নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কালা তোর তরে কদম তলে চেয়ে থাকি,

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭


কালা তোর তরে কদম তলে চেয়ে থাকি,
চেয়ে চেয়ে ক্ষয়ে গেল আমার
কাজল পরা জোড়া আঁখি!
চেয়ে থাকি (২)


আসবি বলে সেই যে গেলি
ফিরে তো আর না আসিলি-২
দিন রজনী অষ্ট প্রহর

তোরে স্বপনে দেখি- চেয়ে থাকি (২)
তমসা গল্পের এই গানটি পঙখী গেয়েছিল।অসাধারণ বেতার নাটক হয়েছিল
---------------------------------------
কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি
কভু পথের ধারে কভু নদীর পাড়ে
চেয়ে চেয়ে ক্ষয়ে গেল আমার কাজল
পরা দুটি আখিঁ

চেয়ে থাকি, চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি,
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি—-
. চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |
. কভু চেয়ে থাকি যমুনার জলে
. কভু চেয়ে থাকি কদমের তলে
. চেয়ে থাকা বুঝি সার হল মোর
. তবু চেয়ে চেয়ে থাকি |
চেয়ে চেয়ে মোর রাঙা হল কেন
. আবার কাজল টানা কালো আঁখি
শ্যাম তোর তরে তমাল-তলায় চেয়ে থাকি |

——————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : হাটে বাজারে

কেউকি শুনেছেন নাটক বা দেখেছেন সিনেমা্টি ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

কামাল১৮ বলেছেন: তপন সিংহের কিছু ছবি দেখেছি।ভালো লেগেছে,’গল্প হলেও সত্যি’ চলচিত্রটি।এই চবিটা দেখা হয় নাই।শেষ পর্যন্ত আপনিও এই সব শুরু করলেন?

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেই কাজ তো খই ভাজ!
মূল্য নাই তাই মান ও নাই
গভীরতাও নাই।

২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


কদম ফুল এতকাল আদর পায়নি, সম্প্রতি বাংগালীরা প্রেমে মজেছে, কদম জাতে উঠেছে।

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্য ফুলের দাম বেড়ে গেছে
তাই!

৩| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি দা কদমের শুভেচ্ছা রইল

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকবেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: কদম ফুলকে জাতে উঠিয়েছেন হুমায়ূন আহমেদ।

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে ই উঠাক জাতেতো উঠছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.