরুভূমির জলদস্যু দাদা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
রম্যটিকে অনুমোদন দেবার জন্য।

৫| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,



নূর মোহাম্মদ নূরু .....
আপনার এই লেখা দেখে কুচকে উঠলো ভ্রু।
সত্য কথা এভাবে কেউ কয় ?
সেজন্যই তো ব্লগে এখন চৈতের হাওয়া বয়!
মিলেমিশে থাকতে যেন সবাই ভালো হই,
এমন কথা বুঝবেনা যে তেমন পাগল কই ? :D

২০ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভ্রু কোচকান, চোখ রাঙান
কি আসে যায় তাতে!
গরীব বলে আমরা কি
মইরা গেছি ভাতে?

সত্য কথা কইতে গিয়া
হইছি জেনারেল,
কঠিন কথা বলছি বলে
জোটেনা যে বেল।

তার পরেও সত্যে থাকার
করেছি কঠিন পণ।
মিলেমিশে সবাই রবো
সুখে গাবো গান।

জীএস ভাই আপনার কাব্য ভালো পাই

৬| ২০ শে মার্চ, ২০২২ রাত ৯:২২

সোবুজ বলেছেন: খরা একদিন কেটে যাবে।নতুনরা আসছে দলে দলে।”ঐ নতুনের কেতন উড়ে,”

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুনদের আসাটা
অত সহজ নয় যদিনা
তাদের সাথে মতের
মিল হয়।

৭| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

জিকোব্লগ বলেছেন: সামুতে ব্যক্তিআক্রমণকারীকে দেখতে না পেয়ে আপনাকে বেশ শোকার্ত মনে মনে হচ্ছে।

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার বড় প্রতিপক্ষ
তিনি, কিন্তু তাকে বোদ্ধা
মানি।

৮| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

শায়মা বলেছেন: আহারে ভাইয়া তোমার দুস্কে তো মনে হচ্ছে চৈত্র মাসেও বর্ষা নামবে। :(


২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০০

লেখক বলেছেন:
এখানে এখন দুষ্টের পালন আর
সৃষ্টের দমন চলে। মনে হয় একদিন
সব যাবে নষ্টদের দখলে!


তুমি তো ভালোই জ্যোতিষী। কিন্তু সৃষ্ট নাকি শিষ্ট কি লিখতে চেয়েছিলে?

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ হেথা দুষ্মন নয়
যদি ভাবি সাদা মনে,
সবার কথাই মনে হবে
প্রতি ক্ষনে ক্ষনে।

কেউতো আর দেয়নি কোপ
পিছনে আমার,
তবু তাকে শত্রু ভাবা
এ কেমন বিচার!

৯| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০

শায়মা বলেছেন: আচ্ছা ভাইয়া দুষ্টের পালন না হয় বুঝলাম যারা জেনেরাল না তারা দুষ্ট।


কিন্তু শিষ্ট কারা যাদেরকে দমন করা হচ্ছে?

তুমি আর কে কে কয়েকটা নাম বলো তো?

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদাসিধা শরল মানুষ গুলো
কোথায়ও টিকতে পারেনা
ধান্ধাবাজ মানুষের কারনে।

১০| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:২৭

শায়মা বলেছেন: আহারে তুমি কি অনেক সাদাসিধা নাকি? :(

জানতাম না অবশ্য।

আজ জানলাম। :(



২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা থাকা ভালো
আধার পরে আলো।
চন্ডালিনী কালী থেকে
দুর্গা অনেক ভালো।

১১| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৫১

গরল বলেছেন: গোয়াল আসলেই শুন্য হতে চলেছে, আমিও সব ধরণের ব্যান তুলে দেওয়ার পক্ষে।

২১ শে মার্চ, ২০২২ রাত ১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোয়াল শূণ্য হলে
রাখালের কাজ কমে।

১২| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: সামু ব্লগের প্রান দুইজন।
একজন আমি এবং একজন চাঁদগাজী। দুজনকেই সামু চিপায় রাখছে। ইহা দুঃখজনক।

২১ শে মার্চ, ২০২২ রাত ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনারা দুইজন সামুর প্রাণ,
এই কথা জোর দিয়া কি ভাবে কন?
সামুতে আছে যে অনেক মহারথি,
লাফাইয়া গাছে উঠবেন নাম বলি যদি।

জটিল কুটিল মানুষেতে সামু গেছে ভরে
তাদের দোয়ায় অনেকেই রইছে চিপায় পড়ে।
বাড়াবাড়ি তার পরেও আবার যদি করেন।
কাটা ঘুড়ি গোত্তা খাইয়া মুখ থুবড়াইয়া মরেন।

১৩| ২১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি নিয়মিত কবিতা লিখলে খরা কিছুটা কেটে যাবে?

