নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
সঙ্গই হলো মানুষের জীবনের সফলতা ও বিফলতার চাবিকাঠি। তাই জীবনে সফলতা চাইলে ভালো ও পরিচ্ছন্ন বন্ধু বেছে নিন। কিছু দুষ্ট লোকের কারণে আপনার জীবন হয়ে উঠতে পারে বিষময়। এই সকল খারাপ ও মন্দ মানুষ মুখোশের আড়ালে আপনার বন্ধু হবার ভান করে আপনাকে করতে পারে বিপথগামী। এখানে সেখানে সবখানে আপনি এদের দেখা পাবেন যদি আপনার দেলহার মত চোঁখ থাকে। বৃষ্টির পানি সু-পাত্রে রাখলে তা পানের উপযোগী হয়। নরদমায় পড়লে পানের অযোগ্য। সেই একি পানি সবুজ পাতায় পড়লে মুক্তার মতো ঝলক দেয় আর ঝিনুকে পড়লে তা মুক্তায় পরিণত হয়। তাইতো গুণীজনেরা বলেন সঙ্গদোষে লোহা ভাষে।
এ কথা মোটেই বাহুল্য নয় যে,খারাপ বা মন্দ লোকের কারনে অনেক সহজ সরল ভালো মানুষ সামু থেকে উচ্ছেদ হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো অব্যহত আছে।
সুতরাং সাধু সাবধান! এখানে টিকে থাকতে হলে ভালো ও সুন্দর মনের মানুষের সাথে সখ্যতা রাখুন আর মন্দদের এড়িয়ে চলুন। তা হলেই জীবনে আসবে সাফল্য।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ এপোলো সহমত
প্রকাশের জন্য।
২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২৮
সোনাগাজী বলেছেন:
শুরু থেকেই সামুতে অপব্লগার ছিলো, সময় সময়, তাদের অনুপাত ভালো ব্লগারদের চেয়ে বেশী হয়ে যায়, ইহাই সমস্যা। আমাদের জাতি যেই ধরণের শিক্ষিত মানুষ তৈরি করছে, ইহাতে বেশীর ভাগই সমস্যাযুক্ত।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই সমস্যা থেকে উত্তরণের
পথ কি জানা আছে আপনার?
এরা শুস্ক বীজ থেকে বিশাল
মহীরুহতে পরিণত হবে
সেটাই ভীত হবার কারন।
আগাছা যত্ন ছাড়াই দ্রুত বাড়ে।
৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:
শুরু থেকেই সামুতে অপব্লগার ছিলো, সময় সময়, তাদের অনুপাত ভালো ব্লগারদের চেয়ে বেশী হয়ে যায়, ইহাই সমস্যা। আমাদের জাতি যেই ধরণের শিক্ষিত মানুষ তৈরি করছে, ইহাতে বেশীর ভাগই সমস্যাযুক্ত।
সহমত।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই এটা চাঁদগাজী নয়,
সোনাগাজীর কথা
সহমত দিতেই হবে।
৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৮
সোবুজ বলেছেন: মানুষের সফলতা বিফলতার জন্য দায়ী সে নিজে। সামুতে টিকে থাকা সফলতার কোন মাপকাঠি না।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার ক্যাচাল বা অহেতুক পরের
ছিদ্র খোজার মানসিকতা থাকেনা
তাই ভদ্র মানুষ ক্যাচাল পরিহার
করতে নীরবে কেটে পরে ঘৃনা ভরে।
মমদ মানুষ তাতে বগল বাজায়।
৫| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কাইন্ডলি যদি বলতেন কারা মন্দ মানুষ তাহলে দুরে থাকা যেত ।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপদে ফেললেন! এদের হাত, পা
থাকলেও তা মন্দ কাজে রত থাকে,
মুখ থাকে মুখোশের আড়ালে ঢাকা,
চিনবেন কি করে। তবে কান পাতুন
এদের কথায় চলনে বলনে চিনলেও
চিনতে পারেন।
৬| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭
সোনাগাজী বলেছেন:
সোবুজ বলেছেন: মানুষের সফলতা বিফলতার জন্য দায়ী সে নিজে। সামুতে টিকে থাকা সফলতার কোন মাপকাঠি না।
আপনি সমাজ, রাষ্ট্র, ও পরিবেশের প্রভাবকে গণ্য করছেন না?
