নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আবারও গাধা, ছাগল!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৭

আবার ও গাধা, ছাগল
নূর মোহাম্মদ নূরু
------------------

ছাগল, বলদ, গাধা
এক রশিতে বাঁধা!
যত পারিস এখন তোরা
তিনে মিলে ল্যাদা।

তোদের থেকে সবাই পালায়
রাখতে নিজের মান,
ভাবিস তোরা জয় হয়েছে
বে সুরে গাস গান!

গাধার সুখ মনে মনে
হাম বাড়া ভাব দেখাস,
মনে মনে বিরানি খাস
ছেড়ে সবুজ ঘাস!

হজম কি আর হবে ছাগল
বিরানি আর পোলাও,
জান বাঁচাতে এখন কেনো
ডাক্তার, বৈদ্য বোলাও?

সময় আছে ভালো হ
নিজের কথা ভাবো,
তা না হলে ধরে নিয়ে
গোয়ালে ঢোকাবো।

এক মাঘেতে যায়না শীত
চান্দু মিয়া বলে!
সোনা মিয়া গাট বেঁধেছে
শুনছি তাহার দলে!





মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ঘটনা কি নুরু ভাই,

গাধা কি এখন ছাগলে ভর করেছে ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু ছাগল না সাথে
বলদও আছে!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোবুজ বলেছেন: দাড়িটা সুন্দর হয়েছে মাথাটা খালি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগলের দাঁড়ি
টানতে কাড়াকাড়ি।
বুদ্ধিটা কম
তাইতো টানে যম!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: গাধা ছাগল নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নাই।

আজ ভালোবাসার দিনে শুধু ভালোবাসাবাসি হোক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেনো ভাই! হাধা কি
মানুষ হবার সম্ভাবনা
আছে? গাধাকেও
ভালোবাসুন! তারাও মানুষ!

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



মোগলদের বিরানী শহর পেরিয়ে গ্রামেও পৌঁছে গেছে, ছাগলের সংখ্যা কমে আসবে; ছাগল পালন লাভজনক হবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ছাগল পালন লাভজনক তবে
গাধা পিটালেও মানুষ হবে না!

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গাধা কি বুঝে গেছে কোরমা-পোলাও খাওয়ার চেয়ে সবুজ ঘাস বেশি উপকারী?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেইটা বুঝলে কি আর
গাধা থাকে!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছড়া সুন্দর হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
আপনার সনেট এর খবর কি?
কততম সনেট লিখছেন এখন?

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ ওদের পৈতৃক ভিটেমাটি। তাদের জ্বালাতন করা মানুষের কাজ নয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাদের জ্বালাব কি?
তারাইতো জ্বালাতন করছে
অবিরত, ভিটামাটিও ছাড়া
কএছে কাউকে কাউকে।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইসব বাদ দেয়া যায় না

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাদ দিয়েইতো অনেকদিন
দূরে ছিলাম, এই সুজুগে তারা
কাউকে কাউকে ভিটা মাটি
ছাড়া করছে! কাহাতক সহ্য হয়
বলেন?

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: প্রশ্নফাঁস জেনারেশনের কিছু নির্বোধ ব্লগে এসে পড়েছে। তাই আজ এই অবস্থা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ল্যাদাইতে দেন!
একদিন সব শেষ
হবে এইসব বদ মানুষ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আ হা হা কি সুন্দর ছাগল। দেখে চোখ জুড়িয়ে যায়!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই সব ছাগলই
দেশের ভবিষ্যত"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.