নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সব এখন নষ্টদের দখলে!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫১


জানা ছিলো সব যাবে নষ্টদের দখলে! তবে তা এত দ্রুত হবে কে তা জানতো! সভ্যতা পালিয়ে বেড়ায় অসভ্যদের নষ্ট আস্ফালনে! এমনি করেই হয়তো এক দিন ঘোর আমানিশা ঢেকে দিবে দিনের আলো! এর থেকে মুক্তি নাই, তাই সুবোধ আজ পালিয়ে বেড়ায় লোকালয় ছেড়ে, দূরে, বহু দূরে.. তার
পরেও আশায় থাকি নতুন
বছরের নতুন ভোরের।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:০১

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:



আপনি কি ঢাকা হতে অনেক দূরে থাকেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢাকা থেকে দূরে নয় তবে
নষ্টদের থেকে অনেক দূরে!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪

ইসিয়াক বলেছেন:




নুরু ভাই, অনেক দিন পরে!
নিশ্চয় ভালো আছেন। আপনি কি এখন গ্রামে চলে গেছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই আমি আলহামদুলিল্লাহ
ভালো আছি। গ্রামে নয় ঢাকায় আছি
তবে কেন্দ্রে নয়। ভালো থাকবেন।
শুভ কামনা রইলো।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি কেমন আছেন ভাই?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ, আমি
ভালো আছি সুজন ভাই।
দোয়া করবেন যেন ভালো
থাকি। আপনিও ভালো
থাকবেন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: শুভ প্রত্যাবর্তন।কোথায় হারিয়ে গিয়েছিলেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হারিয়ে নয়, সম্ভ্রম রক্ষার
জন্য বাবুদের থেকে দূরে
আছি।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৪

জটিল ভাই বলেছেন:
আপনি কি সেই আগের নূরুই আছেন????

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল করে নয়, সহজ করে বলি
আমি আর আগের মতো নাই।
বয়স বেড়েছে বেশ খানিকটা।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: সবকিছু নষ্টদের দখলে, এ কথা বলে মহত্ত্বের তৃপ্তি লাভ না করে নষ্টদের প্রতিহত করুন।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মামুন ভাই, অনেক রথী মহা রথী
নষ্টদের আক্রোশে ত্রাহি ত্রাহি রব
করে পালিয়েছে। আমিতো কোন ছার।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন নুরু ভাই?
দীর্ঘ বিরতির পর আপনাকে দেখে খুশি হয়েছি। আমাদের এদিকে ঘনঘন লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে।কেউ যাচ্ছে দেখতে আবার কেউ যাচ্ছে ধরতে।বনকর্মীরা পরপর কয়েকটি বাঘ ধরে খাঁচা বন্দি করে গহীন অরণ্যে ছেড়ে দেওয়ায় বাঘেরা খুব মান করেছে।সব্বশেষ খবর অনুযায়ী বাগেরহাট থেকে এক বাঘ সুন্দর বনের বিট অফিসার প্রভাত বাবুর বাড়ির সামনে ধর্নায় নেমেছে। জানিনা শেষ পর্যন্ত কি হয়। খুব টেনশনে আছি।

আর দুনিয়াটা তো সেই কবে থেকেই নষ্টদের দখলে।নষ্টরা নিজেদের সুবিধার জন্য ভালোদে্র গালমন্দ করে অনুকম্পা আদায় করে।আহা উহু পেয়ে আবার যা তাই।তাই বুঝি কবিগুরু নষ্টদের নষ্টামির থুরি সাফল্যে নিজের দুঃখকে অবলোকন করতে বলেছিলেন,আমি রবো নিষ্ফলে হতাশার দলে।" :)

নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকে।


০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে ধন্যবাদ দাদস।
আমি ভালো আছি আল্লাহর
দয়ায়। তার শুকরিয়া
প্রকাশের জন্য জানান
দিলাম আমি এখনো
আছি। নষ্টদের প্রতিহত
করার ক্ষমতা নাই বলে
দূরে আছি নষ্টদের থেকে।
ভালো থাকবেন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:

লেখক বলেছেন:
ঢাকা থেকে দূরে নয় তবে
নষ্টদের থেকে অনেক দূরে!