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক আছে মেলা
পাঠক অন্ধ কালা,
মন্তবা করা মনে করে
বহুত ঝামেলা!!

১৪| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট আছে পাঠক নাই
মন্তব্য করার আর জবাবের খড়া।
যে কজন সব পোস্টে মন্তব্য করে
তাদের নাকি মন্তব্যে রেস্ট্রিকশন।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আর কারো কথা জানিন্স
তবে জটিল বাবু আমাকে
জটিলভাবে মুখ বন্ধ করে
তার ইচ্ছামত সব বলে
যাচ্ছে।

১৫| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আপনে আমার পোস্টে যান না তাই আরও খরা লাগছে

খরা কেটে যাবে ইনশাআল্লাহ

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল কুটিল মানুষের
মুখে ছাই দিয়ে সামুর
খরা কেটে যাক।

১৬| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: দূর্গা কালী একই জনে দুই রূপেতে আসে
শিষ্ট দুষ্ট দুইজনেরেই বড়ই ভালোবাসে। :)
প্রফুল্লজন দূর্গা মাতা রাগলে মহাকালী
এক নিমিষে খড়গ হাতে দিতে পারে বলি। X(
দূর্গা মাতা কে হবে আর কে হবে যে কালী
এসব ভাবার আগে ভাবো নিজের কর্মখানি। ;)
কর্মফলে দেখবে তারে যা আছে যার ভালে
গাছের আগার উঠবে নাকি পড়বে তুমি খালে। :P

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ বাহ সুন্দর কাব্যিক মনের বহিঃপ্রকাশপ্রকাশ!
চিমটি না কাটলে কি পেতাম এমন মিষ্টি রস!!
জিয়ো তুমি হাজারো সাল
হবে সবাই তোমার বশ!!

১৭| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:২১

শায়মা বলেছেন: লেখক বলেছেন:
কেউ হেথা দুষ্মন নয়
যদি ভাবি সাদা মনে,
সবার কথাই মনে হবে
প্রতি ক্ষনে ক্ষনে।

কেউতো আর দেয়নি কোপ
পিছনে আমার,
তবু তাকে শত্রু ভাবা
এ কেমন বিচার!


ওরে আমার সাদা ভাইয়া ওরে আমার কাঁচা
প্রবাদখানি পড়ছে মনে চাচা আপন প্রাণ বাঁচা।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজের প্রাণ বাঁচবে বটে
ভাবো আর সবার হবে কি
পরের পাতে ছাই দিও না
আর নিজের পাতে ঘি!

১৮| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে আরে নুরু ভাই
করেন কি করেন কি
আগুনে ঢালেন ঘি?

রম্য সুন্দর হইয়াছে+++

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুনে পুড়ে যদি খাটি হয় সোনা
সে আগুনে পোড়াতে নাইকো তো মানা।

১৯| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭

জুল ভার্ন বলেছেন: এখন সবাই লেখক, পাঠক নাই!

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কারনেই দুঃখ রাখার
যায়গা নাই।

২০| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না সামুতে কখন জোয়ার আসে, কখন ভাটা আসে।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুখোশ পড়া মানুষ চিনুন আগে
তবেই বুঝ্তে পাবেন কখন
জোয়ার ভাটা লাগে।

২১| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১

রবিন.হুড বলেছেন: ঠিক বলেছেন ভাই
কিছুই কি করার নাই?

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করার আছে অনেক কিছু
মানুষ চিনুন আগে,
খারাপ মানুষ সেই যে
অল্প কথায় রাগে।

২২| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: পরের পাতে ঘি দেবো আর নিজের পাতে ছাই?
এমন আহাম্মকী কথা আর তো শুনি নাই!
তবে তোমার মতন কানা অনেক মানুষ আছে
কোনটা ঘি আর কোনটা যে ছাই বসে তারা বাছে।
ঘি কে ভাবে ছাই আর আবার ছাইকে ভাবে ঘি।
কানা মানুষ কানা চোখে বুঝবে আবার কি? :(

২১ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চক চক করলে হনা সোনা
বাটার কি হয় ঘি,
কারে আপু কি যে বোঝাও
বউকে মেরে ঝি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.