নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমাদের বহুল আলোচিত, সমালোচিত, চাঁদ গাজী নাকি সোলেমানী
ব্যান খেয়ে পগারপাড়! ঘর বাড়ি ভিটা মাটি ছাড়া। তার বিরহে
কেউ ভাত পানি ছেড়ে দিয়েছেন! কেউ আবার খুশিতে বাকবাকুম
করে বগল বাজাচ্ছেন! হায়রে মানুষ! কতই রঙ জানো তুমি!
তুমি নিজের সমালোচনা সহ্য করতে পারোনা কিন্তু পরের
সমালোচনা করতে পঞ্চমুখ! তবে যারা তার সমালোচনা করতে
সুখ পাও তাদের জন্য দুঃসংবাদ! তাদের থোতা মুখ ভোতা করতে
সোনার উপর সোহাগার প্রলেপ দিয়ে এসেছেন নতুন গাজী,
তিনি সোনাগাজী! জয়তু সোনাগাজী! সামুর মুসকান হোন সোনাগাজী!
শত্রুর মুখে ছাই দিয়ে টিকে থাকুন বট গাছ হয়ে বহুদিন।
,
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আয়না আর অনুভূতিতে একই
প্রতিবিম্ব অনুভভ করি চেহারায়
তাই আয়না খুঁজিনা আর! শুভেচ্ছা
জানবেন।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
গাজীমুক্ত কখনো হতে পারবে গাজীসাহেব?
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাগী নয়,
পাজী মুক্ত
হওয়া আবশ্যক
সামুর।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬
সাসুম বলেছেন: গ্রামের কিছু বুড়া আছে। তারা শেষ বয়সে ভীমরতিতে পায়। এর ওর পিছে আংগুল আর একে ওকে খুচিয়ে দিন কাটে।
কাসেইম্যার পোলা কোন মাইয়ার লগে টাংকি মারে থেকে জমিলের বউর পরকীয়া - এইসব বুইড়ারা সারাদিন খুব বিজি থাকে। আবার জমিলার বাপ্রে ফুস্লাইয়া তার ভাইর বিরুদ্ধে জমি দখলের মামলা করানো থেকে শুরু করে, পাশের বাড়ির রতন জলদাসের জমি দখলের পায়তারা- এইসব বুইড়াদের হাত থেকে রেহাই পায়না কিছুই।
এর পিছে ওরে আর ওর পিছে এরে ভরার জন্য এইসব বুইড়ারা একদম সিদ্ধহস্ত।
নুরু মোহাম্মাদ দাদু ৭০ উর্ধ বয়সে আমাদের ব্লগ গ্রামে সেই ভীমরতিতে ধরা বুইড়া দের স্মৃতি ফিরিয়ে এনেছেন।
দাদা চালাইয়া যান। চেল চেলায়া বেহেশতে চলে যাবেন
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকলই গড়ল ভেল!!
এসো সুন্দ্রের পথে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবনটা এমই যে এই বুইড়া হবার ধকল
সামলাতে হয় সবাইকে। যেমন সকল
প্রাণীকে মরণের সাদ পেতে হয়।
কেউ চায়না অল্প বয়সে দুনিয়া ছেড়ে যেতে। সবাই
বুইড়া হয়ে মরার সপ্ন দেখে, তা মুখে বলুক বা না
বলুক।
কেউ বুইড়া না হয়ে মরুক সে আশা
বা দোয়া করিনা। বুইড়াদের পছন্দ না করলেও
কেউ যেন অকালে পটল না তোলে। হোক তা গরু
ছাগল বা গাধা। এমন কি
আপনিও না, শত্রুওনা, কেউ না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এট আত্ম উপলব্ধি,
সকলে আসুন সত্য,
ন্যায়ের পথে।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৩
কেমিক্যাল বাবু বলেছেন: এটা একটা মুক্তআলোচনার প্লাটফর্ম। অথচ এখানে কত কিছু দেখতে পাই! ২০১৭ এ খ্রিস্টানদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাসের জন্য ভর্তি হয়েছিলাম। সেখানে সবার প্রশ্ন করার অধিকার ছিল এবং কেউ কোন সমস্যায় পরলে সবাই মিলে সমস্যা সমাধান করতো। কখনো কেউ কারো পিছে লাগতে সাহস পাইতো না অপরদিকে কেউ অন্যায় করলে সেটা প্রশাসনিক ভবন থেকে কন্ট্রোল করতো। চাঁদগাজী স্যারকে এবং তার পোস্ট গুলোকে অনেক দিন থেকে মিস করছি !