নষ্টদের চেয়ে দূরে সরতে যেয়ে না খাদে পড়ে যান নুরু ভাই!

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা করছি আপ্রাণ। জানিন
শেষ রক্ষা হবে কি না! কাউকে
দেখছি কাদায় মাখামাখি হতে।
আপনারাও সাবধানে থাকুন।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: নতুন বছর হোক সুস্থ ও সুখের । কেমন আছেন।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ কামনার জন্য
ধন্যবাদ। ভালো আছি
আলি ভাই।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩০

সোবুজ বলেছেন: নূরু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগমন নয়! জানান দেয়া
ব্যান হই নি।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:১৮

এপোলো বলেছেন: জন্মদিনের ব্লগগুলো হারিয়ে গেল নুরু ভাই হারিয়ে যাওয়ার সাথে সাথে। আসলেন যখন, কিছুদিন থেকে যান। জনগন আপনারে মিস করে।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি রব নীরবে
তব মনের মাঝারে!

১২| ০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৩১

কবিতা ক্থ্য বলেছেন: নূরু ভাই ছাড়া ব্লগ পানি বিহীন নদীর মতো।
আশাকরি আবার হারিয়ে যাবেন না।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেতে নাহি দিব হায়
তবু চলে যায়৷ যেতে
দিতে হয়।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৬

শেরজা তপন বলেছেন: ব্লগে আপনাকে মিস করি ভ্রাতা!

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমিও মিস করি
তবে ব্লগএখন আর
টানেনা কতিপয় নষ্টদের
কারনে।


১৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



মাঝে মাঝে কোথায় হারিয়ে যান,
যদিউ হারিয়ে যেতে নেই মানা ।
ফিরে এসেছেন দেখে ভাল লাগল ।
নব বর্ষের শুভেচ্ছা রইল ।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের মতো কিছ গুণী
মানুষের কারনে ফিরতে
বাধ্য হই।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর নূরু ভাই এর দেখা পেলাম। আশা করি ভাল আছেন।

নব বর্ষের শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার হবেতো দেখা,
এ দেখাই শেষ দেখা নয়তো!

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নুরু ভাইয়া আসসালামু আলাইকুম
ভালো থাকুন
আল্লাহ নেক হায়াত দান করুন

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন। আপনার দোয়া
কবুল হোক মহান আল্লাহর
দরবারে। ভালো থাকবেন।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যুগের হুজুগ।

০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুজুগে গা ভাসানো
ঠিক নয়।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই !

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মনিরা আপি ধন্যবাদ
শুভেচ্ছা জানানোর জন্য।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৬

সাসুম বলেছেন: দাদু অনেক দিন পর এলেন। ভয় পেয়ে গেছিলাম আপ্নারে না দেখে। আমাদের জীবন্ত কাসেম বিন আবু বকর আপনি।

নতুন বছরের শুভেচ্ছা। এখন থেকে ব্লগে ডেইলি শুভেচ্ছা বানী দেখা যাবে। সুস্থ আছেন জেনে ভালা লাগল।

বাই দা রাস্তাঃ আপনার নেমেসিস এনিমিকে সুলেমানি ব্যান মারা হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কতিপয় নষ্ট মানুষের কারনে ব্লগ
থেকে দূরে আছি, যারা আমাকে
না দেখে খুশি! নিয়মিত হব না,
তবে মাঝে মাঝে জানান দিব আমি
ছিলাম, আমি আছি। আমি কারো
বন্ধু কিংবা শত্রু না। কাউকে জোর
করে থামিয়া দেয়া গনতন্ত্র নয়।
সবাই তার মতামত দিবে
এটাই কাম্য।

২০| ০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২২

কালো যাদুকর বলেছেন: আসসালমুয়ালাইকুম,
অনেক দিন পরে আপনাকে দেখে ভাল লাগছে।
যে সমস্যা দিয়ে যাচ্ছেন, তা যেন সমাধান হয়।আশা করি আবারো নিয়মিত হবেন।

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ওয়ালাইকুম আস সালাম।
আপনি খুশি হলেও অনেকে
না খোশ। যা হোক সবাই
ভালো থাকুক নতুন বছরে
এটাই প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.