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোবুজ ভাই বড়ই অবুজ!
সহজ সরল মানুষ, গড়ল
বুঝতে পারেন না।
৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৩
গরল বলেছেন: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম আর অধমরাই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, মধ্যমদের কেউ পুছেও না। মধ্যমরা ব্লগে থাকলেও যা না থাকলেও তা, যেমন আমি।
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য। যেমন আমি!
থাকলেও যা, না থাকলেও তা!
কি আসে যায় আমার থাকা
না থাকাতে!
৮| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৭
সোনাগাজী বলেছেন:
@গড়ল,
আপনি কানাডা নিয়ে লিখলে, অনেক কিছু জানা যাবে!
১২ ই মার্চ, ২০২২ রাত ১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল ভাই আপনি সোনা ভাইর
অনুরোধটা একটু বিবেচনায়
নিয়ে কানাডা নিয়ে কিছু লিখেন।
আমরা কিছু শিখি!
৯| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: এতটা হতাশ হলে চলে।
মক্কা মদীনায়ও দুষ্টলোক আছে। সামুতেও কিছু দুষ্টলোক আছে। থাকাটাই স্বাভাবিক। আশার কথা হলো- দুষ্টলোকদের কর্মকান্ড দীর্ঘস্থায়ী হয় না। শেষমেষ তাঁরা লেজ গুটিয়া পালায়। আর দুঃখজনক কথা হলো- কিছু দুষ্টলোক বিদায় হলে, নতুন কিছু দুষ্টলোক এসে আবার জোটে।
১২ ই মার্চ, ২০২২ রাত ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান্সাব আমি কৈ মাছ না,
পুটি মাছ, একটুতেই অক্কা
পাই। মন্দ লোকের জালাতন
সহেনা পরানে!
১০| ১২ ই মার্চ, ২০২২ রাত ১:৫৮
জিকোব্লগ বলেছেন:
এই ব্লগে কোন কোন ভালো ও সুন্দর মনের মানুষের
সাথে সখ্যতা রাখতে হবে?
ব্লগে ভালো ও সুন্দর মনের মানুষের একটা লিস্ট দেন।
১২ ই মার্চ, ২০২২ রাত ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে অহেতুক পরের ছিদ্র খোজেনা,
ব্যক্তি আক্রোশে মন্দ কথা বলেনা,
নিজের সমালোচনা করতে পারে,
আপনার ভুল ধরিয়ে দিবে, কটু কথা
যিনি হাসি মুখে গ্রহণ করে,
তার সাথে সখ্যতা করে দেখতে
পাতেন। তাতে লাভ বই ক্ষতি
হবেনা।
১১| ১২ ই মার্চ, ২০২২ রাত ২:১৮
জিকোব্লগ বলেছেন:
আপনি যেসব গুণের কথা বললেন, আপনার বিশেষ
ব্লগ দোস্তদের মাঝে তো এই গুণগুলো চোখে পরে না।
১২ ই মার্চ, ২০২২ রাত ২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চোখ যে মনের কথা বলে
বিশেষ সে গুণ দেখতে হলে
চোখের মতো চোখ থাকা চাই।
১২| ১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: কথা সত্য। এবার কে কার সঙ্গলাভ করবে এবং কি পরিণতি হবে তার জন্য সে নিজেই দায়ী।
১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই নিজ দায়িত্বে বন্ধু আর শত্রুকে
চিনুন। ভেজাল হলে ক্ষতির ভাগ আপনাকেই
বহন করতে হবে।
১৩| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৫
জগতারন বলেছেন:
প্রবন্ধটি লাইক দিলাম।
১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লাইকের জন্য ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২৮
এপোলো বলেছেন: কথা সত্য। সাধু সাবধান!