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন সহনশীলতার খুবি অভাব।
সবাই নিজেকে সুপিরিওর ভাবে।
তারা ভুলে যায় নিজে যাকে বড় বলে
বড় সেই ন্য, লোকে যারে বড় বলে
বড় সেই হয়। গাজীসাব ছিলেন,
আছেন, থাকবেন। হয়তে হেথা নয়,
অন্য কো খানে, অন্য কোন নামে!
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৪
গরল বলেছেন: সামুতে আর কোন ব্লগারকে নিয়ে এত তর্ক বিতর্ক হয় নাই, কবিতfটি সুন্দর হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তর্ক বিতর্ক তাকে নিয়েই হয়
যার গভীরতা ওউন আছে আছে,
কচুরিপানা
শুধু ভেসেই চলে।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৪
নেওয়াজ আলি বলেছেন: চাঁদগাজী এবং সোনাগাজী দুইটাই জায়গা ফেনীতে আছে। রহস্যময় এইসব নাম
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাঁদগাজী আর সোনাগাজী হেনীতে
থাকলেও সোনাগাছী বহুদূর!
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৯
এপোলো বলেছেন: চাঁদগাজী "স্যার"
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী কারো স্যার,
কারো জন্য বুনো ষাড়,
গুতা খাবার ভয়ে পালায়!
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫১
নতুন বলেছেন: কারুর প্রতি ঘৃনা রাখা ঠিক না।
আর ব্লগে সমালোচনা হবেই নতুবা ব্লগে লিখে মজা কোথায়।
যারা সমালোচনা হজম করতে পারেনা তাদের জন্য ফেসবুক আছে, শুধুই লাইক আর সেয়ার অপছন্দ হলে ব্লক ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এই সহজ কথাটি অনেকই
বুঝতে চায়না।
সহজ কথা বলতে আমায় কহযে,
সহজ কথা যায়না বলা সহজে।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৯
সোবুজ বলেছেন: চাঁদগাজীর তুলনা চাঁদগাজীই।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেবুজ দাদা,
আমি কি বলেছি
তিনি সোনাগাজী?
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৪
নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজিকে যারা বিতাড়িত করতে সক্ষম হয়েছে তাদের পোস্ট এখন নেই বললেই চলে। বুঝা যাচ্ছে তারা কোনো টপিক খুঁজে পাচ্ছে না। সোনাগাজী আসাতে তারা আবার ফিরে আসবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও চাই সবাই আসুক, সবাই থাকুক।
তা হলেই প্রাণবন্ত হবে
ব্লগ। বাঘ না থাকলে গাধারা
নিজেদের বাঘ ভাবতে থাকবে
আর সেই সুযোগে ভেড়ারাও
নিজেদের নেকড়ে ভাবতে থাকবে।
যা কোন ভাবেই কোন কল্যান বয়ে
আনবেনা ব্লগে।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি এতদিন পর টের পেয়েছেন? :/
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আগেই টের পেয়েছি বলেই
অনেকদিন দূরে আছি। আপনার
জানা থাকার কথা যে, খাবার আগে
আর দরবারের শেষে থাকে বুদ্ধিমানেরা।
মারামারির শেষে যেনন পুলিশ আসে।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:২৩
সৈকতসৈকত বলেছেন: লেখক বলেছেন: চাঁদগাজী আর সোনাগাজী হেনীতে
থাকলেও সোনাগাছী বহুদূর!
নুরু সাব সোনাগাছি চিনে সোনাগাছির বান্দা কাস্টমার
সাসুম বলেছেন: নুরু মোহাম্মাদ দাদু ৭০ উর্ধ বয়সে আমাদের ব্লগ গ্রামে সেই ভীমরতিতে ধরা বুইড়া দের স্মৃতি ফিরিয়ে এনেছেন। চেল চেলায়া বেহেশতে চলে যাবেন
নুরু চান্দুর ঠিকানা
পাবনা পাবনা
ছাগল আর গাধারে খোয়ারে ভরা হোক
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সোনাগাছি চিনলেই যে তার
কাষ্টমার হতে হবে এমন মনগড়া
কথা বোকদের ডাইরীতেই থাকে।
বেহেশত দোজখের কথা শুনেছেন?
তার কোনটাতে যেতে চান? জানেনতো
দুটোই! ছোট খোকা বড় হও!
গাধা ছাগল অনেক তাড়িয়েছি। নিজের
খেয়ে আর ন্য, তাড়াতে হলেএবার বাঘ
সিংহ তাড়াব।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৮
জগতারন বলেছেন:
জয়তু সোনাগাজী! সামুর মুসকান হোন সোনাগাজী!
