নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
৷
মুবারক হো শবে বরাত
নূর মোহাম্মাদ নূরু
-----------------+
মধ্য শাবানের আজিকার এ রাত
যেনে রেখো হে মুমিন তা শবে বরাত।
ভাগ্য রজনী বা মুক্তির পবিত্র এ রাতে
মাহরুম কেউ যেন থাকেন কোন মতে।
আল্লাহ করেন ক্ষমা সারা রাত ভরে,
সবাইকে ডেকে বলে কি কি চাই ওরে!
ধন, মান, পাপের ক্ষমা চাইলেই দিবো
রাত ভোর হলে কিন্তু আমি চলে যাবো।
যা নিবার নিয়ে নাও আজি এ রাতে,
হেলায় হারাবে সব আফসোস প্রাতে।
হিংসা, বিদ্বেষ, অহংকার যদি মনে রয়
মুক্তির অন্তরায় তাহা, নেকী হবে ক্ষয়।
বেসুমার সম্পদ পেলো সোলায়মান নবী
আল্লাহর তাতে কম হলোনা আসো একটু ভাবি।
তার ভান্ডারের সোনা দানা কত তোমার চাই?
আজকে রাতে চাইলে তিনি দেবন তা বিলাই।
পুঃত পবিত্র মনে আজি এ রাতে
দিব আমি সবই তা যা চাও সাথে।
চাইলে বান্দা কভু ফিরাইনা আমি,
রহমান নাম আমার জগতের স্বামী।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহু আকবর৷ আল্লাহ মহান
সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
২| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩১
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।
১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই,
লেখাটি মনযোগ সহকারে পড়ার জন্য।
৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খান সাব।
আমাদের শুধু আবেগই আছে
আমল করার মানসিকতা নাই।
ভালো থাকুন দুই কন্য নিয়া।
অ-টঃ এখনো কি জেনারেল?
৪| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৭:৪৩
সোহানী বলেছেন: ভালো লাগলো প্রার্থনা।
২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
অনেকদিন পরে
আপনার মন্তব্য
চৈত্রের খড় তাপে
এক পশলা বৃষ্টি সম।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: আল্লাহু আকবর