নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বয়স বাড়ার সাথে সাথে মানুষের চেহারা পাল্টায়, রূপ পাল্টায়।
সুন্দর মুখশ্রী কুচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে এটাই নিয়ম।
চেহারার এই রূপ পাল্টানোটা দোষের নয়। তবে চেহারা পাল্টানোর
সাথে সাথে যদি তার মন পাল্টে যায় তা হলে তাকে বুঝতে বিভ্রান্তিতে
পড়তে হয়।
কিছু মানুষ সাধু সাজার ভান করলেও ভিতরে কুটিল যা তার চেহারা দেখে
বোঝার উপায় নাই। এরা মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও অন্তরে থাকে গড়ল।
এদের চেহারা দেখে বা কথা তা বোঝার উপায় নাই। এরা সব সময় মানুষের
অনিষ্ট করার সুযোগ খোঁজে। এতে তাদের কোন লাভ না হলেও মনে মনে খুশী
হয়।
আবশ্যকীয় পারিবারিক শিক্ষার অভাব তাদেরকে এমন নীচ মানসিকতার প্রলেপে
খোলসে বেড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। এরা সাপের চেয়ে ভয়ংকয়।
এদের থেকে সাবধান থাকুন সবাই।
০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল নয়, সহজ করে বলুন
২| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮
নতুন বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের বাইরের যেমন পরিবর্তন হয় তেমনি মস্তিস্কেও পরিবর্তন আসে।
মানুষের মস্তিস্কের আকার কমে আসে তখন মানুষ তার স্বাভাবিক মন, মনন থেকে অন্য রকমের আচরন করতে পারে।
আলঝিমার, ডিমেনসিয়া আক্রান্ত মানুষ এমন পরিবর্তনের মাঝে যেতে পারে। তাই এই পরিবর্তনের উপরে নজর রাখা উচিত। ডাক্তারের পরার্মশ নেওয়া উচিত।
০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পারিবারিক সুশিক্ষার ব্যত্যয়ের কারণে
বয়স বাড়লেও তারা কোন ইতিবাচক
ভুমিকা রাখতে পারেনা বয়স বড়লেও।
তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাইলেও এদেরকে চিনা যায় না।
০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কথা সত্য।
এরা অপকার করতেই জানে
কারো উপকার নয়।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মনও বদলায় কারণ ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাগুলি তার চিন্তা ভাবনা মন ও মস্তিস্কে কাজ করে।
বেশিভাগ সময় যত বুড়া হয় মানুষ তত পাঁজি হয়।
ছোটবেলায় মন কোমল থাকে। আবেগে ভাসে মানুষ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আবেগ কন্ট্রোল করতে শিখে যায়।
০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপু। ছোট বেলাটা
থাকে নরম কাদা মাটির মতো।
এই সময় যদি তার উপর মন্দ
প্রভাব পড়ে তা হলে তা শোধরানো
যায়না বুড়ো হলেও। পক্ষান্তরে সুশিক্ষা
পেলে বুড়ো বয়সেও তার চলনে বলনে
শালিনতার ব্যত্যয় ঘটে খুব কম।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মন্দরা ভালো হোক
ভালোরা আরও ভালো
পৃথিবীটা যেন হয় আলোক ঝলোমলো ...
০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর প্রত্যশা পূরণ হোক।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮
স্প্যানকড বলেছেন: গেরাম বাংলায় একটা কথা প্রচলিত আছে " বুইড়া মানুষ মাইনষের তোদা না...."
০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যবর যা,
আর যে যাতের জা!
৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
মানুষের ভিতরটা খোদা বলতে পারেন। আপনি তো নমস্য ব্যক্তি!
০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি নমস্য না
নস্যি ব্যক্তি।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১
জ্যাকেল বলেছেন: ভাল বলিয়াছেন। তবে আপনি নিজের দিক থেকেও ভাল করে চিন্তা করে দেখেন। আপনি যা বলেন, যা করেন তার একটি অপরটির সাথে কতটুকু মিল।
ব্লগে আপনাকে দেখিয়া প্রীত হইয়াছি।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মানুষের চরিত্রের কথা
বলেছি, আর আমিও মানুষ।
ফেরেশতা বা শয়তান
নই।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
বহুরূপীদের বিচরণ হয় বহুমুখী
তবে বহুরূপীদের বিচরণের
স্বরূপ নিয়ে ভাবনার অবকাশ
থেকে যায় সর্বদাই ।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: তাদের নিয়া ভাবতে গেলে তা হবে
পন্ডশ্রম। ওদের এড়িয়ে যাওয়াই
উত্তম পন্থা।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বিজ্ঞান ব্যর্থ !
এগুলারে ধরার কোনো গ্যাজেট নাই ।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এদের ধরার হ্যাজেট নাই বলেই
আজ সব ফেছে নষ্টদের দখলে।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮
জটিল ভাই বলেছেন:
এরা সাপের চেয়ে ভয়ংকয়।
এদের থেকে সাবধান থাকুন সবাই।