নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
গাজী বা গাজি শব্দটির উৎপত্তি আরবি গজওয়া হতে। গাজী শব্দের অর্থ যুদ্ধে বিজয়ী বীর। গাজী বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণকারী মরে গেলে শহীদ বলা হয়। বিজয়ী হয়ে ফিরে এলে তাদের কে গাজী উপাধি দেওয়া হতো। এরা মুসলিম সমাজে সম্মানীয় ব্যক্তিত্ব। ইতিহাস ঘাটলে অনেক গাজীর সন্ধান মিলবে। যেমন গাজী কালু, আরতুগ্রুল যার মৃত্যুর ৮০০ বছর পরও তার ভয়ে পুরো পৃথিবী কাঁপে। সে যাই হোক গাজী সাহেবদের খ্যাতির কথা মাথায় রেখে ইদানিং সামুতে ব্যাপক গাজীর আমদানি লক্ষ্য করা যাচ্ছে। গাজী নামের মহত্তে এরা কেউ কেউ সোলেমানী ব্যান খেয়ে শহীদ না হয়ে পুনরায় গাজী হয়ে ফিরে আসছেন! এটা সত্যিই আনন্দের বিষয়! জয়তু শহীদ অথবা বিজয়ী গাজী! ভ্যালারে নন্দ থুক্কু ভ্যালারে গাজী সামুতে বেঁচে থাকো চিরকাল!৷
একটি জরুরী এলান!!
=========
জটল ভাই আমকে একখান জটল বান মেরেছেন,
তবে সেই বানের কারণে আমি শহীদ হইনাই আবার
গাজীও না! তবে তারে না পারি কিছু কইতে আবার
না পারি সইতে! বলেনতো কি যন্ত্রণা!
০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যিই ভালো!
আমিতো কোন খারাপ
দেখি না। তাইতো বলি
বেঁচে থাকো গাজীসাব!!
২| ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:২৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, আপনে মনে হয় জানেন না যে - "পরাজয়ে ডরেনা বীর "
আর তাইতো যে রাজা যত বেশী পরাজয় বরণ করে সে তত বেশী স্মরণীয় হয়ে থাকে কারন মানুষ তার পরাজয়কে দেখেনা, দেখে তার হার না মানা মানষিকতাকে।
আর তাইতো যুগে যুগে শহীদ থেকে গাজীদের মর্যাদাই বেশী বলে প্রতীয়মান হয়েছে কারন যে মরে গেছে সে গেছে । মানুষের মাঝে তার আর কোন ভূমিকা থাকেনা । আর যে বেঁচে আছে সে যা না করেছে তার থেকে অনেক বেশী বলে (নিজের ঢোল নিজেই বাইরাইয়া হাডাইয়া লায়) মানব মনে তার জন্য আলাদা রকম সহানুভূতি তৈরী করতে সক্ষম হয় । আর তাইতো সমাজে গাজীদের কদর বরাবরই বেশী।
জয়তু গাজী।
০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি পারি ধরতে বাজি
তারাই হলো আসল গাজী,
গাধা ছাগল করতে মানুষ
সামনে ধরে কুষ্ঠি পাঁজি।
৩| ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৮
সোনাগাজী বলেছেন:
জটিল ভাই নামে এই লোক কিসব নানীশ্বাশুড়ি, মানীশ্বাশুড়ি নিয়ে বস্তির যত আবর্জনা ছাড়ে সামুতে।
০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়, কথা সত্য!
তবে তার ভোতা বানের
কারণে তারে কিছু কইতে
পারছিনা। বড়ই যন্ত্রণায় আছি।
৪| ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
ব্লগে এসে এসব আবর্জনা পোষ্ট দেখা সত্যি কষ্টকর।
০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রম্য ভালো
পাগলামী নয়।
৫| ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
সোনাগাজী বলেছেন:
গত বছরের মে'মাস থেকে "চাঁদগাজী" নিককে হেয় করার জন্য সেই লোক ১৫০ টির বেশী পোষ্ট দিয়েছে। আপনি দুরে থাকুন সেসব আবর্জনা থেকে।
০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডেকোনা আমায় তুমি
কাছে ডেকোনা,
দূরে আছি সেই ভালো
নিয়ে বেদনা!!
