নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রনে পরীক্ষামূলক প্রয়োগে আশা জাগানো ফলাফল দেখিয়েছে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক অ্যন্ড কোর তৈরি মুখে খাওয়ার কোভিড পিল। এ কোম্পানি বলছে, তাদের তৈরি ওষুধ মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্ক জানিয়েছে, অংশীদার রিজেবাকের সঙ্গে মিলে তারা যুক্তরাষ্ট্রে এ ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি চাইবে। পাশাপাশি অন্যান্য দেশের ওষুধ নিয়ন্ত্রণক সংস্থার কাছেও মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমতি চাওয়া হবে। ইতিবাচক ফলাফল পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ইতি টেনেছে মার্ক।
এ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ডেভিস বলেন, “কোভিডের চিকিৎসা নিয়ে সব আলোচনাই এ ওষুধ বদলে দেবে।” মলনুপিরাভির তৈরি করা হয়েছে এমনভাবে যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে।
জরুরি ব্যবহারের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে কোভিড চিকিৎসার প্রথম অনুমোদিত মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।
প্রতিদ্বন্দ্বী কোম্পানি রোশ ও ফাইজারও কোভিডের মুখে খাওয়ার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা কেবল অ্যান্টিবডি ককটেল তৈরি করতে পেরেছে, যা নিতে হয় শিরায় ইনজেকশনের মাধ্যমে।
Main source
সূত্রঃ
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত এটা করোনায় আক্রান্ত হবার পরে সেব্য।
কারণ এই পিল মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের
হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার
৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে।
২| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
মুল্য সম্পর্কে কোন ধারণা, ৩য় বিশ্বের লোকজন কিনতে পারবে?
০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার চাইলে এটা করোনা ভ্যাকসিনের মতো
বিনা মূল্যেও পাওয়া যাবে ! দাম নিয়ে চিন্তা করে
মাথার চুল ছিড়বেন না !!
৩| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: সরকার চাইলে এটা করোনা ভ্যাকসিনের মতো বিনা মূল্যেও পাওয়া যাবে ! দাম নিয়ে চিন্তা করে মাথার চুল ছিড়বেন না !!
-সরকার টিকা কিনেনি, রিলিফের টিকা দিচ্ছে।
০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বি পজেটিভ
থিংক পজেটিভ
৪| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৫৭
কামাল১৮ বলেছেন: যেখানে মাগনা দেয় ওখানে বসেই খেতে হবে?
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেখানে খুশি খান, ইচ্ছা হলে
বাসায় বসে পরিবার পরিজন নিয়েও
খেতে পারবেন যদি কপালে জোটে !!
৫| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: আমার নিউরো ডাক্তার খুব বিরক্ত স্বরে বললেন রমরমা ওষুধের ব্যাবসার জন্য সবাই উঠে পড়ে লেগেছে । তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন । জানুরারির মধ্যে আরও কিছু ওষুধ আসছে ঘোষণা দিতে । আগামিতে ওষুধ আর ভ্যাক্সিন দিয়ে বাজার ভর্তি হবে । তখন করোনা থিতিয়ে গেলে নতুন কিছুর আমদানি হবে ।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা মিথ্যা না !!
ঘোলা জলে মৎস শিকার!!
হুইল সাবান এখন ২২ টাকায় বিকায়
খবর রাখেন কি.?
৬| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: শুধু পিল না। স্প্রে বের হচ্ছে। জাস্ট নাকের কাছে স্প্রে করবেন। করোনা বাবাগো মাগো বলে পালাবে।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলার মানুষ কঠিন থেকে কঠিনতর!!
করোনা তাদের কাবু করতে পারবেনা।
আমরা করোনার চেয়ে শক্তিশালী
ভাগিয়ে দিবো বলে ইয়া আলী!
৭| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১:৪৬
অধীতি বলেছেন: যে আগে বের করতে পারবে সেই মার্কেট দখল করতে পারবে। এখনকার পরিস্থিতি সেটাই। প্রতিযোগিতা অনেক সময় ভালোকিছু নিয়ে আসে।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুরু থেকে তাই হয়ে আসছে !!
হুজুগে আমরা গা ভাসিয়ে দেই
তবে দাগ থেকে যদি ভালো কিছু
হয় তাবে দাগই ভালো!
৮| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের জন্য ভ্যাক্সিন, পিল বা স্প্রে পেলে ভাল।
না পেলেও সমস্যা নেই, বাংগালী দরিদ্র অংশ এমনিতেই ৭৫% করোনা রেজিষ্ট্যান্ট।
০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা !
আমরা বরেোনা থেকেও
শক্তিশালী !!
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা করোনা হওয়ার আগে না হওয়ার পর খেতে হবে?