নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ভাগ্য রজনী শব-ই-বরাতের প্রত্যশা
নূর মোহাম্মাদ নূরু
শব- ই-বরাতের পূণ্য রাতে
নামাজ পড়ে রোজা রাখি দিনে,
আশা থাকে মনের মাঝে শেষ বিচারে
আমায় আল্লাহ যেন চিনে।
তাহার কাছে মাফ চেয়েছি আরো কত কিছু
তার পরেও দুঃখ ক্লেশ ছাড়ে নাই যে পিছু।
অভাব আছে, চাকরি গেছে করোনাতে পরে
তার পরেও হাজার শোকর যাইনি বলে মরে।
জনি আমি আল্লাহতালা ভালো বাসেন যাকে
অভাব, কষ্ট বিপদ আপদ তাদের লেগে থাকে,
অবিশাসী অহংকারী তাদের রাখেন সুখে,
বিশ্বাসীদের দুঃখে তাদের বাকা হাসি মুখে।
শোন ওহে অবিশ্বাসী তোমায় বলে যাই
পরকালে তোমার জন্য কোন কিছুই নাই।
দুনিয়াতে নিয়েছো যে আরাম আয়েশ সব,
তার পরেও ভুলে গেছো কে যে তোমার রব।
বিশ্বাসীরা স্মরণ রাখেন আল্লাহ তাদের রব
পরকালে তাইতো তিনি তাদেরকে দেন সব।
রোগ, ব্যাধি দুঃখ ক্লেশ কিছু নাই যে সেথা,
হাদিস কোরান পড়ে যানি এমন সুখের কথা।
সময় কিন্তু হয়নিগো শেষ তার দয়া গায়ে মাখো,
পাপের ক্ষমা চাইতে এবার নামাজ রোজা রাখো।
দয়াময় রহমান যে সে সবাইকে ক্ষমা করে,
সকল সময় স্মরণ রাখো একদিন যাবে মরে।
মরার আগে তাহার কাছে পাপের ক্ষমা চাই
তিনি ছাড়া ক্ষমার মালিক অন্য কেহ নাই।
দয়াময় ক্ষমা করো অধম এ বান্দারে,
কবরেতে আলো দিও না রেখে আন্ধারে।
প্রকাশকালঃ ঢাকা, ১৫ই শাবান, ১৮ মার্চ ২০২২ ইং
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ ও তার রসুল (আঃ)
ভালো জানেন।
২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫০
সোবুজ বলেছেন: নবী তো নেই,আল্লাহ আর কথা বলবে কি ভাবে।আল্লাহর কথা বলা ইহ জীবনের জন্য বন্ধ।শেষ বিচারের আগে আর কথা শুনা যাবে না।
২০ শে মার্চ, ২০২২ রাত ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বাসে মিলায় বস্তু
ক্যাচালে বহু দূর।
৩| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: শবে বরাতে আমি আল্লাহর কাছে কিছু চাইনি। কারন তিনি জানেন আমি কি চাই।
২০ শে মার্চ, ২০২২ রাত ২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুনিয়াতে কারো কাছে কিছু
এক বারের থেকে দুবার
চাইলে রাগ ককরর। আর
আল্লাহ চায় বান্দা তার
কাছে বারে বারে চাইতে
থাকুক। না চাইলে তিনি
রাগ করেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
সোবুজ বলেছেন: বিশ্বাসীরাই শুখে আছেন।অমুসলিমদের আপনি অবিশ্বাসী বলছেন।
শুখ দুঃখের কারন বিশ্বাস অবিশ্বাস না,মূল কারন শিক্ষা এবং জ্ঞান।