নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বাংলাদেশে কোন ফকির মিসকিন নাই! দারুন সুখবর!
"আমরা গরিব হইতে পারি, কিন্তু ফকির মিসকিন না"
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ভাইরাল!"
বাংলাদেশ টেলিভিশনে সম্প্রতি প্রচারিত একটি বিজ্ঞাপন ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নিচের লিংক ক্লিক করে দেখতে পারেন।
আমরা গরিব হতে পারি ফকির মিসকিন না
বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় হামিদ নামে এক ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে প্রাণপণে ছুটছেন। এবং তাকে হৈ হৈ করে তাড়া করছেন গ্রামের একদল নারী পুরুষ।
সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি দুই পক্ষের পথরোধ করে এই তাড়া করার কারণ জানতে চান।
এসময় এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন যে, গ্রামের আরেক ব্যক্তি জহির তার প্রয়াত বাবা মায়ের স্মরণে ফকির মিসকিন খাওয়াতে চান। এজন্য তিনি হামিদকে পাঠিয়েছেন তাদেরকে দাওয়াত করতে। এতে তারা অপমানিত হয়েছেন।.
আমরা কি ফকির মিসকিন নাকি?" পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ওই নারী।
পরে ভিড় থেকে আরেক ব্যক্তি জানান, তারা আগে ফকির মিসকিন থাকলেও এখন আর নেই। এখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মানুষ।
সরকার তাদের ঘর, বিদ্যুৎ সংযোগ, জায়গা জমি, পুকুর দেয়ার পাশাপাশি সন্তানদের লেখাপড়া সেইসঙ্গে উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান তারা।
সেখানে একটি সংলাপ ছিল যে, "আমরা গরিব হইতে পারি, কিন্তু ফকির মিসকিন না।"
সবশেষ তারা জানান, "বাংলাদেশ আর সেই দেশ নাই।"
তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপনটি প্রচার করে।
১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অথচ একদা বিটিভিই ছিলো
বিনোদনের এক নম্বর মাধ্যম।
২| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: বিটিভি অনেকটা জিড়রা টিভি।
১৫ ই মার্চ, ২০২২ রাত ২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিটিভিকে দোষ দিয়ে কি লাভ!
ওকে যেমনি নাচায় তেমনি নাচে
বিটিভির কি দোষ!
৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১:২৬
সাইবার সোহেল বলেছেন: হায়রে বিটিভি... একদা আমেরিকার জনগন যে সকল ড্রামা সিরিজ কিংবা সিনেমা দেখতো খুব সল্প সময়ের ব্যবধানে সেটাই তখনকার জনগণ বিটিভিতে দেখতে পেত...। আর এখন বিটিভিকে বেশীরভাগ মানুষই টিভি চ্যানেল হিসাবে মানতে নারাজ..।
১৫ ই মার্চ, ২০২২ রাত ২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!
শুক্রবার দিন গুনতাম
সিনামা দেখার জন্য।
৪| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০২
ঢাবিয়ান বলেছেন: বিশ্বের যেখানেই যান, বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে পান বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান্।
সুতরাং ফকির মিস্কিন এখন অন্য দেশে থাকে, বাংলাদেশে না।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তেল, পিয়াজ, চিনি কিনতে ভয় পাই
এক্সদি অনুমতি দেন তা হলে বিদেস যাই!!
এ দেশেতো ফকির মিসকিন নাই।
৫| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আর কত তামাশা দেখবো?
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যতো দেখাবে!!
৬| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪১
রানার ব্লগ বলেছেন: পৃথিবীর সকল রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশানের একই অবস্থা !!!!
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রংগে ভরা বংগদেশ
রঙ তামাশার নাই শেষ!
৭| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: চৌধুরী সাহেব, " আমরা গরীব হইতে পারি তয় ফকির না"।
আর তাইতো বলা চলে,
" নাই নাই নাই , হেই দিন আর নাই,
ফকির রা এহন যাদু ঘরে ,
আংগো (আমাদের সমাজে) মাঝে নাই"।
সব এহন কুটি পাতি ।
১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ, হাচাই কইছেন!
কুটি পুতিরা দেশটা
কুটি কুটি করে ভাইজা
খাইতেছে। আমরা শুধু
চাইয়া চাইয়া দেখতাছি।
৮| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরব দেশে গেলে আরবের এক কালের উটের রাখালেরা আমাদের মিসকিন কেন বলে?
১৬ ই মার্চ, ২০২২ রাত ১:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাড়ে চুয়াত্তর ভাই, মিসকিন হলো তারা যাদের সহায় সম্বল
কিছু নাই। দু বেলা পেটের ভাতও যোগার কর্তে পারেনা। তবে
তাদের অভাব থাকা সত্তেও কারো কাছে হাত পাতেনা। তারাই
মিসকিন।
আরবের উটের রাখালেরা হাত পাতে। তাই তারা ফকির
মিসকিনের তফাত বোঝে।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: বিটিভি এখন গ্রামেও কেউ দেখেনা। প্যারা নাই।