৬| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
সামুই এখন একমাত্র জীবিত ব্লগ, ব্লগটিমের উচিত আবর্জনা পোষ্ট থেকে ব্লগকে রক্ষা করা।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিয়তি কেউ ঠেকিয়ে রাখতে পারেনা।
আমরা সবাই একটু একটু করে
নিয়তিকে বরণ করতে সাম্নের দিকে
হাটছি অবিরত।
৭| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট চমৎকার হইছে।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেন কি ভায়া!
৮| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:১৯
সোবুজ বলেছেন: মাঝে মাঝে ডুব দেন আবার জেগে ওঠে।আগে নিয়মিত ছিলেন। গ্রামে ওয়াইফাই কানেকশন নাই।
০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইনা হতে গোকুলে নকুল
কিংবা কারো চক্ষুশুল!
তাই করি অনিয়ম!
৯| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:২৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: গাজী নিয়ে আপনার ইতিহাসের পর আমি চিনি গাজী টিভি এবং
গাজী নিয়ে আপনার ইতিহাসের পর আমি চিনি গাজী টিভি এবং
০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে চিল্লাইয়া কন
গাজীই সেরা!
১০| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:১২
স্প্যানকড বলেছেন: গাজীর গ হয় যদি প তাইলে কিন্তু ঝামেলা ! বাবুজি ধীরে চলনা পেয়ার ম্যা বড়া ধোঁকা হে সামালনা ! হা হা হা.... মেলাদিন পর নুরু ভাই । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ কামনার জন্য
অনেক অনেক ধন্যবাদ।
১১| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:৩৬
কালো যাদুকর বলেছেন: আবার নিয়মিত লিখুন ৷
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বনের গাধারাযে
এখনো কান উচিয়ে
দাড়িয়ে আছে!
১২| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: জটিল লোকটা ব্লগের পরিবেশ নষ্ট করছে। ব্লগ টিম ব্যবস্থা নিচ্ছে না কেন?
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক জটিল মানুষ
আছে মুখোশের আড়ালে
যাদের চেনা যায়না।
১৩| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: ১৩০ বছর আগে টমাস আলভা এডিসন বলেছিলেন, “’ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়’।”
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিকারের চেয়ে
প্রতিরোধ শ্রেয়।
তবে পাতিরোধ
করতে না পারলে
ঘৃনা করো।
১৪| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:১৮
সাসুম বলেছেন: দাদু, বুড়ো বয়সে যখন ভীমরতিতে পায় তখন এরকম আবর্জনা দিয়ে ব্লগের প্রথম পাতা দখল করে রাখতে হয়!
পিটাচাপড়াচাপড়ি টিমের পক্ষ থেকে অভিনন্দন।
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুকে গাধা শূন্য করার
ব্রত নিয়েছি ভ্রাতা!
১৫| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: পোষ্ট লিখেছেন নুরু, আমরা পড়েছি জটিল! ঘটনা কি?
০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘটনা জটিল থেকে
জটিলতর!
১৬| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ২:৩৩
সাসুম বলেছেন: লেখক বলেছেন:
সামুকে গাধা শূন্য করার
ব্রত নিয়েছি ভ্রাতা![/sb
দাদু তাহলে তো সবার আগে আপ্নার চিরতরে সামু থেকে বিদায় নেবার কথা, কারন যে জিনিষ বিতাড়ন করার ব্রত নিয়েছেন সেটার তালিকায় তো আপ্নে সবার আগে!
০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বনের গাধা দাঁড়িয়ে মাঝে
উচিয়ে দুটি কান,
বলে আমার দুদিক থেকে
কান ধরে দে টান!
আপনার প্রফাইল পিকের শ্লোগান
*তুই একটি গাধা" তাই না?
১৭| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
সাসুম বলেছেন: আপনার প্রফাইল পিকের শ্লোগান
*তুই একটি গাধা" তাই না? জি।
এখন এটা দিয়ে- কি বুঝাতে চাইছি সেটা যদি আপনার ঘটে না থাকে সেটার দায়ভার কি আমার????
০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য৷ "তুই একটা গাধা"।
আমি গাধা পিটাইয়া মানুষ করি।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো তো, ভালো না?