নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নতুন স্বপ্ন দেখি!!

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৭


প্রামানিক ভাই চিন্তায় আছে তেলের দাম নিয়া,
ভাবী নাকি রান্না করে তেল পিয়াজ বাদ দিয়া।
খাইতে নাকি মজা পায়না তেল ছাড়া মাছ ভাত
বলতেও সরম লাগে চলে যাবে জাত।

তার পরেও বলছে ভাবী চাউল ছাড়া ভাত হবে,
অভাব তখন ডানা মেলে দূর দেশে পালাবে।
সেদিন আর দূরে নাই ভাবী ডেকে কয়,
গরীব মোরা হতে পারি ফকির মিসকিন তো নয়।

প্রামানিক ভাই খাইতো আগে হরেক রকম সাদ,
গরুর গোস্ত, সবজি ভাজি, মাছের তিন চার পদ।
তেল পেয়াজের দাম বাড়াতে ভাবী মারে হাক,
চুপসে গিয়া প্রামানিক কয় সব চুলায় যাক।

তেল মরিচ, পেয়াজ আলু, কচু মচু শাক
চাল আর গরুর গোস্ত মাচায় তুলে রাখ।
কিছুই আর লাগবেনাকো সকাল দুপুর রাতে,
তিন বেলা লাগবে শুধু তিনটা ট্যাবলেট পাতে।

ফিরবে সুদিন ট্যালেট খাবো ক্ষুধার ভাবনা নাই,
সারাদিন মনের সুখে ভাটিয়ালি গান গাই।
বউ পোলাপান নাতি পুতি থাকবে হাসি খুশি।
সপ্ন দেখি সোনার বাংলা মনে বাজ্র বাশি।

: ছড়াকার ভাই প্রামানিক ভাইকে :

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০২

শাহ আজিজ বলেছেন: এতো খাইয়েন না , পোড়ামানিকরেও কইয়েন একবার টেবিলে চিত হইয়া শুইছে , আর না ।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর খামুনা ভাই
তাই ট্যাবলেট খুঁজতে যাই।
ট্যাবলেট খাইয়া মনের সুখে
দুই বগল বাজাই!

২| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: গত বছর এই সময়ে তেলের কেজি ছিলো ১৪০ টাকা। তখন পাবলিক সরকার কে বলেছে বাজার নিয়ন্ত্রন করুণ।

এবছর তেলের কেজি ১৮৮ টাকা।
আগামী বছর তেলের কেজি নিশ্চয়ই ২৫০ টাকা হবে।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ ভাবে প্রতি বছর দাম বাড়তেই থাকবে।
তাই আগে থেকেই ভাবতে হবে সমস্যা কি
ভাবে সামাল দেয়া যায়। চীনারা কৃত্তিমভাবে
অনেক কিছু যেমন, ডিম, চাল, গোস্ত তৈরী করছে।
আমরা যদি তীন বেলা খাবার ট্যাবলেট অথবা
ক্যাপসুল দিয়ে সারতে পারি তা হলে সকল
সমস্যার সমাধান হতে পারে। কি বলেন?

৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৩০

সোবুজ বলেছেন: লেবু আর ইলিশ ভাজার মাঝখানে এটা কি তরকারী।টেবলেটের অপেক্ষায় থাকলাম।পেলে জানাবেন।খাওয়াটা একটা সমস্যা।টেবলেট হলে ভাল হয়।নভচারিরা কি খায়?মাসের পর মাস আকাশে থাকে।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইলশে মাছ আর লেবুর মাঝে
ডিমের একটা পদ,
যে খেয়েছে সে বুঝেছে
কেমন যে তার সাদ!
একটু খানি তরকারিতে
সাবার এক গামলা ভাত!

আমিও ট্যাবলেট বা ক্যাপ্সুল যাই
হোক না কেন, তার অপেক্ষায় আছি।
নভোচারীরাও হয়তো কোন ট্যাবলেট
দিয়া লাঞ্চ ডিনার সারে।

৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি এবং প্রামানিক ভাই সামুতে সুন্দর ছড়া লিখেন।

১৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই
অনেক ভাল লেখেন।
আমি চেষ্টা করি লিখতে।

৫| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৯

জ্যাকেল বলেছেন:

স্বপ্ন দেখতে তো আর ১৯০ টাকা লিটার দরে কিনুতে হইতেছে না। অতএব এটা করাই যায়।

১৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহি কথা কইছেন।
স্বপ্ন দেখতে বারণ করার
কোথাও কেউ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.