শত্রুর মুখে ছাই দিয়ে টিকে থাকুন বট গাছ হয়ে বহুদিন।
আশা করি উপরের কথাগুলো আপনি আন্তরীকতার সাথেই বলেছেন।
আমিও আশা করি তিনি আমাদের মাঝে চিরদিন বিরাজ করুন।
সামু'র প্রান চাঁদ্গাজ বা সোনাগাজী
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারন দাদা আমি যা বলেছি
তা মিন করি। মাথা মোটাদের নেতা
না হয়ে শিক্ষিতদের ছাত্র হয়ে থাকতে
পছন্দ করি আমি। ভাল থাকবেন দাদা।
সামু আগাছা মুক্ত হোক।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদগাঁজী আর নুরুর বাহাস ভালোই জমত।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাঁজীর মাঝে পিছন থেকে
আঘাত করার মানসিকতা ছিলনা
তাই তার সাথে যুদ্ধ করে মজা পেতাম।
কিছু গাধা ছাগল গরু আছে যারা পিছন
থেকে গুতা মারে। ওদের সাথে খেলা জমে না
তাই দূরে থাকি।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: আমার মনে হয় না 'সোনাগাজী' আমাদের চাঁদগাজী।
আমি চাঁদগাজী কে ভীষণ মিস করি। উনি একজন ভালো ব্লগার ছিলেন।
চাঁদগাজীকে ব্যান করার পর তার নামে বেশ কয়েকটা নিক এসেছিলো। একটা নিকের নাম ছিলো 'চাঁদগাজী সমর্থনগোষ্ঠী' এরকম কিছু একটা নাম হবে। যতই নিক ই আসুক। চাঁদগাজী একজনই হয়। এরা সামুতে বারে বারে আসে না। যুগে যুহে এক দুই জন আসে। সামু চাঁদ গাজীকে মাইনাস করে ভুল করেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হলেও হতে পারে!
তবে সবার মনে হওয়া
এক হবে এমন তো নয়!
ইংরেজীতে ছয় (৬) কে উলটা
করে ধরলে নয় (৯) হয়, উভয়টাই
সঠিক। যে যেমন দেখে। আমি সোনাগাজীতে
চাঁদগাজীর ছায় দেখতে পাই। আমি কি ভুল
দেখি? সময় জবাব দেবে তার।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা চাঁদগাজীর কথায় গরম কিংবা
ঠান্ডা অনুভব করেন তারা কম্বল মুরি
দিয়ে কিংবা কচুরীপানার ঠান্ডা পানিতে
ডুব দিয়ে শীতল হোন কেউ না করবে না।
কিন্তু তাকে উচ্ছেদ করতে নিজের পশ্চাত
চুলকিয়ে ঘা করা বুদ্ধিমানের কাজ না।
ছোট খোকা বড় হও, বড় হবা না?
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনা (চাঁদ) গাজী, দেখা যাক এবার সোনা হয় কিনা। তার অনেক পোষ্টই আমার ভাললাগে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাজাগতিক চিন্তা!
আশা করি লোহায় এবার
সোনার প্রলেপ পড়বে।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হ্যালো, নুরু ভাই। আশা করি ভালো আছেন।
ব্লগার সোনাগাজীই কি চাঁদগাজী ভাই? আমি অনেক দিন ব্লগে ছিলাম না। তাই জিজ্ঞাসা করছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ ভালো জানেন,
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪০
সোনাগাজী বলেছেন:
আমি জানি আপনি দুষ্টদের ছাড় দেবেন না, ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগেও দেইনাই
এখনো না।
লড়াই চলবে
নষ্টদের বিরুদ্ধে।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫২
ফারহানা শারমিন বলেছেন: আমি মনে মনে ভাবছিলাম চাঁদগাজী ভাইয়ের কোন পোস্ট দেখি না কেন! ভাইয়ের জন্যে শুভ কামনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই ভালো থাকুন,
সবার জন্য শুভকামনা।
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭
নীল আকাশ বলেছেন: কোন জায়গায় তেল দিতে হয় এটাও জানলেন না এতদিনে? বড়ো ভামর কে প্রশ্রয় দিচ্ছেন?
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেলের দাম বেড়ে গেছে।
চাইলেই তেল দেওয়া যায়না।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৬
অর্ক বলেছেন: নূরু ভাই, আয়নায় কি নিজের চেহারা দেখছেন কোনওদিন? দেখেন নাই। একবার দেখেন। ভালো লাগবে। শান্তি পাবেন। খুব শান্তি পাবেন। একবার দেখেন প্লিজ।
শুভেচ্ছান্তে।